ETV Bharat / state

রাজীব কুমারের আগাম জামিন খারিজের আবেদনে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

রাজীব কুমারের আগাম জামিন খারিজের আবেদনে 29 নভেম্বর পর্যন্ত স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট । রাজীব কুমারের জামিন খারিজের আবেদন জানিয়ে 4 অক্টোবর সুপ্রিম কোর্টে গেছিল CBI ।

রাজীব
ছবি
author img

By

Published : Nov 25, 2019, 1:13 PM IST

Updated : Nov 29, 2019, 7:54 PM IST

দিল্লি, 25 নভেম্বর : কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের আগাম জামিন খারিজের আবেদনে 29 নভেম্বর পর্যন্ত স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট । এর আগে 1 অক্টোবর রাজীব কুমারের আগাম জামিন মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট । তার প্রেক্ষিতেই 4 অক্টোবর সুপ্রিম কোর্টে যায় CBI ।

1 অক্টোবর 50 হাজার টাকার দুটি ব্যক্তিগত বন্ডে রাজীব কুমারের আগাম জামিন মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট । হাইকোর্টের তরফে আরও জানানো হয়, রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করতে হলে অন্তত 48 ঘণ্টা আগে CBI-র তরফে তাঁকে নোটিশ পাঠাতে হবে ।

যাতে রাজীব কুমারের জামিন খারিজ করা হয়, সেই আবেদনে 4 অক্টোবর সুপ্রিম কোর্টে যায় CBI । তবে আপাতত স্বস্তি । জামিন খারিজের আবেদনেই 29 নভেম্বর পর্যন্ত স্থগিতাদেশ দেওয়া হল ।

রাজীব কুমার এবং সারদা কেলেঙ্কারি এই ইশুতে রাজনৈতিক পারদ চড়েছে বহুবার ৷ রাজীব কুমার তাঁর প্রভাব খাটিয়ে সারদার বহু গুরুত্বপূর্ণ নথি নষ্ট করেছেন বলে অভিযোগ উঠেছে । বিষয়টি নিয়ে CBI-র দরজায় গেছে বিরোধীরা । দফায় দফায় জেরা চলেছে । এমন কী রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষের সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়েছিল তাঁকে । সাময়িকভাবে হাইকোর্টে স্বস্তি মেলার পর বিষয়টি গড়ায় সুপ্রিম কোর্টে ।

দিল্লি, 25 নভেম্বর : কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের আগাম জামিন খারিজের আবেদনে 29 নভেম্বর পর্যন্ত স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট । এর আগে 1 অক্টোবর রাজীব কুমারের আগাম জামিন মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট । তার প্রেক্ষিতেই 4 অক্টোবর সুপ্রিম কোর্টে যায় CBI ।

1 অক্টোবর 50 হাজার টাকার দুটি ব্যক্তিগত বন্ডে রাজীব কুমারের আগাম জামিন মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট । হাইকোর্টের তরফে আরও জানানো হয়, রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করতে হলে অন্তত 48 ঘণ্টা আগে CBI-র তরফে তাঁকে নোটিশ পাঠাতে হবে ।

যাতে রাজীব কুমারের জামিন খারিজ করা হয়, সেই আবেদনে 4 অক্টোবর সুপ্রিম কোর্টে যায় CBI । তবে আপাতত স্বস্তি । জামিন খারিজের আবেদনেই 29 নভেম্বর পর্যন্ত স্থগিতাদেশ দেওয়া হল ।

রাজীব কুমার এবং সারদা কেলেঙ্কারি এই ইশুতে রাজনৈতিক পারদ চড়েছে বহুবার ৷ রাজীব কুমার তাঁর প্রভাব খাটিয়ে সারদার বহু গুরুত্বপূর্ণ নথি নষ্ট করেছেন বলে অভিযোগ উঠেছে । বিষয়টি নিয়ে CBI-র দরজায় গেছে বিরোধীরা । দফায় দফায় জেরা চলেছে । এমন কী রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষের সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়েছিল তাঁকে । সাময়িকভাবে হাইকোর্টে স্বস্তি মেলার পর বিষয়টি গড়ায় সুপ্রিম কোর্টে ।

New Jersey (US), Nov 24 (ANI): New Jersey Governor Phil Murphy was felicitated during the 550th birth anniversary of Guru Nanak Dev in United States' New Jersey on November 23. State Attorney General Gurbir Grewal and Hoboken Mayor Ravinder S Bhalla were also felicitated during the event. Ravinder S Bhalla is also a civil rights activist in US. The event took place in Newark city of New Jersey. New Jersey Governor Phil Murphy greeted the Sikh community during the occasion. He said, "I am deeply honored to attend celebration of Guru Nanak's 550th birthday in Newark." "May his vision of a more compassionate and peaceful world continue to guide us," he added.
Last Updated : Nov 29, 2019, 7:54 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.