ETV Bharat / state

Sukanta Majumdar: 'ব্রাত্য বসুর শিক্ষামন্ত্রী পদে থাকার যোগ্যতা নেই', মন্তব্য সুকান্তর - বিজেপি

Sukanta Majumdar on Bratya Basu: 'ব্রাত্য বসুর শিক্ষামন্ত্রীর পদে থাকার কোনও যোগ্যতা নেই' বলে কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ৷ এদিন রাজ্যপালকে বিজেপির বিদুষক ও জেমস বন্ডের সঙ্গে তুলনা করায় ব্রাত্যকে কটাক্ষ বিজেপি নেতার ৷

Etv Bharat
সাংবাদিক বৈঠকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 4, 2023, 11:04 PM IST

ব্রাত্য বসুকে কটাক্ষ সুকান্ত মজুমদারের

কলকাতা, 4 সেপ্টেম্বর: সোমবার সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ রাজ্যপালকে কখনও জেমস বন্ড আবার কখনও গোপাল ভাঁড় বলে কটাক্ষ করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ এদিন রাজ্যপালকে কটাক্ষ এবং বিজেপি নেতাদের সঙ্গে তুলনা করায়, তীব্র নিন্দা করেন সুকান্ত মজুমদার।

সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, "শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন যে রাজ্যপাল বিজেপি নেতাদের মত আচরণ করছেন। তিনি কখনও বিজেপির বিদূষকের মত আবার কখনও জেমস বন্ডের মত কাজ করছেন। একজন সাংবিধানিক প্রধানের প্রতি এই ধরনের মন্তব্য করতে পারেন না তিনি। তাই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর আর ওই পদে বসে থাকার যোগ্যতা নেই। অন্যান্য রাজ্যে এই ধরনের অসাংবিধানিক মন্তব্যের জন্য মন্ত্রীদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু এই কথাগুলি ব্রাত্য বাবুর নয় ৷ কারণ তাঁর পেটে কিছু বিদ্যা আছে ৷ ওনার দলের মাথাই সম্ভবত এই কথা শিখিয়ে দিয়েছেন। আমরা জানি, ব্রাত্যবাবু সিনেমা প্রেমী মানুষ ৷ সন্ধ্যে হলে উনিও বিদুষকের মতো আচরণ করেন ৷ তাই অন্য কাউকে এই কথা বলা বা জেমস বন্ডের সঙ্গে তুলনা করা আমার মনে হয় উচিত হয়নি৷"

তিনি আরও অভিযোগ করে বলেন, "বঙ্গের শিক্ষা ব্যবস্থায় কফিনে শেষ পেরেক পোঁতার কাজ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে কলেজগুলোতে বহু সিট ফাঁকা থেকে যাচ্ছে। কাট অফ নম্বর অনেক কমিয়ে দেওয়া সত্ত্বেও কলেজগুলোর সিট পূর্ণ হচ্ছে না। একদা মেধাভিত্তিক শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে মমতা সরকার এবং পার্থ চট্টোপাধ্যায়ের মত মন্ত্রীরা।"

আরও পড়ুন: নেহরু-জিন্নাহ প্রধানমন্ত্রী হতে চাওয়ায় দেশ ভাগ হয়েছিল, এবার 26 ভাগ হবে; 'ইন্ডিয়া'কে কটাক্ষ শুভেন্দুর

অন্যদিকে, রাজ্যপালের আচরণের বিরুদ্ধে তৃণমূলের পরিষদীয় কমিটি নিন্দা প্রস্তাব আনতে চলেছে। এই বিষয় বিজেপি নেতা সুকান্ত মজুমদার জানিয়েছেন যে বিজেপি বিধানসভায় সেই প্রস্তাবের বিরোধিতা করবে। রাজ্যপাল যা করছেন একেবারে ঠিক কাজ করছেন।

ব্রাত্য বসুকে কটাক্ষ সুকান্ত মজুমদারের

কলকাতা, 4 সেপ্টেম্বর: সোমবার সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ রাজ্যপালকে কখনও জেমস বন্ড আবার কখনও গোপাল ভাঁড় বলে কটাক্ষ করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ এদিন রাজ্যপালকে কটাক্ষ এবং বিজেপি নেতাদের সঙ্গে তুলনা করায়, তীব্র নিন্দা করেন সুকান্ত মজুমদার।

সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, "শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন যে রাজ্যপাল বিজেপি নেতাদের মত আচরণ করছেন। তিনি কখনও বিজেপির বিদূষকের মত আবার কখনও জেমস বন্ডের মত কাজ করছেন। একজন সাংবিধানিক প্রধানের প্রতি এই ধরনের মন্তব্য করতে পারেন না তিনি। তাই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর আর ওই পদে বসে থাকার যোগ্যতা নেই। অন্যান্য রাজ্যে এই ধরনের অসাংবিধানিক মন্তব্যের জন্য মন্ত্রীদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু এই কথাগুলি ব্রাত্য বাবুর নয় ৷ কারণ তাঁর পেটে কিছু বিদ্যা আছে ৷ ওনার দলের মাথাই সম্ভবত এই কথা শিখিয়ে দিয়েছেন। আমরা জানি, ব্রাত্যবাবু সিনেমা প্রেমী মানুষ ৷ সন্ধ্যে হলে উনিও বিদুষকের মতো আচরণ করেন ৷ তাই অন্য কাউকে এই কথা বলা বা জেমস বন্ডের সঙ্গে তুলনা করা আমার মনে হয় উচিত হয়নি৷"

তিনি আরও অভিযোগ করে বলেন, "বঙ্গের শিক্ষা ব্যবস্থায় কফিনে শেষ পেরেক পোঁতার কাজ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে কলেজগুলোতে বহু সিট ফাঁকা থেকে যাচ্ছে। কাট অফ নম্বর অনেক কমিয়ে দেওয়া সত্ত্বেও কলেজগুলোর সিট পূর্ণ হচ্ছে না। একদা মেধাভিত্তিক শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে মমতা সরকার এবং পার্থ চট্টোপাধ্যায়ের মত মন্ত্রীরা।"

আরও পড়ুন: নেহরু-জিন্নাহ প্রধানমন্ত্রী হতে চাওয়ায় দেশ ভাগ হয়েছিল, এবার 26 ভাগ হবে; 'ইন্ডিয়া'কে কটাক্ষ শুভেন্দুর

অন্যদিকে, রাজ্যপালের আচরণের বিরুদ্ধে তৃণমূলের পরিষদীয় কমিটি নিন্দা প্রস্তাব আনতে চলেছে। এই বিষয় বিজেপি নেতা সুকান্ত মজুমদার জানিয়েছেন যে বিজেপি বিধানসভায় সেই প্রস্তাবের বিরোধিতা করবে। রাজ্যপাল যা করছেন একেবারে ঠিক কাজ করছেন।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.