ETV Bharat / state

Snooping case : পেগাসাস তদন্ত কমিশন নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে নোটিস সুপ্রিম কোর্টের - মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

পেগাসাস তদন্ত কমিশন গঠন করা নিয়ে সুপ্রিম কোর্ট নোটিস পাঠাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ৷ এই তদন্ত কমিশন গঠন কতটা আইনত, তাকে চ্যালেঞ্জে করে আবেদন জানানো হয়েছে সুপ্রিম কোর্টে ৷

সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্ট
author img

By

Published : Aug 18, 2021, 12:01 PM IST

Updated : Aug 18, 2021, 2:03 PM IST

নয়া দিল্লি, 18 অগস্ট : সুপ্রিম কোর্ট নোটিস পাঠাল পশ্চিমবঙ্গ সরকার ও কেন্দ্রীয় সরকারকে ৷ পেগাসাস নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 26 জুলাই একটি তদন্ত কমিশন গঠন করেন ৷ তাঁর শীর্ষে রয়েছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মদন বি লোকুর (Madan B Lokur) ৷ এই কমিশন গঠন বাতিল করা নিয়ে একটি আবেদন জমা পড়ে সুপ্রিম কোর্টে ৷ তার পরিপ্রেক্ষিতে দেশের সর্বোচ্চ আদালত তৃণমূল সরকারকে এই নোটিস পাঠিয়েছে ৷

দেশের প্রধান বিচারপতি (Chief Justice) এন ভি রামানার (N V Ramana) নেতৃত্বে তিন বিচারপতির একটি বেঞ্চ কেন্দ্র ও পশ্চিমবঙ্গ সরকারকে নোটিস পাঠিয়েছে ৷ 25 অগস্ট পরবর্তী শুনানির দিন স্থির করা হয়েছে ৷ এই বেঞ্চের অন্য দু'জন হলেন বিচারপতি সূর্য কান্ত (Surya Kant) ও বিচারপতি অনিরুদ্ধ বসু (Aniruddha Bose) ৷

আরও পড়ুন : Pegasus: পেগাসাস কাণ্ডে কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের

আবেদনকারীর (petitioner) তরফে আইনজীবী সৌরভ মিশ্র (Saurabh Mishra) বেঞ্চকে জানান, আইন অনুযায়ী রাজ্য সরকারের পেগাসাস তদন্ত কমিশন গঠনের বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে এই আবেদন করা হয়েছে ৷ এই প্রসঙ্গে সুপ্রিম কোর্ট বলে, "আমরা নোটিস জারি করব ৷"

মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গঠিত পেগাসাস তদন্ত কমিশনের দু'জন সদস্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মদন বি লোকুর (Madan B Lokur) ও কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রাক্তন বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য (Jyotirmay Bhattacharya) ৷

নয়া দিল্লি, 18 অগস্ট : সুপ্রিম কোর্ট নোটিস পাঠাল পশ্চিমবঙ্গ সরকার ও কেন্দ্রীয় সরকারকে ৷ পেগাসাস নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 26 জুলাই একটি তদন্ত কমিশন গঠন করেন ৷ তাঁর শীর্ষে রয়েছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মদন বি লোকুর (Madan B Lokur) ৷ এই কমিশন গঠন বাতিল করা নিয়ে একটি আবেদন জমা পড়ে সুপ্রিম কোর্টে ৷ তার পরিপ্রেক্ষিতে দেশের সর্বোচ্চ আদালত তৃণমূল সরকারকে এই নোটিস পাঠিয়েছে ৷

দেশের প্রধান বিচারপতি (Chief Justice) এন ভি রামানার (N V Ramana) নেতৃত্বে তিন বিচারপতির একটি বেঞ্চ কেন্দ্র ও পশ্চিমবঙ্গ সরকারকে নোটিস পাঠিয়েছে ৷ 25 অগস্ট পরবর্তী শুনানির দিন স্থির করা হয়েছে ৷ এই বেঞ্চের অন্য দু'জন হলেন বিচারপতি সূর্য কান্ত (Surya Kant) ও বিচারপতি অনিরুদ্ধ বসু (Aniruddha Bose) ৷

আরও পড়ুন : Pegasus: পেগাসাস কাণ্ডে কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের

আবেদনকারীর (petitioner) তরফে আইনজীবী সৌরভ মিশ্র (Saurabh Mishra) বেঞ্চকে জানান, আইন অনুযায়ী রাজ্য সরকারের পেগাসাস তদন্ত কমিশন গঠনের বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে এই আবেদন করা হয়েছে ৷ এই প্রসঙ্গে সুপ্রিম কোর্ট বলে, "আমরা নোটিস জারি করব ৷"

মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গঠিত পেগাসাস তদন্ত কমিশনের দু'জন সদস্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মদন বি লোকুর (Madan B Lokur) ও কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রাক্তন বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য (Jyotirmay Bhattacharya) ৷

Last Updated : Aug 18, 2021, 2:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.