কলকাতা, 9 মার্চ: টলিউড মানেই কামিনী আর কাঞ্চন হল অর্থ ৷ এই কামিনী ও কাঞ্চনের মিশেলে তৃণমূল পশ্চিমবঙ্গে এমন এক বিষাক্ত পরিবেশ তৈরি করেছে যে, আগামী দিনে সাধারণ মানুষের রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রতি কোনও শ্রদ্ধা থাকবে না । নিয়োগ দুর্নীতি কাণ্ডে টলিউডের অভিনেতা বনি সেনগুপ্তকে ইডি-র জেরা প্রসঙ্গে এ ভাবেই শাসক দলকে একহাত নিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta on Bonny Interrogation)৷
বৃহস্পতিবার তিনি বলেন, "শোনা যাচ্ছে যে নিয়োগ দুর্নীতির টাকা নাকি টলিউডে ব্যবহার হয়েছে এবং তার প্রেক্ষিতেই এই অভিনেতাকে ডেকে পাঠানো হয়েছে । দুর্ভাগ্যের বিষয়ে যে এই চক্রে একজন অভিনেতার নামও উঠে আসছে । টলিউড মানেই তো কামিনী আর কাঞ্চন হল অর্থ ৷ এই কামীনি ও কাঞ্চনের মিশেলে এমন এক বিষাক্ত পরিবেশ তৈরি করেছে পশ্চিমবঙ্গে, যে আগামী দিনে সাধারণ মানুষের রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রতি ন্যূনতম শ্রদ্ধা বা ভক্তি থাকবে না ।"
বনি সেনগুপ্তর সঙ্গে বিজেপি যোগ প্রসঙ্গে সুকান্ত (ED interrogates Bonny Sengupta) বলেছেন, "বনি বিজেপি জয়েন করেছিল ৷ এ রকম প্রচুর ব্যক্তি আসে যায় । মুকুল রায় যখন বিজেপিতে ছিলেন তখন তাঁকে দুবার সিবিআই ডেকেছিল ৷ এখন তিনি তৃণমূলে, তাঁকে তো সিবিআই একবারও ডাকেনি ।"
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ আরও যে বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী সিবিআই তদন্তের বিষয় উষ্মা প্রকাশ করে এবং একে পক্ষপাত দুষ্ট তদন্ত বলে দাবি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠিয়েছেন । এই বিষয়ে আজ তৃণমূল নেত্রীকে কটাক্ষ করে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি বলেন যে, এই পুরো ঘটনাটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় করা হয়েছে ।
আরও পড়ুন: কুন্তলের থেকে টাকা নিয়েছেন, স্বীকার করলেন বনি; এখনও চলছে জেরা
সুকান্তর কথায়, এই ধরনের দুর্নীতিবাজ নেতৃত্বদের বিরুদ্ধে তদন্ত হয়েছে । এই তদন্ত থেকে বাঁচতে গিয়ে এরা সিন্ডিকেট করে সিবিআই এবং ইডি-র তদন্তের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে ৷ মানসিক চাপ বৃদ্ধি করে ইডি এবং সিবিআই তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করছে ৷
দেশের বিভিন্ন জায়গায় গরু পাচার, কয়লা পাচারের মতো যে দুর্নীতি হচ্ছে তার সত্য সামনে আসুক সেটা কি এই দলগুলি চায় না ? নাকি তারা চাইছে যে যাঁরা দোষী তাঁদেরকে ছেড়ে দেওয়া হোক ? এই প্রশ্ন তুলেছেন সুকান্ত ৷
ডিএ-র বিষয় নিয়ে তৃণমূলকে কটাক্ষ করে সুকান্ত মজুমদার এ দিন বলেন যে, "ডিএ চাওয়াটা পাপ নাকি স্যান্ডো গেঞ্জি পরে ঘুষ নেওয়াটা পাপ ?" সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে যে ধর্মঘটের ডাক দিয়েছে তার প্রতি বিজেপির নৈতিক সমর্থন রয়েছে বলে জানান সুকান্ত । তবে তিনি এও স্পষ্ট করে দেন যে, ভারতীয় জনতা পার্টি ধর্মঘটকে সফল করার জন্য কোনও রকম ব্যবস্থা নেবে না ।