ETV Bharat / state

9 ঘণ্টার মধ্যে শক্তি হারিয়ে সাধারণ ঝড়ে পরিণত হবে যশ - 9 ঘণ্টার মধ্যে শক্তি হারিয়ে সাধারণ ঝড়ে পরিণত হবে যশ

আগামী 24 ঘণ্টায় হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতে ।

9 ঘণ্টার মধ্যে শক্তি হারিয়ে সাধারণ ঝড়ে পরিণত হবে যশ
9 ঘণ্টার মধ্যে শক্তি হারিয়ে সাধারণ ঝড়ে পরিণত হবে যশ
author img

By

Published : May 26, 2021, 4:34 PM IST

Updated : May 26, 2021, 4:58 PM IST

কলকাতা, 26 মে : আজ সকালে ওড়িশার বালেশ্বর থেকে মাত্র কুড়ি কিলোমিটার দূরে স্থলভাগে আছড়ে পড়ে অতি সক্রিয় ঘূর্ণিঝড় যশ । স্থলভাগে প্রবেশের তিন ঘণ্টার মধ্যে ক্রমশ শক্তি হারাবে ঘূর্ণিঝড় যশ । অতি শক্তিশালী থেকে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে । পরবর্তী 6 ঘন্টায় আরও কিছুটা শক্তি হারিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে সাধারণ ঘূর্ণিঝড়ে । জানালেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ।

ল্যান্ডফলের পর সাংবাদিক বৈঠক করে তিনি এদিন জানান, আলিপুর আবহাওয়া দফতরের পূর্ব অনুমান মতো ঘূর্ণিঝড় আছড়ে পড়ে বালেশ্বরের নিকটবর্তী অঞ্চল ধামরা এলাকায় । 9:15 - 10:30 টার মধ্যে ঘূর্ণিঝড় স্থলভাগে প্রবেশ করে । ল্যান্ডফলের সময় ঝড়ের গতিবেগ ছিল 130-140 কিমি প্রতি ঘণ্টা ৷ 155 কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ ছিল ঝড়ের । তিনি জানিয়েছেন, ঘূর্ণিঝড় ধীরে ধীরে ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হচ্ছে ।

আরও পড়ুন : বাঁকুড়ায় ত্রাণ শিবিরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বৃদ্ধের

আগামী 24 ঘণ্টায় হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতে । পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দক্ষিণ 24 পরগনায়, হাওড়া হুগলি ও কলকাতা, উত্তর 24 পরগনা, হলদিয়া, দার্জিলিং, কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা । আগামীকাল পশ্চিমের জেলা বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ।

কলকাতা, 26 মে : আজ সকালে ওড়িশার বালেশ্বর থেকে মাত্র কুড়ি কিলোমিটার দূরে স্থলভাগে আছড়ে পড়ে অতি সক্রিয় ঘূর্ণিঝড় যশ । স্থলভাগে প্রবেশের তিন ঘণ্টার মধ্যে ক্রমশ শক্তি হারাবে ঘূর্ণিঝড় যশ । অতি শক্তিশালী থেকে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে । পরবর্তী 6 ঘন্টায় আরও কিছুটা শক্তি হারিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে সাধারণ ঘূর্ণিঝড়ে । জানালেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ।

ল্যান্ডফলের পর সাংবাদিক বৈঠক করে তিনি এদিন জানান, আলিপুর আবহাওয়া দফতরের পূর্ব অনুমান মতো ঘূর্ণিঝড় আছড়ে পড়ে বালেশ্বরের নিকটবর্তী অঞ্চল ধামরা এলাকায় । 9:15 - 10:30 টার মধ্যে ঘূর্ণিঝড় স্থলভাগে প্রবেশ করে । ল্যান্ডফলের সময় ঝড়ের গতিবেগ ছিল 130-140 কিমি প্রতি ঘণ্টা ৷ 155 কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ ছিল ঝড়ের । তিনি জানিয়েছেন, ঘূর্ণিঝড় ধীরে ধীরে ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হচ্ছে ।

আরও পড়ুন : বাঁকুড়ায় ত্রাণ শিবিরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বৃদ্ধের

আগামী 24 ঘণ্টায় হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতে । পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দক্ষিণ 24 পরগনায়, হাওড়া হুগলি ও কলকাতা, উত্তর 24 পরগনা, হলদিয়া, দার্জিলিং, কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা । আগামীকাল পশ্চিমের জেলা বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ।

Last Updated : May 26, 2021, 4:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.