ETV Bharat / state

BJP Agitation: পক্ষপাতদুষ্ট বিডিও'দের মেরে হাসপাতালে ভরতি করার হুমকি সুকান্তর - পঞ্চায়েত ভোটে বেলাগাম সন্ত্রাস

ভোটে সন্ত্রাসের প্রতিবাদে কলকাতার মহামিছিল থেকে 21 জুলাই প্রতি ব্লকে বিডিও অফিস ঘেরাও-এর ডাক দিলেন রাজ্য বিজেপি নেতারা ৷ একই সঙ্গে, ফের একবার বিজেপি নেতাদের গলায় হুমকির সুরও শোনা গেল বুধবার ৷

Etv Bharat
রাজ্য বিজেপি নেতারা
author img

By

Published : Jul 19, 2023, 3:26 PM IST

Updated : Jul 19, 2023, 5:32 PM IST

কলকাতা, 19 জুলাই: রাজ্যে পঞ্চায়েত ভোটে বেলাগাম সন্ত্রাসের প্রতিবাদে বিজেপির মহামিছিল থেকে আরও একবার রাজ্য প্রশাসনের বিরুদ্ধে সুর চড়ালেন বিজেপি নেতৃত্ব ৷ রীতিমতো হুমকির সুরে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "বিডিওরা যদি পক্ষপাতিত্ব করে তবে প্রত্যেক বিডিওকে অসুস্থ করে হাসপাতালে ভরতি করার দায়িত্ব বিজেপি নেবে ৷"

একই সঙ্গে, 21 জুলাই প্রতি জেলায় বিডিও অফিস ঘেরাওয়ের ডাকও দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি ৷ যদিও বুধবার বিজেপির এই মহামিছিলের অনুমতি দেয়নি কলকাতা পুলিশ ৷ তারপরও অবশ্য অনড় মনোভাব নিয়েই ধর্মতলার দিকে এগোচ্ছে বিজেপির মিছিল ৷ একই সঙ্গে, সুকান্তর অভিযোগ, ভোট সন্ত্রাসে তাঁদের মোট 11 জন কর্মী-সমর্থকের মৃত্যু হয়েছে ৷

21 জুলাই প্রতি বছর শহিদ দিবস হিসাবে পালিত হলেও এবছর শ্রদ্ধা দিবস পালন করবে তৃণমূল ৷ আর সেদিনই জেলায় জেলায় বিডিও অফিস ঘোরাওয়ের ডাক বিজেপির ৷ পঞ্চায়েত ভোটের শুরু থেকেই লাগাতার অশান্তি, হিংসার বলি হয়েছেন 11 জন বিজেপি কর্মী ৷ প্রায় তিন হাজার কর্মী-সমর্থক গুরুতর আহত হয়েছেন বলে এদিন দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি ৷ আর তার প্রতিবাদেই এদিন রাস্তায় নেমেছে রাজ্য বিজেপি ৷ এদিন কলেজ স্কোয়ার থেকে রানি রাসমনি অ্যাভিনিউয়ের দিকে এগিয়ে যাচ্ছে বিজেপির এই মহামিছিল ৷ আর এই মিছিলের নেতৃত্বে সামনের সারিতে রয়েছেন সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীরা ৷

আর এদিনের মিছিল থেকেই রাজ্য প্রশাসন এবং রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগড়ে দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি ৷ এদিন সুকান্ত মজুমদার বলেন, "21 জুলাই রাজ্যের প্রতি ব্লকে মিছিল হবে ৷ জেলায় জেলায় বিডিও অফিস ঘেরাও করা হবে ৷" এরপরই তিনি অভিযোগ করে জানান, রাজ্যে পঞ্চায়েত ভোটে বিডিওরা ভোট লুঠ করেছেন ৷ রায়গঞ্জে বিডিও অফিসে ঢুকে দেবশ্রী চৌধুরী আধিকারিককে হেনস্থা করেছেন বলে যে অভিযোগ উঠেছে সেই প্রসঙ্গও এদিন তুলে আনেন সুকান্ত মজুমদার ৷ আর সেই প্রসঙ্গকে সামনে রেখে এদিন ফের একবার হুঁশিয়ারি শোনা গেল রাজ্য বিজেপি সভাপতির গলায় ৷ তিনি বলেন, "বিডিওরা যদি পক্ষপাতিত্ব করে তবে প্রত্যেক বিডিওকে অসুস্থ করে হাসপাতালে ভরতি করার দায়িত্ব বিজেপি নেবে ৷ মুখ্যমন্ত্রী নিজের পুলিশকে সুরক্ষা দিতে পারেন না, সে রাজ্যের মানুষকে কীভাবে সুরক্ষা দেবে ?"

অন্যদিকে, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এদিন তীব্র আক্রমণ করেন রাজ্য সরকারের বিরুদ্ধে ৷ তিনি বলেন, "ত্রিস্তরীয় পঞ্চায়েতে ত্রিস্তরীয় লুঠ হয়েছে ৷ বিডিও, আমলা, পুলিশ সকলে মিলে এই লুঠ করেছে ৷ বিজেপি 60 হাজার আসনে মনোনয়ন দিতে পারতাম ৷ যদি এত অশান্তি এবং সন্ত্রাস না হত ৷ আগামী দিনে এই সরকারকে উৎখাত করতে হবে ৷" বিরোধী দলনেতা আরও বলেন, "আরও বৃহত্তর আন্দোলন হবে ৷ ভোটাররা গিয়ে বিডিও অফিস ঘারাও করবে ৷ কেন তারা ভোট দিতে পারেনি তার জবাবও চাইবে ভোটাররা ৷ লড়াই হবে রাজপথে, লড়াই হবে সামনা সামনি ৷"

আরও পড়ুন: পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সিবিআইকে মামলা শুরুর অনুমতি রাজ্যপালের

এখানেই শেষ নয়, এদিন বিজেপির মিছিল থেকেও আরও একবার লোকসভা ভোটে বিজেপির টার্গেট নিয়েও মুখ খুলেছেন বিজেপি নেতৃত্ব ৷ সুকান্ত মজুমদার বলেন, "ছাপ্পাশ্রী মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করতে হবে ৷ লোকসভায় 35 আসন টার্গেট এ রাজ্যে ৷" তাঁর দাবি, পঞ্চায়েত ভোটে রাজ্যের 21 হাজার বুথে ভোট হয়নি ৷

কলকাতা, 19 জুলাই: রাজ্যে পঞ্চায়েত ভোটে বেলাগাম সন্ত্রাসের প্রতিবাদে বিজেপির মহামিছিল থেকে আরও একবার রাজ্য প্রশাসনের বিরুদ্ধে সুর চড়ালেন বিজেপি নেতৃত্ব ৷ রীতিমতো হুমকির সুরে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "বিডিওরা যদি পক্ষপাতিত্ব করে তবে প্রত্যেক বিডিওকে অসুস্থ করে হাসপাতালে ভরতি করার দায়িত্ব বিজেপি নেবে ৷"

একই সঙ্গে, 21 জুলাই প্রতি জেলায় বিডিও অফিস ঘেরাওয়ের ডাকও দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি ৷ যদিও বুধবার বিজেপির এই মহামিছিলের অনুমতি দেয়নি কলকাতা পুলিশ ৷ তারপরও অবশ্য অনড় মনোভাব নিয়েই ধর্মতলার দিকে এগোচ্ছে বিজেপির মিছিল ৷ একই সঙ্গে, সুকান্তর অভিযোগ, ভোট সন্ত্রাসে তাঁদের মোট 11 জন কর্মী-সমর্থকের মৃত্যু হয়েছে ৷

21 জুলাই প্রতি বছর শহিদ দিবস হিসাবে পালিত হলেও এবছর শ্রদ্ধা দিবস পালন করবে তৃণমূল ৷ আর সেদিনই জেলায় জেলায় বিডিও অফিস ঘোরাওয়ের ডাক বিজেপির ৷ পঞ্চায়েত ভোটের শুরু থেকেই লাগাতার অশান্তি, হিংসার বলি হয়েছেন 11 জন বিজেপি কর্মী ৷ প্রায় তিন হাজার কর্মী-সমর্থক গুরুতর আহত হয়েছেন বলে এদিন দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি ৷ আর তার প্রতিবাদেই এদিন রাস্তায় নেমেছে রাজ্য বিজেপি ৷ এদিন কলেজ স্কোয়ার থেকে রানি রাসমনি অ্যাভিনিউয়ের দিকে এগিয়ে যাচ্ছে বিজেপির এই মহামিছিল ৷ আর এই মিছিলের নেতৃত্বে সামনের সারিতে রয়েছেন সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীরা ৷

আর এদিনের মিছিল থেকেই রাজ্য প্রশাসন এবং রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগড়ে দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি ৷ এদিন সুকান্ত মজুমদার বলেন, "21 জুলাই রাজ্যের প্রতি ব্লকে মিছিল হবে ৷ জেলায় জেলায় বিডিও অফিস ঘেরাও করা হবে ৷" এরপরই তিনি অভিযোগ করে জানান, রাজ্যে পঞ্চায়েত ভোটে বিডিওরা ভোট লুঠ করেছেন ৷ রায়গঞ্জে বিডিও অফিসে ঢুকে দেবশ্রী চৌধুরী আধিকারিককে হেনস্থা করেছেন বলে যে অভিযোগ উঠেছে সেই প্রসঙ্গও এদিন তুলে আনেন সুকান্ত মজুমদার ৷ আর সেই প্রসঙ্গকে সামনে রেখে এদিন ফের একবার হুঁশিয়ারি শোনা গেল রাজ্য বিজেপি সভাপতির গলায় ৷ তিনি বলেন, "বিডিওরা যদি পক্ষপাতিত্ব করে তবে প্রত্যেক বিডিওকে অসুস্থ করে হাসপাতালে ভরতি করার দায়িত্ব বিজেপি নেবে ৷ মুখ্যমন্ত্রী নিজের পুলিশকে সুরক্ষা দিতে পারেন না, সে রাজ্যের মানুষকে কীভাবে সুরক্ষা দেবে ?"

অন্যদিকে, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এদিন তীব্র আক্রমণ করেন রাজ্য সরকারের বিরুদ্ধে ৷ তিনি বলেন, "ত্রিস্তরীয় পঞ্চায়েতে ত্রিস্তরীয় লুঠ হয়েছে ৷ বিডিও, আমলা, পুলিশ সকলে মিলে এই লুঠ করেছে ৷ বিজেপি 60 হাজার আসনে মনোনয়ন দিতে পারতাম ৷ যদি এত অশান্তি এবং সন্ত্রাস না হত ৷ আগামী দিনে এই সরকারকে উৎখাত করতে হবে ৷" বিরোধী দলনেতা আরও বলেন, "আরও বৃহত্তর আন্দোলন হবে ৷ ভোটাররা গিয়ে বিডিও অফিস ঘারাও করবে ৷ কেন তারা ভোট দিতে পারেনি তার জবাবও চাইবে ভোটাররা ৷ লড়াই হবে রাজপথে, লড়াই হবে সামনা সামনি ৷"

আরও পড়ুন: পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সিবিআইকে মামলা শুরুর অনুমতি রাজ্যপালের

এখানেই শেষ নয়, এদিন বিজেপির মিছিল থেকেও আরও একবার লোকসভা ভোটে বিজেপির টার্গেট নিয়েও মুখ খুলেছেন বিজেপি নেতৃত্ব ৷ সুকান্ত মজুমদার বলেন, "ছাপ্পাশ্রী মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করতে হবে ৷ লোকসভায় 35 আসন টার্গেট এ রাজ্যে ৷" তাঁর দাবি, পঞ্চায়েত ভোটে রাজ্যের 21 হাজার বুথে ভোট হয়নি ৷

Last Updated : Jul 19, 2023, 5:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.