কলকাতা, 22 অগস্ট: কেন্দ্র সরকারের একাধিক প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে রাজ্যের সংখ্যালঘু ছেলে মেয়েরা । রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্যই এ রাজ্যের সংখ্যালঘুরা বঞ্চিত হচ্ছেন, এই অভিযোগ তুলে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ তাঁর অভিযোগ, "বাংলার যুবক যুবতীদের পেটে লাথি মেরে বন্ধ করা হয়েছে কমন সার্ভিস সেন্টার (CSC)। এ রাজ্যের প্রায় দেড় লক্ষ ছেলে-মেয়ের কর্মসংস্থান হতো এর মাধ্যমে । পঞ্চায়েতগুলিতে এই সেন্টারগুলি ছিল । এখানে প্রায় 60 শতাংশ কর্মীদের নেওয়া হয়েছিল সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে থেকে । পশ্চিমবঙ্গে প্রায় 40 হাজার কর্মী ছিলেন । মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রীতিমতো হুইপ জারি করে পঞ্চায়েতগুলিতে এই সেন্টার চালানো বন্ধ করে দিতে বলে ।"
রাজ্য বিজেপি সভাপতির অভিযোগ, তৃণমূলের তরফে সেখানে বাংলা সেবাকেন্দ্র চালাবে বলে । তাঁর প্রশ্ন, এরজন্য কেন কমন সার্ভিস সেন্টার বন্ধ করতে হবে? 2020 সালে রাজ্য সরকার একটি নির্দেশ জারি করে এই কমন সার্ভিস সেন্টারগুলি বন্ধ করে দেয় বলে সুকান্ত মজুমদারের অভিযোগ ৷ তাঁর কথায়,"প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্র যে যে প্রকল্পগুলির সুবিধা দেয় তা এই কমন সার্ভিস সেন্টারগুলি থেকে জানতে পেরে যাচ্ছিলেন মানুষ । পিকের টিমের পরামর্শে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার খড়গহস্ত হয়ে এই প্রকল্প বন্ধ করে । বর্তমানে প্রায় 200টি সামাজিক প্রকল্প রয়েছে, যার সুবিধা গ্রামের গরিব মানুষ পেতে পারতো । শুধু তাই নয় এই সেন্টারের মাধ্যমে গোটা দেশের ইকোনমিক সার্ভে করা হয়েছে । শুধুমাত্র যে রাজ্যে সেটা হয়নি তার নাম পশ্চিমবঙ্গ । করা হয়নি কারণ, কে গরিব, কে বিপিএল বা উচ্চে অবস্থান করছে সেটা জানা যাবে । ভুত ধরা পড়ে যাবে । প্রায় কোটির উপর রেশন কার্ড বাতিল হয়েছে । রেশন কার্ডের নামে যে রেশন তোলা হত তা বন্ধ হয়ে যাবে । তৃণমূল নেতাদের পকেটে টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে ।"
আরও পড়ুন: বিধানসভায় আচমকাই অসুস্থ মলয় ঘটক, বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন
রাজ্যের সংখ্যালঘুদের বঞ্চিত করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ করেছেন সুকান্ত মজুমদার ৷ তাঁর দাবি, মুখ্যমন্ত্রী রাজ্যের প্রায় 33 হাজার ছেলেমেয়েকে ফেলোশিপ পেতে দিচ্ছেন না । সোজাসুজি টাকা দেওয়া যাবে না । ঐক্যশ্রীর মাধ্যমে টাকা দিতে হবে । বায়োমেট্রিক ভেরিফিকেশন না হওয়ায় রাজ্যের বহু পড়ুয়া কেন্দ্রের দেওয়া সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে ৷