ETV Bharat / state

Sukanta slams Abhishek: '100 দিনের টাকা তৃণমূল নেতাদের পকেটে যেতে দেব না', অভিষেককে জবাব সুকান্তর - নরেন্দ্র মোদি টাকা পাঠাবে আমরা সেটা হতে দেব না

কেন্দ্রীয় সরকারের পাশাপাশি বিজেপি নেতাদেরও তীব্র আক্রমণ করেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় । 100 দিনের কাজের টাকা নিয়ে অভিষেকের গলায় ছিল চড়া সুর । যার পালটা জবাব দিলেন বিজেপি রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদার। তৃণমূল কংগ্রেসের নেতাদের অ্যাকাউন্টে টাকা যাবে আর তা কাটমানি হয়ে ভাইপোর কাছে পৌঁছবে কেন্দ্র তার জন্য় টাকা দেবে না বলে সাফ জানিয়েছেন সুকান্ত ৷

Etv Bharat
বিজেপি রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদার
author img

By

Published : Apr 8, 2023, 5:47 PM IST

অভিষেককে জবাব সুকান্তর

বিধাননগর, 8 এপ্রিল: আলিপুরদুয়ারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একের পর এক কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণাত্মক মন্তব্যের পালটা জবাব দিলেন বিজেপি রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদার । পাশাপাশি 100 দিনের কাজে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার যে অভিযোগ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তারও জবাব দিয়েছেন তিনি ৷ রীতিমতো পরিসংখ্য়ান দিয়ে এদিন অভিষেকের বক্তব্যকে খণ্ডন করেছেন সুকান্ত ৷ তাঁর পালটা নিশানা, তৃণমূলের নেতাদের অ্যাকাউন্টে টাকা যাবে আর তা কাটমানি হয়ে ভাইপোর কাছে পৌঁছবে কেন্দ্র তার জন্য় টাকা দেবে না বলে সাফ জানিয়েছেন সুকান্ত ৷

বিজেপির রাজ্য় সভাপতি বলেন, "আমি আগেই তথ্য প্রমাণ দিয়ে দেখিয়ে দিয়েছি ইউপিএ সরকারের আমলে 100 দিনের কাজে পশ্চিমবঙ্গ যত টাকা পেয়েছে তার কয়েক গুণ বেশি টাকা নরেন্দ্র মোদি সরকারের আমলে পেয়েছে। এখন দূর্ভাগ্যের বিষয় তৃণমূল কংগ্রেস 100 দিনের গরিব মানুষের টাকা সেখানেও দূর্নীতি করছে । এই চোরেদেরকে যতক্ষণ না ধরা যাচ্ছে বা যতক্ষণ না তারা টাকা ফেরত দিচ্ছে ততক্ষণ আর কোনও টাকা পাবে না ।" পাশাপাশি সুকান্ত অভিযোগের সুরে জানান, কেন্দ্রীয় সরকার 2019 সালে অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল যা 2022 সালে পাঠিয়েছে রাজ্য় সরকার।

রাজ্য় বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন্দ্রকে চিঠি পাঠিয়ে টাকা পাঠানো বন্ধ করার আবেদন জানিয়েছিলেন ৷ সেই প্রসঙ্গ টেনে অভিষেকের করা মন্তব্যের প্রেক্ষিতে সুকান্ত বলেন, "এগুলো উস্কানিমূলক মন্তব্য ৷ টাকা বন্ধ হয়েছে চুরির জন্য, পার্টির পক্ষ থেকে আমরা সবসময় বলেছি বাংলার টাকা আটকে রাখার পক্ষপাতি আমরাও নই । কিন্তু এই টাকা যারা কাজ করেছে তাদের অ্যাকাউন্টেই যেন পৌঁছয় । তৃণমূল কংগ্রেসের নেতাদের অ্যাকাউন্টে টাকা যাবে আর তা কাটমানি হয়ে ভাইপোর কাছে পৌঁছোবে, আর নরেন্দ্র মোদি সে কারণে টাকা পাঠাবে ? আমরা সেটা হতে দেব না ।"

আরও পড়ুন: মন্ত্রীর ছেলে কি চাকরি পেতে পারে না, শুভেন্দুকে পালটা প্রশ্ন স্বপন দেবনাথের

পাশাপাশি এদিন পালটা অভিষেককে চ্য়ালেঞ্জ ছুঁড়ে দিয়ে সুকান্ত মজুমদার বলেন, "গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে ৷ অপেক্ষা করুন, মানুষ সুযোগ পেলে অভিষেককে বুঝিয়ে দেবে ৷ মানুষের মনে কী আছে তা বুঝতে পারবেন ৷" এর সঙ্গেই এদিন, বালুরঘাটে আদিবাসী মহিলাকে বিজেপিতে যোগ দেওয়ার জন্য় এক কিলোমিটার দণ্ডি কাটানো হয়েছে, এই অভিযোগ প্রসঙ্গে কলকাতা বিমানবন্দরে সুকান্ত বলেন, "তৃণমূল আদিবাসী মহিলাদের ক্ষেত্রে এই ধরনের আচরণ করবে, এটাই স্বাভাবিক ৷ যারা রাষ্ট্রপতি পদে দ্রৌপদী মুর্মুকে মেনে নিতে পারেননি, তাদের ক্ষেত্রে এই ধরনের আচরণ স্বাভাবিক।" আদিবাসী মহিলার সঙ্গে এই ঘটনায় বিজেপির পরবর্তী পদক্ষেপ হিসেবে দলের এসটি মোর্চার প্রতিনিধিরা সেখানে গিয়ে প্রতিবাদ করবে বলেও জানান তিনি ৷

অভিষেককে জবাব সুকান্তর

বিধাননগর, 8 এপ্রিল: আলিপুরদুয়ারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একের পর এক কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণাত্মক মন্তব্যের পালটা জবাব দিলেন বিজেপি রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদার । পাশাপাশি 100 দিনের কাজে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার যে অভিযোগ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তারও জবাব দিয়েছেন তিনি ৷ রীতিমতো পরিসংখ্য়ান দিয়ে এদিন অভিষেকের বক্তব্যকে খণ্ডন করেছেন সুকান্ত ৷ তাঁর পালটা নিশানা, তৃণমূলের নেতাদের অ্যাকাউন্টে টাকা যাবে আর তা কাটমানি হয়ে ভাইপোর কাছে পৌঁছবে কেন্দ্র তার জন্য় টাকা দেবে না বলে সাফ জানিয়েছেন সুকান্ত ৷

বিজেপির রাজ্য় সভাপতি বলেন, "আমি আগেই তথ্য প্রমাণ দিয়ে দেখিয়ে দিয়েছি ইউপিএ সরকারের আমলে 100 দিনের কাজে পশ্চিমবঙ্গ যত টাকা পেয়েছে তার কয়েক গুণ বেশি টাকা নরেন্দ্র মোদি সরকারের আমলে পেয়েছে। এখন দূর্ভাগ্যের বিষয় তৃণমূল কংগ্রেস 100 দিনের গরিব মানুষের টাকা সেখানেও দূর্নীতি করছে । এই চোরেদেরকে যতক্ষণ না ধরা যাচ্ছে বা যতক্ষণ না তারা টাকা ফেরত দিচ্ছে ততক্ষণ আর কোনও টাকা পাবে না ।" পাশাপাশি সুকান্ত অভিযোগের সুরে জানান, কেন্দ্রীয় সরকার 2019 সালে অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল যা 2022 সালে পাঠিয়েছে রাজ্য় সরকার।

রাজ্য় বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন্দ্রকে চিঠি পাঠিয়ে টাকা পাঠানো বন্ধ করার আবেদন জানিয়েছিলেন ৷ সেই প্রসঙ্গ টেনে অভিষেকের করা মন্তব্যের প্রেক্ষিতে সুকান্ত বলেন, "এগুলো উস্কানিমূলক মন্তব্য ৷ টাকা বন্ধ হয়েছে চুরির জন্য, পার্টির পক্ষ থেকে আমরা সবসময় বলেছি বাংলার টাকা আটকে রাখার পক্ষপাতি আমরাও নই । কিন্তু এই টাকা যারা কাজ করেছে তাদের অ্যাকাউন্টেই যেন পৌঁছয় । তৃণমূল কংগ্রেসের নেতাদের অ্যাকাউন্টে টাকা যাবে আর তা কাটমানি হয়ে ভাইপোর কাছে পৌঁছোবে, আর নরেন্দ্র মোদি সে কারণে টাকা পাঠাবে ? আমরা সেটা হতে দেব না ।"

আরও পড়ুন: মন্ত্রীর ছেলে কি চাকরি পেতে পারে না, শুভেন্দুকে পালটা প্রশ্ন স্বপন দেবনাথের

পাশাপাশি এদিন পালটা অভিষেককে চ্য়ালেঞ্জ ছুঁড়ে দিয়ে সুকান্ত মজুমদার বলেন, "গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে ৷ অপেক্ষা করুন, মানুষ সুযোগ পেলে অভিষেককে বুঝিয়ে দেবে ৷ মানুষের মনে কী আছে তা বুঝতে পারবেন ৷" এর সঙ্গেই এদিন, বালুরঘাটে আদিবাসী মহিলাকে বিজেপিতে যোগ দেওয়ার জন্য় এক কিলোমিটার দণ্ডি কাটানো হয়েছে, এই অভিযোগ প্রসঙ্গে কলকাতা বিমানবন্দরে সুকান্ত বলেন, "তৃণমূল আদিবাসী মহিলাদের ক্ষেত্রে এই ধরনের আচরণ করবে, এটাই স্বাভাবিক ৷ যারা রাষ্ট্রপতি পদে দ্রৌপদী মুর্মুকে মেনে নিতে পারেননি, তাদের ক্ষেত্রে এই ধরনের আচরণ স্বাভাবিক।" আদিবাসী মহিলার সঙ্গে এই ঘটনায় বিজেপির পরবর্তী পদক্ষেপ হিসেবে দলের এসটি মোর্চার প্রতিনিধিরা সেখানে গিয়ে প্রতিবাদ করবে বলেও জানান তিনি ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.