ETV Bharat / state

Sukanta on Ram Navami: গন্ডগোল না-সামলে পুলিশে কেন পালালো ? রামনবমীর ঘটনায় প্রশ্ন সুকান্তর - Police Role Over Ram Navami Chaos in Howrah

হাওড়ার শিবপুরে রামনবমীকে কেন্দ্র করে কেন অশান্তি হবে বারবার ? এই প্রশ্ন তুলে প্রশাসনকে একহাত নিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ৷ পাশাপাশি, পুলিশের বিরুদ্ধে পালিে যাওয়ার অভিযোগ করলেন তিনি ৷

Sukanta on Ram Navami Calsh ETV BHARAT
Sukanta on Ram Navami Calsh
author img

By

Published : Mar 31, 2023, 6:02 PM IST

Updated : Mar 31, 2023, 6:49 PM IST

রামনবমীতে শিবপুরের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সুকান্তর

কলকাতা, 31 মার্চ: রামনবমীর দিন হাওড়ার ঘটনায় পুলিশের ভূমিকার সমালোচনা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ রামনবমীর শোভাযাত্রায় হামলার পর পুলিশ কেন পদক্ষেপ করল না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি ৷ এমনকী পুলিশের বিরুদ্ধে পালিয়ে যাওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন সুকান্ত ৷ আর এই সবের জন্য সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছেন সুকান্ত ৷ পাশাপাশি, পঞ্চায়েত ভোট নিয়ে তৃণমূলের বুথ কমিটির বৈঠকের পর গুলি চালানোর ঘটনার নিন্দা করেন তিনি ৷ অভিযোগ করলেন, তৃণমূলের হয়ে পঞ্চায়েত ভোটে দাঁড়ানো মানেই রোজগারের পথ খুলে যাওয়া ৷ তাই এই খুনোখুনি হচ্ছে বলে মনে করেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷

গতকাল চোপড়ায় বুথ কমিটির বৈঠকের পর 2 তৃণমূল কর্মীকে গুলি করে খুন করা হয়েছে ৷ পঞ্চায়েত টিকিট পাওয়া নিয়ে একই ঘটনা মালদা ও মুর্শিদাবাদেও ঘটতে দেখা গিয়েছে ৷ এই সব নিয়েই এবার শাসকদলকে একহাত নিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷ পাশাপাশি, বিরোধী দলনেতার সঙ্গে একসুরে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোটের দাবি তুললেন সুকান্ত ৷

এদিন সুকান্ত মজুমদার অভিযোগ করেছেন, পশ্চিমবঙ্গের রাজনীতি রোজগারের জায়গায় পরিণত হয়েছে ৷ তৃণমূলের হয়ে পঞ্চায়েতের টিকিট পাওয়া মানে ভোট লুট করে জয় ৷ আর জিতে যাওয়ার পরে কেন্দ্রের পাঠানো টাকা লুট করা ৷ আর এই সবের জন্যই ভোটের টিকিট পেতে তৃণমূলের মধ্যে খুনোখুনি হচ্ছে বলে অভিযোগ সুকান্ত মজুমদারের ৷ আর এ প্রসঙ্গেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর দাবি তুলেছেন সুকান্ত মজুমদার ৷ তাঁর কথায়, এই খুনের রাজনীতি বন্ধ করতেই বিজেপি বরাবরই কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করাতে জোর দিচ্ছে ৷

আরও পড়ুন: রামনবমীর মিছিলে আগ্নেয়াস্ত্র নিয়ে কেন গিয়েছিল বিজেপি, প্রশ্ন তুললেন তৃণমূলের কুণালের

সুকান্ত মজুমদার এদিন দাবি করেছেন, কেন্দ্রীয় বাহিনী থাকলে শান্তিপূর্ণ ভোট হবে ৷ কোনও মায়ের কোল খালি হবে না ৷ কারণ, পঞ্চায়েতের টিকিট দেওয়া নিয়ে যে খুনোখুনি শুরু হয়েছে ৷ পঞ্চায়েত নির্বাচনের সময় পরিস্থিতি আরও খারাপ হবে ৷ অন্যদিকে, হাওড়ার শিবপুরে রামনবমীর ঘটনা নিয়েও রাজ্য সরকার ও পুলিশের ভূমিকার সমালোচনা করেছেন সুকান্ত মজুমদার ৷ অভিযোগ করেছেন, মুখ্যমন্ত্রী পুলিশের হাত বেঁধে রেখেছেন ৷ সেই কারণে পুলিশের সামনে অশান্তি হয়েছে ৷ তাই পুলিশও কিছু করতে পারেনি বলে অভিযোগ করেছেন সুকান্ত মজুমদার ৷

উল্লেখ্য, গতকাল রামনবমীর মিছিলে অশান্তির ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে হাওড়ার শিবপুর ৷ যে ঘটনায় পুলিশের কমব্যাট ফোর্সকে নামানো হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৷ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে স্বয়ং মুখ্যমন্ত্রী সমালোচনা করেছেন ৷ তিনি জানিয়েছেন, এই ঘটনায় জড়িত কাউকে রেয়াত করা হবে না ৷ কিন্তু, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পালটা কটাক্ষ এদিন করেন সুকান্ত মজুমদার ৷ তিনি অভিযোগ করেছেন, মুখ্যমন্ত্রী নিজে পুলিশের হাত বেঁধে রেখেছেন ৷

রামনবমীতে শিবপুরের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সুকান্তর

কলকাতা, 31 মার্চ: রামনবমীর দিন হাওড়ার ঘটনায় পুলিশের ভূমিকার সমালোচনা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ রামনবমীর শোভাযাত্রায় হামলার পর পুলিশ কেন পদক্ষেপ করল না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি ৷ এমনকী পুলিশের বিরুদ্ধে পালিয়ে যাওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন সুকান্ত ৷ আর এই সবের জন্য সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছেন সুকান্ত ৷ পাশাপাশি, পঞ্চায়েত ভোট নিয়ে তৃণমূলের বুথ কমিটির বৈঠকের পর গুলি চালানোর ঘটনার নিন্দা করেন তিনি ৷ অভিযোগ করলেন, তৃণমূলের হয়ে পঞ্চায়েত ভোটে দাঁড়ানো মানেই রোজগারের পথ খুলে যাওয়া ৷ তাই এই খুনোখুনি হচ্ছে বলে মনে করেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷

গতকাল চোপড়ায় বুথ কমিটির বৈঠকের পর 2 তৃণমূল কর্মীকে গুলি করে খুন করা হয়েছে ৷ পঞ্চায়েত টিকিট পাওয়া নিয়ে একই ঘটনা মালদা ও মুর্শিদাবাদেও ঘটতে দেখা গিয়েছে ৷ এই সব নিয়েই এবার শাসকদলকে একহাত নিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷ পাশাপাশি, বিরোধী দলনেতার সঙ্গে একসুরে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোটের দাবি তুললেন সুকান্ত ৷

এদিন সুকান্ত মজুমদার অভিযোগ করেছেন, পশ্চিমবঙ্গের রাজনীতি রোজগারের জায়গায় পরিণত হয়েছে ৷ তৃণমূলের হয়ে পঞ্চায়েতের টিকিট পাওয়া মানে ভোট লুট করে জয় ৷ আর জিতে যাওয়ার পরে কেন্দ্রের পাঠানো টাকা লুট করা ৷ আর এই সবের জন্যই ভোটের টিকিট পেতে তৃণমূলের মধ্যে খুনোখুনি হচ্ছে বলে অভিযোগ সুকান্ত মজুমদারের ৷ আর এ প্রসঙ্গেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর দাবি তুলেছেন সুকান্ত মজুমদার ৷ তাঁর কথায়, এই খুনের রাজনীতি বন্ধ করতেই বিজেপি বরাবরই কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করাতে জোর দিচ্ছে ৷

আরও পড়ুন: রামনবমীর মিছিলে আগ্নেয়াস্ত্র নিয়ে কেন গিয়েছিল বিজেপি, প্রশ্ন তুললেন তৃণমূলের কুণালের

সুকান্ত মজুমদার এদিন দাবি করেছেন, কেন্দ্রীয় বাহিনী থাকলে শান্তিপূর্ণ ভোট হবে ৷ কোনও মায়ের কোল খালি হবে না ৷ কারণ, পঞ্চায়েতের টিকিট দেওয়া নিয়ে যে খুনোখুনি শুরু হয়েছে ৷ পঞ্চায়েত নির্বাচনের সময় পরিস্থিতি আরও খারাপ হবে ৷ অন্যদিকে, হাওড়ার শিবপুরে রামনবমীর ঘটনা নিয়েও রাজ্য সরকার ও পুলিশের ভূমিকার সমালোচনা করেছেন সুকান্ত মজুমদার ৷ অভিযোগ করেছেন, মুখ্যমন্ত্রী পুলিশের হাত বেঁধে রেখেছেন ৷ সেই কারণে পুলিশের সামনে অশান্তি হয়েছে ৷ তাই পুলিশও কিছু করতে পারেনি বলে অভিযোগ করেছেন সুকান্ত মজুমদার ৷

উল্লেখ্য, গতকাল রামনবমীর মিছিলে অশান্তির ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে হাওড়ার শিবপুর ৷ যে ঘটনায় পুলিশের কমব্যাট ফোর্সকে নামানো হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৷ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে স্বয়ং মুখ্যমন্ত্রী সমালোচনা করেছেন ৷ তিনি জানিয়েছেন, এই ঘটনায় জড়িত কাউকে রেয়াত করা হবে না ৷ কিন্তু, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পালটা কটাক্ষ এদিন করেন সুকান্ত মজুমদার ৷ তিনি অভিযোগ করেছেন, মুখ্যমন্ত্রী নিজে পুলিশের হাত বেঁধে রেখেছেন ৷

Last Updated : Mar 31, 2023, 6:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.