ETV Bharat / state

Sukanta Majumdar over TMC: 'উত্তর থেকে দক্ষিণ- আমাদের কর্মীরা তৃণমূলকে তাড়িয়ে দেবে', সুকান্ত - TMC MLA Birbaha Hansda

সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিককে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে ৷ তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আলিপুর আদালত ৷ এ নিয়ে কী বললেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta on Nisith Pramanik arrest warrant) ?

Sukanta Majumdar
ETV Bharat
author img

By

Published : Nov 17, 2022, 10:55 AM IST

Updated : Nov 17, 2022, 11:32 AM IST

কলকাতা, 17 নভেম্বর: উত্তরবঙ্গ থেকে দক্ষিণ 24 পরগনা- কোথাও তৃণমূল থাকবে না ৷ একটি সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ তিনি খোলাখুলি বলেন, "আমাদের কর্মীরা তৃণমূলকে তাড়িয়ে দেবে ৷" 15 নভেম্বর আলিপুরদুয়ারে জুডিশিয়াল থার্ড কোর্ট স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামানিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ৷ এতেই বিজেপি-তৃণমূল তরজা নতুন রূপ নিয়েছে (Sukanta warns BJP will drive TMC from West Bengal) ৷

কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথের বিরুদ্ধে অভিযোগ, 2009 সালে আলিপুরদুয়ারে দু'টি সোনার দোকানে চুরির সঙ্গে জড়িত ছিলেন তিনি ৷ এ নিয়ে রাজনৈতিক যুদ্ধে নেমেছে ঘাস-পদ্ম ৷ এ প্রসঙ্গে সুকান্ত মজুমদারের পাল্টা অভিযোগ, তৃণমূল নিশীথ প্রামানিকের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চালাচ্ছে ৷ তিনি বলেন, "তৃণমূল সফল হবে না ৷ আমাদের কর্মীরা ওদের উত্তরবঙ্গ থেকে দক্ষিণ 24 পরগনা- সব জায়গা থেকে বের করে দেবে ৷"

আরও পড়ুন: নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আলিপুরদুয়ার আদালতের

একদিকে তৃণমূল বিধায়ক-মন্ত্রী অখিল গিরির রাষ্ট্রপতিকে নিয়ে মন্তব্যে তোলপাড় রাজ্য তথা দেশ ৷ এর মধ্যে তৃণমূল বিধায়ক বীরবাহা হাঁসদার (derogatory remarks TMC MLA Birbaha Hansda) বিরুদ্ধে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিতর্কিত মন্তব্য সামনে উঠে এসেছে ৷ তৃণমূল শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ৷ এ প্রসঙ্গে সুকান্ত মজুমদারের সাফাই, "তিনি (শুভেন্দু অধিকারী) এ ধরনের মন্তব্য করেননি বলে জানিয়েছেন ৷ সে সময় তো তিনি তৃণমূল কংগ্রেসে ছিলেন ৷ তৃণমূল তখন বিষয়টিকে গুরুত্ব দেয়নি কেন ? এর মানে তৃণমূল কংগ্রেস আদিবাসী সম্প্রদায়-বিরোধী (TMC opposes tribal community) মনোভাবাপন্ন ৷"

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal CM Mamata Banerjee) কেন্দ্রে বিজেপি সরকারের বিরুদ্ধে প্রাপ্য টাকা না দেওয়ার অভিযোগ তুলেছেন ৷ এর পালটা বিজেপির রাজ্য় সভাপতি বলেন, "কেন্দ্রীয় সরকার টাকা দিতে প্রস্তুত ৷ কিন্তু তাদের এই টাকাটা ভালো কাজে লাগাতে হবে ৷" মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে সুকান্ত বলেন, "তৃণমূল প্রধান চান যে, কেন্দ্র টাকা পাঠিয়ে যাবে এবং তাঁর দলের লোকেরা তা লুট করতে থাকবে" ৷

আরও পড়ুন: রাজস্ব ঘাটতি বাবদ বাংলাকে হাজার কোটি টাকা দিল কেন্দ্র

কলকাতা, 17 নভেম্বর: উত্তরবঙ্গ থেকে দক্ষিণ 24 পরগনা- কোথাও তৃণমূল থাকবে না ৷ একটি সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ তিনি খোলাখুলি বলেন, "আমাদের কর্মীরা তৃণমূলকে তাড়িয়ে দেবে ৷" 15 নভেম্বর আলিপুরদুয়ারে জুডিশিয়াল থার্ড কোর্ট স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামানিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ৷ এতেই বিজেপি-তৃণমূল তরজা নতুন রূপ নিয়েছে (Sukanta warns BJP will drive TMC from West Bengal) ৷

কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথের বিরুদ্ধে অভিযোগ, 2009 সালে আলিপুরদুয়ারে দু'টি সোনার দোকানে চুরির সঙ্গে জড়িত ছিলেন তিনি ৷ এ নিয়ে রাজনৈতিক যুদ্ধে নেমেছে ঘাস-পদ্ম ৷ এ প্রসঙ্গে সুকান্ত মজুমদারের পাল্টা অভিযোগ, তৃণমূল নিশীথ প্রামানিকের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চালাচ্ছে ৷ তিনি বলেন, "তৃণমূল সফল হবে না ৷ আমাদের কর্মীরা ওদের উত্তরবঙ্গ থেকে দক্ষিণ 24 পরগনা- সব জায়গা থেকে বের করে দেবে ৷"

আরও পড়ুন: নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আলিপুরদুয়ার আদালতের

একদিকে তৃণমূল বিধায়ক-মন্ত্রী অখিল গিরির রাষ্ট্রপতিকে নিয়ে মন্তব্যে তোলপাড় রাজ্য তথা দেশ ৷ এর মধ্যে তৃণমূল বিধায়ক বীরবাহা হাঁসদার (derogatory remarks TMC MLA Birbaha Hansda) বিরুদ্ধে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিতর্কিত মন্তব্য সামনে উঠে এসেছে ৷ তৃণমূল শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ৷ এ প্রসঙ্গে সুকান্ত মজুমদারের সাফাই, "তিনি (শুভেন্দু অধিকারী) এ ধরনের মন্তব্য করেননি বলে জানিয়েছেন ৷ সে সময় তো তিনি তৃণমূল কংগ্রেসে ছিলেন ৷ তৃণমূল তখন বিষয়টিকে গুরুত্ব দেয়নি কেন ? এর মানে তৃণমূল কংগ্রেস আদিবাসী সম্প্রদায়-বিরোধী (TMC opposes tribal community) মনোভাবাপন্ন ৷"

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal CM Mamata Banerjee) কেন্দ্রে বিজেপি সরকারের বিরুদ্ধে প্রাপ্য টাকা না দেওয়ার অভিযোগ তুলেছেন ৷ এর পালটা বিজেপির রাজ্য় সভাপতি বলেন, "কেন্দ্রীয় সরকার টাকা দিতে প্রস্তুত ৷ কিন্তু তাদের এই টাকাটা ভালো কাজে লাগাতে হবে ৷" মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে সুকান্ত বলেন, "তৃণমূল প্রধান চান যে, কেন্দ্র টাকা পাঠিয়ে যাবে এবং তাঁর দলের লোকেরা তা লুট করতে থাকবে" ৷

আরও পড়ুন: রাজস্ব ঘাটতি বাবদ বাংলাকে হাজার কোটি টাকা দিল কেন্দ্র

Last Updated : Nov 17, 2022, 11:32 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.