ETV Bharat / state

মেট্রো দুর্ঘটনায় মৃত সজলের বাড়িতে গেলেন সুজন - metro

আজ বেলা 1টা নাগাদ সজলের বাড়িতে যান বাম পরিষদীয় দল নেতা সুজন চক্রবর্তী, CPI(M) কলকাতা জেলা সম্পাদক কল্লোল মজুমদারসহ CPI(M) নেতৃবৃন্দ । তাঁরা সজলের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান । পাশাপাশি যে কোনও প্রয়োজনে তাঁদের পাশে থাকার আশ্বাসও দেন তিনি ।

সুজন চক্রবর্তী
author img

By

Published : Jul 14, 2019, 11:35 PM IST

কলকাতা, 14 জুলাই : মেট্রো রেল দুর্ঘটনায় মৃত সজল কাঞ্জিলালের বাড়িতে দেখা করতে গেলেন বাম পরিষদীয় দল নেতা সুজন চক্রবর্তী । গতরাতে মেট্রো রেল দুর্ঘটনায় মৃত্যু হয় সজল কাঞ্জিলালের । তিনি কসবার বোসপুকুরের বাসিন্দা ।

কসবা এলাকার মধ্যবিত্ত পরিবারে সন্তান সজল । মামাতো বোনের কাছে থাকতেন তিনি। প্রতিদিন নিয়ম করে রবীন্দ্রসদন ও বাংলা অ্যাকাডেমি চত্বরে যেতেন । বাড়িতে বলতেন, ওই পরিবেশটাই তাঁর খুব ভালো লাগে । গতকালও ওই চত্বরেই ছিলেন তিনি । আজ বেলা 1টা নাগাদ সজলের বাড়িতে যান বাম পরিষদীয় দল নেতা সুজন চক্রবর্তী, CPI(M) কলকাতা জেলা সম্পাদক কল্লোল মজুমদারসহ CPI(M) নেতৃবৃন্দ । সজলের শোকাহত পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান তাঁরা । যে কোনও প্রয়োজনে তাঁদের পাশে থাকার আশ্বাসও দেওয়া হয় । রেল কর্তৃপক্ষকে আরও বেশি সতর্ক হওয়ার জন্য আবেদন জানান সুজন ।

সুজনবাবু বলেন, "মারাত্মক ঘটনা ঘটেছে। এই ঘটনা থেকে প্রমাণিত হয় প্রশাসনের গাফিলতি রয়েছে । রেলের পরিষেবা নেই । মুনাফার দিকে বাড়তি নজর দিতে গিয়েই তরতাজা একটি প্রাণ অকালে ঝরে গেল । লাখ লাখ যাত্রী নিয়মিত যাতাযাত করছে মেট্রোতে । রেলের কোনও দায়িত্ব জ্ঞান নেই । এই ঘটনার দায়িত্বভার সমস্ত মেট্রো রেলকেই গ্রহণ করতে হবে ।" এমন ঘটনা ভবিষ্যতে যাতে না ঘটে তার জন্য মেট্রো রেল কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছেন তিনি। দরজার যান্ত্রিক ত্রুটি থাকায় এই ঘটনাটি ঘটেছে । পুরো বিষয়টি তদন্ত সাপেক্ষ ।"

কলকাতা, 14 জুলাই : মেট্রো রেল দুর্ঘটনায় মৃত সজল কাঞ্জিলালের বাড়িতে দেখা করতে গেলেন বাম পরিষদীয় দল নেতা সুজন চক্রবর্তী । গতরাতে মেট্রো রেল দুর্ঘটনায় মৃত্যু হয় সজল কাঞ্জিলালের । তিনি কসবার বোসপুকুরের বাসিন্দা ।

কসবা এলাকার মধ্যবিত্ত পরিবারে সন্তান সজল । মামাতো বোনের কাছে থাকতেন তিনি। প্রতিদিন নিয়ম করে রবীন্দ্রসদন ও বাংলা অ্যাকাডেমি চত্বরে যেতেন । বাড়িতে বলতেন, ওই পরিবেশটাই তাঁর খুব ভালো লাগে । গতকালও ওই চত্বরেই ছিলেন তিনি । আজ বেলা 1টা নাগাদ সজলের বাড়িতে যান বাম পরিষদীয় দল নেতা সুজন চক্রবর্তী, CPI(M) কলকাতা জেলা সম্পাদক কল্লোল মজুমদারসহ CPI(M) নেতৃবৃন্দ । সজলের শোকাহত পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান তাঁরা । যে কোনও প্রয়োজনে তাঁদের পাশে থাকার আশ্বাসও দেওয়া হয় । রেল কর্তৃপক্ষকে আরও বেশি সতর্ক হওয়ার জন্য আবেদন জানান সুজন ।

সুজনবাবু বলেন, "মারাত্মক ঘটনা ঘটেছে। এই ঘটনা থেকে প্রমাণিত হয় প্রশাসনের গাফিলতি রয়েছে । রেলের পরিষেবা নেই । মুনাফার দিকে বাড়তি নজর দিতে গিয়েই তরতাজা একটি প্রাণ অকালে ঝরে গেল । লাখ লাখ যাত্রী নিয়মিত যাতাযাত করছে মেট্রোতে । রেলের কোনও দায়িত্ব জ্ঞান নেই । এই ঘটনার দায়িত্বভার সমস্ত মেট্রো রেলকেই গ্রহণ করতে হবে ।" এমন ঘটনা ভবিষ্যতে যাতে না ঘটে তার জন্য মেট্রো রেল কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছেন তিনি। দরজার যান্ত্রিক ত্রুটি থাকায় এই ঘটনাটি ঘটেছে । পুরো বিষয়টি তদন্ত সাপেক্ষ ।"

Intro:Body:১৪ জুলাই, কলকাতা: মেট্রো রেলের দরজায় আটকে নিহত সজল কাঞ্জিলালের পরিবারকে এককালীন ২০ লক্ষ টাকা এবং পরিবারের একজন সদস্যের চাকরির দাবিতে আজ মেট্রো রেল ভবনের সামনে রাজ্য আইএনটিইউসি সেবাদলের পক্ষ থেকে গণবিক্ষোভ দেখানো হয়।
গতকাল মেট্রো রেলের পার্ক স্ট্রিট ষ্টেশনে মেট্রো রেল কর্তৃপক্ষের গাফিলতিতে ঘটে যাওয়া দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদে, মেট্রো রেলে যাত্রী সুরক্ষা সুনিশ্চিত করার দাবিতে আজ বিক্ষোভ দেখায় সেবাদলের সদস্যরা।
দুর্ঘটনায় মৃত সজল কাঞ্জিলালের বাড়িতে এবং মেট্রো রেলের জেনারেল ম্যানেজারের কাছে উক্ত দাবিগুলি নিয়ে একটি দাবিপত্র পাঠানো হয়।
রাজ্য আইএনটিইউসির সভাপতি কামরুজ্জামান কামারের নির্দেশে আইএনটিইউসি এই বিক্ষোভ মিছিল করে।
গতকালের মর্মান্তিক ঘটনার উপযুক্ত তদন্তের দাবি জানান সংস্থার সদস্যরা। নতুন থেকে কেন এমন বিপত্তি ঘটল তাও নিরপেক্ষ তদন্ত করে দেখতে হবে বলে জানিয়েছেন আইএনটিইউসি সেবাদলের কর্মীরা। সেবাদলের পক্ষ থেকে মানস বন্দ্যোপাধ্যায় জানান, মেট্রো রেলের চরম গাফিলতির শিকার সজল কাঞ্জিলাল। ঘটে যাওয়া দুর্ঘটনা থেকে মেট্রো রেলের শিক্ষা নেওয়া উচিত বলে মনে করেন তিনি।
আজ মেট্রোরেলের আধিকারিকদের হুঁশিয়ারিও দেওয়া হয় আইএনটিইউসি সেবাদলের পক্ষ থেকে। দাবিগুলো মেটাতে আইএনটিইউসির পক্ষ থেকে মেট্রো রেল কর্তৃপক্ষকে এক সপ্তাহ সময় দেওয়া হয়। এক সপ্তাহের মধ্যে মেট্রো রেল কর্তৃপক্ষ দাবিগুলো না মানলে বৃহত্তর আন্দোলনে নামার কথা ঘোষণা করে আইএনটিইউসি।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.