ETV Bharat / state

কাল থেকে রাজ্যের স্কুলগুলিতে টানা ২ মাস ছুটি

রাজ্যের স্কুলগুলিতে ছুটি শুরু আগামীকাল থেকেই । বন্ধ থাকবে ৩০ জুন পর্যন্ত।

প্রতীকী ছবি
author img

By

Published : May 2, 2019, 2:59 PM IST

Updated : May 2, 2019, 5:50 PM IST

কলকাতা, 2 মে : আগামীকাল থেকে রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে গরমের ছুটি দেওয়ার কথা ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ।

আগামী 17 মে থেকে গরমের ছুটি শুরু হওয়ার কথা ছিল । ঘূর্ণিঝড় ফণীর কারণে আগামীকাল ও শনিবার স্কুলগুলি বন্ধ রাখা হবে । ভোটের কারণেও অনেক স্কুল বন্ধ রয়েছে । সবমিলিয়ে গরমের ছুটি আগামীকাল থেকেই দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এমনই জানান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ।

CBSE ও CISCE বোর্ডকেও আবেদন করা হয়েছে এইধরনের চিন্তাভাবনা করার জন্য । স্কুল দপ্তরের সেক্রেটারি মণীশ জৈন এই মর্মে CBSE ও CISCE বোর্ডকে চিঠিও পাঠিয়েছেন । চিঠিতে লেখা, ফণী ও অত্যন্ত গরম এই দুটি কারণে সিদ্ধান্ত নেওয়া হয়েছে । সরকারি সাহায্য প্রাপ্ত ও বেসরকারি সাহায্য প্রাপ্ত স্কুলগুলিকে 3 মে থেকে 30 জুন পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । পশ্চিমবঙ্গে আপনাদের বোর্ডের অধীনস্থ যে সকল স্কুলগুলি রয়েছে সেগুলোর জন্য আবহাওয়ার কথা মাথায় রেখে আপনারা যদি একই রকম সিদ্ধান্ত নেন ।

কলকাতা, 2 মে : আগামীকাল থেকে রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে গরমের ছুটি দেওয়ার কথা ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ।

আগামী 17 মে থেকে গরমের ছুটি শুরু হওয়ার কথা ছিল । ঘূর্ণিঝড় ফণীর কারণে আগামীকাল ও শনিবার স্কুলগুলি বন্ধ রাখা হবে । ভোটের কারণেও অনেক স্কুল বন্ধ রয়েছে । সবমিলিয়ে গরমের ছুটি আগামীকাল থেকেই দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এমনই জানান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ।

CBSE ও CISCE বোর্ডকেও আবেদন করা হয়েছে এইধরনের চিন্তাভাবনা করার জন্য । স্কুল দপ্তরের সেক্রেটারি মণীশ জৈন এই মর্মে CBSE ও CISCE বোর্ডকে চিঠিও পাঠিয়েছেন । চিঠিতে লেখা, ফণী ও অত্যন্ত গরম এই দুটি কারণে সিদ্ধান্ত নেওয়া হয়েছে । সরকারি সাহায্য প্রাপ্ত ও বেসরকারি সাহায্য প্রাপ্ত স্কুলগুলিকে 3 মে থেকে 30 জুন পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । পশ্চিমবঙ্গে আপনাদের বোর্ডের অধীনস্থ যে সকল স্কুলগুলি রয়েছে সেগুলোর জন্য আবহাওয়ার কথা মাথায় রেখে আপনারা যদি একই রকম সিদ্ধান্ত নেন ।

sample description
Last Updated : May 2, 2019, 5:50 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.