ETV Bharat / state

স্বাস্থ্য দপ্তরে চাকরির আবেদন সানি লিওনের ! - Sunny Leone including Sudama and Hello Mardi is on the government job list

প্রকাশিত হয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের চাকরির আবেদনকারীদের তালিকা । আর তারপর থেকেই শুরু হয়ে গেছে হইচই । কারণ সেই তালিকায় নাম রয়েছে সানি লিওন থেকে শুরু করে সুদামা সহ হ্যালো মার্ডির ।

সানি লিওন
author img

By

Published : Sep 11, 2019, 11:13 PM IST

Updated : Sep 12, 2019, 3:24 AM IST

কলকাতা, 11 সেপ্টেম্বর : ফেসিলিটি ম্যানেজার গ্রেড III পদে আবেদনকারীদের নামের তালিকা সম্প্রতি প্রকাশ করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর । আর তারপর থেকেই শুরু হয়ে গেছে হইচই । কারণ সেই তালিকায় নাম রয়েছে সানি লিওনের । তিনি না কি আবার ST ক্যাটেগরির প্রার্থী । শুধু তাই নয়, স্বাস্থ্য দপ্তরের চাকরির এই তালিকায় নাম রয়েছে সুদামা ও হ্যালো মার্ডির ।

চলতি বছরের 17 জানুয়ারি ফেসিলিটি ম্যানেজার গ্রেড III-এর 819টি পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছিল । সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, এই পদ টেম্পোরারি । তবে, পার্মানেন্টের মতো । সিলেকশনের ভিত্তিতে নিয়োগ করা হবে । কিন্তু আবিদেনকারীর সংখ্যা বেশি হয়ে গেলে পরীক্ষার জন্য নাম শর্ট লিস্ট করা হবে । 160 টাকা দিয়ে আবেদন জানানো যাবে অনলাইনে । আবেদনের সময়সীমা 14 ফেব্রুয়ারি থেকে 25 ফেব্রুয়ারি । এই বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর 819টি পদে চাকরির জন্য অনেকেই আবেদন করেছেন ।

Sunny Leone
তালিকায় রয়েছে সানি লিওনের নাম

সম্প্রতি সেই আবেদনকারীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে । এই তালিকায় 2 লাখ 61 হাজার 585 জন আবেদনকারীর নাম রয়েছে । আবেদনকারীদের নামের সঙ্গে তাঁদের বাবার নাম, জন্মতারিখ, উচ্চমাধ্যমিক ও স্নাতক স্তরে প্রাপ্ত নম্বরের শতাংশের হার সহ একটি স্কোরও রয়েছে ওই তালিকায় । সেই তালিকা প্রকাশ হওয়ার পর থেকেই চক্ষু চড়কগাছ সকলের । কারণ সেখানে প্রথমে নাম রয়েছে হ্যালো মার্ডির । তিনি না কি ST ক্যাটেগরির প্রার্থী । তাঁর বাবার নাম হাই মার্ডি । তালিকার পাঁচ নম্বরে নাম রয়েছে সুদামা । তিনি PH ক্যাটেগরির প্রার্থী । তাঁর বাবার নাম লেখা রয়েছে কৃষ্ণ । তালিকার 9931 ও 9932 ব়্যাঙ্কে নাম রয়েছে সানি লিওনের ।

Sudama and Hello Mardi
তালিকায় নাম রয়েছে সুদামা ও হ্যালো মার্ডির

এই তালিকায় শুধু নামের ক্ষেত্রেই অসংগতি দেখা যায়নি । আরও অনেক অসংগতি দেখা গেছে । এই বিষয়ে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "হেলথ রিক্রুটমেন্ট বোর্ড ইন্ডিপেন্ডেন্ট । এই বিষয়ে কিছু বলতে পারব না ।"

কলকাতা, 11 সেপ্টেম্বর : ফেসিলিটি ম্যানেজার গ্রেড III পদে আবেদনকারীদের নামের তালিকা সম্প্রতি প্রকাশ করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর । আর তারপর থেকেই শুরু হয়ে গেছে হইচই । কারণ সেই তালিকায় নাম রয়েছে সানি লিওনের । তিনি না কি আবার ST ক্যাটেগরির প্রার্থী । শুধু তাই নয়, স্বাস্থ্য দপ্তরের চাকরির এই তালিকায় নাম রয়েছে সুদামা ও হ্যালো মার্ডির ।

চলতি বছরের 17 জানুয়ারি ফেসিলিটি ম্যানেজার গ্রেড III-এর 819টি পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছিল । সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, এই পদ টেম্পোরারি । তবে, পার্মানেন্টের মতো । সিলেকশনের ভিত্তিতে নিয়োগ করা হবে । কিন্তু আবিদেনকারীর সংখ্যা বেশি হয়ে গেলে পরীক্ষার জন্য নাম শর্ট লিস্ট করা হবে । 160 টাকা দিয়ে আবেদন জানানো যাবে অনলাইনে । আবেদনের সময়সীমা 14 ফেব্রুয়ারি থেকে 25 ফেব্রুয়ারি । এই বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর 819টি পদে চাকরির জন্য অনেকেই আবেদন করেছেন ।

Sunny Leone
তালিকায় রয়েছে সানি লিওনের নাম

সম্প্রতি সেই আবেদনকারীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে । এই তালিকায় 2 লাখ 61 হাজার 585 জন আবেদনকারীর নাম রয়েছে । আবেদনকারীদের নামের সঙ্গে তাঁদের বাবার নাম, জন্মতারিখ, উচ্চমাধ্যমিক ও স্নাতক স্তরে প্রাপ্ত নম্বরের শতাংশের হার সহ একটি স্কোরও রয়েছে ওই তালিকায় । সেই তালিকা প্রকাশ হওয়ার পর থেকেই চক্ষু চড়কগাছ সকলের । কারণ সেখানে প্রথমে নাম রয়েছে হ্যালো মার্ডির । তিনি না কি ST ক্যাটেগরির প্রার্থী । তাঁর বাবার নাম হাই মার্ডি । তালিকার পাঁচ নম্বরে নাম রয়েছে সুদামা । তিনি PH ক্যাটেগরির প্রার্থী । তাঁর বাবার নাম লেখা রয়েছে কৃষ্ণ । তালিকার 9931 ও 9932 ব়্যাঙ্কে নাম রয়েছে সানি লিওনের ।

Sudama and Hello Mardi
তালিকায় নাম রয়েছে সুদামা ও হ্যালো মার্ডির

এই তালিকায় শুধু নামের ক্ষেত্রেই অসংগতি দেখা যায়নি । আরও অনেক অসংগতি দেখা গেছে । এই বিষয়ে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "হেলথ রিক্রুটমেন্ট বোর্ড ইন্ডিপেন্ডেন্ট । এই বিষয়ে কিছু বলতে পারব না ।"

Intro:কলকাতা, ১১ সেপ্টেম্বর: রাজ্য স্বাস্থ্য দপ্তরে চাকরির আবেদন জানিয়েছেন সানি লিওনি! তার বাবার নাম দিলীপ সানি। তিনি ST ক্যাটেগরির প্রার্থী। তবে, শুধুমাত্র তিনি একা নন। চাকরির আবেদন জানিয়েছেন সুদামা। তাঁর বাবার নাম কৃষ্ণ। তিনি PH ক্যাটেগরির প্রার্থী। আর, এই চাকরির আবেদন যাঁরা জানিয়েছেন, তাঁদের মধ্যে সবথেকে প্রথমে রয়েছে যাঁর নাম, তিনি হলেন, হ্যালো মার্ডি। তিনিও ST ক্যাটেগরির প্রার্থী। তবে, তাঁর বাবার নাম হাই মার্ডি।
Body:এমনই এক তালিকা প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে। ফেসিলিটি ম্যানেজার গ্রেড III পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছিল গত ১৭ জানুয়ারি। এই পদে চাকরির জন্য যাঁরা আবেদন করেছেন, সেই সব আবেদনকারীর নামের লিস্ট সম্প্রতি প্রকাশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে। এই তালিকায় রয়েছে ২ লক্ষ ৬১ হাজার ৫৮৫ জন আবেদনকারীর নাম। তাঁদের বাবার নাম। জন্মতারিখ। উচ্চ মাধ্যমিক এবং স্নাতক স্তরে প্রাপ্ত নম্বরের শতাংশের হার। এবং, রয়েছে একটি স্কোর। এই তালিকার প্রথমেই রয়েছে হ্যালো মার্ডি-র নাম। আর, তালিকার পাঁচ নম্বরে রয়েছেন সুদামা। এই তালিকার ৯৯৩১ এবং ৯৯৩২, পর পর দু'টিতে রয়েছে সানি লিওনি।
Conclusion:ফেসিলিটি ম্যানেজার গ্রেড III-এর ৮১৯টি পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছিল। গত ১৭ জানুয়ারির ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, এই পদ টেম্পোরারি, তবে পার্মানেন্টের মতো। সিলেকশনের ভিত্তিতে এই পদে নিয়োগ করা হবে। তবে, আবেদনকারীদের সংখ্যা অনেক বেশি হয়ে গেলে শর্ট লিস্ট করা হবে পরীক্ষার জন্য। আবেদন জানাতে হয়েছিল অনলাইনে। আবেদনের জন্য ১৬০ টাকা করে দিতে হয়েছিল আবেদনকারীদের। গত ১৪ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই আবেদন অনলাইনে করা যাবে বলে জানানো হয়েছিল ওয়েবসাইটে। তবে, শুধুমাত্র সানি লিওনি বা হ্যালো মার্ডি কিংবা সুদামা নন। এই তালিকায় আরও নানা অসঙ্গতি দেখা গিয়েছে। এই বিষয়ে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "হেলথ রিক্রুটমেন্ট বোর্ড ইন্ডিপেন্ডেন্ট। এই বিষয়ে কিছু বলতে পারব না।"

______


Link:
http://www.wbhrb.in/fm-notice.html


পিডিএফ:
wb_kol_02a_wbhrb_names_pdf_7203421
প্রার্থীদের নামের তালিকা

wb_kol_02b_wbhrb_names_pdf_7203421
চাকরির আবেদনের নোটিশ


স্ক্রিন শট:
wb_kol_02c_wbhrb_names_ssht_7203421
থেকে
wb_kol_02j_wbhrb_names_ssht_7203421



Last Updated : Sep 12, 2019, 3:24 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.