কলকাতা, 13 ডিসেম্বর: "দিন দিন তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ স্বাস্থ্যের অবনতি ঘটছে । এই লড়াই খুব সহজে থামবে না । খুনোখুনিতে গিয়ে শেষ হবে ।" বুধবার দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় দমদম বিমানবন্দরে শাসকদলের গোষ্ঠীকোন্দল নিয়ে এমনটাই বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ।
এদিন তিনি বলেন," তৃণমূলের ভিতরের অবস্থা ভালো নয় । দলের অভ্যন্তরে লড়াই হচ্ছে টাকা-পয়সা এবং তার ভাগ-বাটোয়ারা নিয়ে । এই লড়াই খুব সহজে থামার নয় । খুনোখুনিতে গিয়ে পৌঁছবে । কয়েকবছর অপেক্ষা করুন, তৃণমূল বলে কোনও দলই আর থাকবে না ।"
কলকাতা পৌরনিগমের 100 দিনের কর্মীদের গত তিনমাস ধরে বেতন আটকে থাকা প্রসঙ্গে সুকান্ত মজুমদারের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সরব হয়েছেন । পৌরনিগমের কর্মীদের বেতন দেবে কে ? রাজধানীর কর্পোরেশনের কর্মীদের বেতন যদি রাজ্য সরকার না-দিতে পারে, তাহলে তেমন অপদার্থ সরকারের থাকার থেকে না-থাকাই ভালো। আর রেশন দুর্নীতিতে ধৃতের সংখ্যা এখানেই শেষ নয়, সংখ্যাটা আগামী দিনে হাজার-কোটিতে পৌঁছবে ।
20 ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ প্রসঙ্গে সুকান্ত মজুমদার জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী দেখা করতে চেয়েছেন প্রধানমন্ত্রী সময় দিয়েছেন । প্রোটোকলমাফিক এটাই হয় । কোনও মুখ্যমন্ত্রী দেখা করতে চাইলেই প্রধানমন্ত্রী সময় দেন । কিন্তু পশ্চিমবঙ্গে এই প্রোটোকল মানা হয় না । মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনও বিধায়ক বা সাংসদ দেখা করতে চাইলে তাঁকে সময় দেওয়া হয় না ।
রাজ্যের বিভিন্ন জেলায় রাস্তার বেহাল অবস্থা নিয়ে সুকান্ত মজুমদার বলেন, "আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব তাঁর এক ভাইপোর পাহাড়ে বিয়ে হওয়াতে তিনি সেখানে গেলেন রাস্তাঘাট ঠিক হল । তাই মুখ্যমন্ত্রীর এরকম আরও অনেক ভাইপো থাকুক এবং তাঁদের রাজ্যের বিভিন্ন জায়গায় বিয়ে হোক তাহলে যদি রাস্তাগুলো ঠিক হয় ।"
আরও পড়ুন :
1 কেন্দ্রের কাছে মুখ্যমন্ত্রীর দাবির খতিয়ান ভুয়ো, মমতার মোদি-সাক্ষাৎ নিয়ে মন্তব্য সুকান্তর
2 দুর্নীতি প্রসঙ্গে কংগ্রেস-তৃণমূলকে একসঙ্গে খোঁচা দিলেন সুকান্ত মজুমদার