ETV Bharat / state

Vande Bharat Express: আরও দুটি ভালো ট্রেন হারাতে পারে বাংলা, বন্দে ভারতে পাথর ছোড়া প্রসঙ্গে মন্তব্য সুকান্তর - Vande Bharat Express

রাজ্যের আরও দু'টি বন্দে ভারতে এক্সপ্রেস (Vande Bharat Express) চালু হওয়ার কথা রয়েছে ৷ কিন্তু চারদিনে পরপর দু'বার আক্রমণ করা হয়েছে বন্দে ভারতে এক্সপ্রেসে ৷ এই ঘটনার পর রেল কর্তৃপক্ষ হয়তো সিদ্ধান্ত বদল করতে পারে বলে আশংকা প্রকাশ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ৷

রাজভবনে
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার
author img

By

Published : Jan 4, 2023, 4:38 PM IST

Updated : Jan 4, 2023, 5:49 PM IST

রাজভবনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হন সুকান্ত মজুমদার

কলকাতা, 4 জানুয়ারি: রবিবার অর্থাৎ 1 জানুয়ারি থেকে বঙ্গে চালু হয়েছে বন্দে ভারতে এক্সপ্রেস (Vande Bharat Express) ৷ চালু হতে না-হতেই দুবার আক্রমণ করা হয়েছে বন্দে ভারতে এক্সপ্রেসের উপর । এবার সেই বিষয়ে মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ৷ তিনি বলেন, "সিএএ ও এনআরসি ভয় দেখিয়ে অনেক ট্রেন পোড়ানো হয়েছিল । এবার এখানে বন্দে ভারত উদ্বোধনের দিন, মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখে সাধারণ মানুষ জয় শ্রীরাম বলেছেন ৷ তারই প্রতিশোধ হিসেবে হয়তো ট্রেনে ভাঙচুর চলছে । আরও দুটি ট্রেন আমাদের পাওয়ার কথা ছিল । রাজ্যে এই ধরনের কাজকর্ম হতে থাকলে, রেল কর্তৃপক্ষ হয়তো সিদ্ধান্ত বদল করতে পারেন।"

তিনি আরও বলেন, 'যারা পাথর ছুড়ছে, তারা ধরা পড়ুক ৷ এটা বন্ধ হোক। যেখানে ঢিল মারার, সেখানে ঢিল মারেনি । ট্রেনে ফালতু ঢিল মেরে কী হবে ? যারা ঘর পাচ্ছেন না বিডিও দফতরে গিয়ে ঢিল মারুন। সিবিআই-সিআইডি না-করে বন্দে ভারত যাতে সাধারণ মানুষের জন্য ভালোভাবে চলতে পারে সেটা রাজ্য সরকার দেখুক ।"

সুকান্ত নাম না করে মমতাকে কটাক্ষ করে বলেন, "পুলিশের এসপি কে হবে সেটা ঠিক করে 14 তলা । এমনকী কোন থানার ওসি কে হবে সেটাও কলকাতায় বসে ফিরহাদ হাকিমের মতো বাবুরা ঠিক করেন । পুলিশ কী জন্য রয়েছে ? শুধু তৃণমূলের নেতাদের সাহায্য করার জন্য ! " ব্যান্ডেলে পোস্টার পড়া নিয়ে তিনি বলেন, "আমিও গ্রামের মানুষদের তাঁদের গরু-ছাগলকে ভালো করে গোয়াল ঘরে বেঁধে রাখতে বলেছি । গ্রামে গরুচোররা যাচ্ছে ।" আজ মুখ্যমন্ত্রী গঙ্গাসাগরের প্রস্তুতি দেখতে গিয়েছে এই বিষয়ে সুকান্ত মজুমদার বলেন, "তিনি গঙ্গাসাগরে স্নান করে আসুক ৷ পাপ ধুয়ে আসুক ।"

Sukanta Majumdar
রাজভবনে সুকান্ত মজুমদার ও শুভেন্দু অভিকারী

আরও পড়ুন: বন্দে ভারতকে লক্ষ্য করে ছোড়া হল পাথর, ক্ষতিগ্রস্ত কাঁচের দরজা

প্রসঙ্গত, বন্দে ভারতে এক্সপ্রেসের উপর হামলা-সহ শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচন করানো, এরকম একাধিক আবেদন নিয়ে আজ রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে রাজভবনে দেখা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । প্রায় একঘণ্টা বৈঠক চলে তাঁদের ।

এদিন বৈঠক শেষে বেরিয়ে এসে সুকান্ত বলেন, "প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে স্কুল সার্ভিস কমিশন সর্বত্রই দুর্নীতি। সর্বত্রই অসাংবিধানিক কাজ চলছে । রাজ্যপালের সঙ্গে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে । যদিও রাজ্যের বর্তমান অবস্থা নিয়ে অবগত তিনি । কারণ দীর্ঘদিন ধরে তিনি রাজ্যের প্রশাসনিক দায়িত্বে ছিলেন । বিজেপির আশা যে তিনি সব দিকেই লক্ষ রাখবেন ।"

রাজভবনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হন সুকান্ত মজুমদার

কলকাতা, 4 জানুয়ারি: রবিবার অর্থাৎ 1 জানুয়ারি থেকে বঙ্গে চালু হয়েছে বন্দে ভারতে এক্সপ্রেস (Vande Bharat Express) ৷ চালু হতে না-হতেই দুবার আক্রমণ করা হয়েছে বন্দে ভারতে এক্সপ্রেসের উপর । এবার সেই বিষয়ে মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ৷ তিনি বলেন, "সিএএ ও এনআরসি ভয় দেখিয়ে অনেক ট্রেন পোড়ানো হয়েছিল । এবার এখানে বন্দে ভারত উদ্বোধনের দিন, মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখে সাধারণ মানুষ জয় শ্রীরাম বলেছেন ৷ তারই প্রতিশোধ হিসেবে হয়তো ট্রেনে ভাঙচুর চলছে । আরও দুটি ট্রেন আমাদের পাওয়ার কথা ছিল । রাজ্যে এই ধরনের কাজকর্ম হতে থাকলে, রেল কর্তৃপক্ষ হয়তো সিদ্ধান্ত বদল করতে পারেন।"

তিনি আরও বলেন, 'যারা পাথর ছুড়ছে, তারা ধরা পড়ুক ৷ এটা বন্ধ হোক। যেখানে ঢিল মারার, সেখানে ঢিল মারেনি । ট্রেনে ফালতু ঢিল মেরে কী হবে ? যারা ঘর পাচ্ছেন না বিডিও দফতরে গিয়ে ঢিল মারুন। সিবিআই-সিআইডি না-করে বন্দে ভারত যাতে সাধারণ মানুষের জন্য ভালোভাবে চলতে পারে সেটা রাজ্য সরকার দেখুক ।"

সুকান্ত নাম না করে মমতাকে কটাক্ষ করে বলেন, "পুলিশের এসপি কে হবে সেটা ঠিক করে 14 তলা । এমনকী কোন থানার ওসি কে হবে সেটাও কলকাতায় বসে ফিরহাদ হাকিমের মতো বাবুরা ঠিক করেন । পুলিশ কী জন্য রয়েছে ? শুধু তৃণমূলের নেতাদের সাহায্য করার জন্য ! " ব্যান্ডেলে পোস্টার পড়া নিয়ে তিনি বলেন, "আমিও গ্রামের মানুষদের তাঁদের গরু-ছাগলকে ভালো করে গোয়াল ঘরে বেঁধে রাখতে বলেছি । গ্রামে গরুচোররা যাচ্ছে ।" আজ মুখ্যমন্ত্রী গঙ্গাসাগরের প্রস্তুতি দেখতে গিয়েছে এই বিষয়ে সুকান্ত মজুমদার বলেন, "তিনি গঙ্গাসাগরে স্নান করে আসুক ৷ পাপ ধুয়ে আসুক ।"

Sukanta Majumdar
রাজভবনে সুকান্ত মজুমদার ও শুভেন্দু অভিকারী

আরও পড়ুন: বন্দে ভারতকে লক্ষ্য করে ছোড়া হল পাথর, ক্ষতিগ্রস্ত কাঁচের দরজা

প্রসঙ্গত, বন্দে ভারতে এক্সপ্রেসের উপর হামলা-সহ শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচন করানো, এরকম একাধিক আবেদন নিয়ে আজ রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে রাজভবনে দেখা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । প্রায় একঘণ্টা বৈঠক চলে তাঁদের ।

এদিন বৈঠক শেষে বেরিয়ে এসে সুকান্ত বলেন, "প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে স্কুল সার্ভিস কমিশন সর্বত্রই দুর্নীতি। সর্বত্রই অসাংবিধানিক কাজ চলছে । রাজ্যপালের সঙ্গে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে । যদিও রাজ্যের বর্তমান অবস্থা নিয়ে অবগত তিনি । কারণ দীর্ঘদিন ধরে তিনি রাজ্যের প্রশাসনিক দায়িত্বে ছিলেন । বিজেপির আশা যে তিনি সব দিকেই লক্ষ রাখবেন ।"

Last Updated : Jan 4, 2023, 5:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.