ETV Bharat / state

SSC শিক্ষকদের এই হাল, মুখ্যমন্ত্রী যেন কত লোক নেবেন বলছেন ? কটাক্ষ সুজনের - SSC

যদি দেখা যায় সত্যিই এই নিয়োগ হয়েছে, তবেই বলব মুখ্যমন্ত্রী সত্য বলেছেন । মুখ্যমন্ত্রীর বক্তব্য বিশ্বাস করা সহজ নয়। মুখ্যমন্ত্রীর সমালোচনা করে এই মন্তব্য করলেন সুজন চক্রবর্তী ।

সুজন
author img

By

Published : Jul 10, 2019, 8:35 PM IST

Updated : Jul 10, 2019, 8:48 PM IST

কলকাতা, 10 জুলাই : সরকারি দপ্তরের শূন্যপদে দ্রুত শুরু হবে নিয়োগ । বিধানসভায় আজ একথা বলেন মুখ্যমন্ত্রী । আর তারপরই এর সমালোচনায় নামল বিরোধীরা । মুখ্যমন্ত্রীর ঘোষণাকে হাস্যকর বলে মন্তব্য করলেন বিধানসভার বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী । বলেন, "মুখ্যমন্ত্রীর বক্তব্য বিশ্বাস করা সহজ নয় ।"

আজ মুখ্যমন্ত্রী বলেন, "খুব তাড়াতাড়িই 33 হাজার 687টি শূন্যপদে নিয়োগ করবে রাজ্য সরকার । SSC-র মাধ্যমে এই নিয়োগ করা হবে । সরকারি বিভিন্ন দপ্তরে কর্মচারীরা অবসর গ্রহণের ফলে শূন্যপদ তৈরি হয়েছে । বর্তমানে 33 হাজার 687টি শূন্যপদ রয়েছে । সেই পদে অতিদ্রুত নিয়োগ হবে ।"

কী বললেন সুজন চক্রবর্তী ? শুনে নেওয়া যাক

এই সংক্রান্ত খবর : সরকারি দপ্তরের শূন্যপদে দ্রুত নিয়োগ, ঘোষণা মমতার

এরপরই মুখ্যমন্ত্রীর সমালোচনায় সরব হয় বিরোধীরা । সুজন চক্রবর্তী বলেন, "কত হাজার যেন লোক নেবেন বলেছেন মুখ্যমন্ত্রী ! কিন্তু, এর আগে গ্রুপ ডি-র ছ'হাজার লোক কোথায় গেল ? পাবলিক সার্ভিস কমিশন তো উঠে গেল । স্কুল সার্ভিস কমিশনের শিক্ষকদের কী হল ? মুখ্যমন্ত্রীর বক্তব্য বিশ্বাস করা সহজ নয় ।" তিনি আরও বলেন, "যদি দেখা যায় সত্যিই এই নিয়োগ হয়েছে, তবেই বলব মুখ্যমন্ত্রী সত্য বলেছেন ।"

কলকাতা, 10 জুলাই : সরকারি দপ্তরের শূন্যপদে দ্রুত শুরু হবে নিয়োগ । বিধানসভায় আজ একথা বলেন মুখ্যমন্ত্রী । আর তারপরই এর সমালোচনায় নামল বিরোধীরা । মুখ্যমন্ত্রীর ঘোষণাকে হাস্যকর বলে মন্তব্য করলেন বিধানসভার বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী । বলেন, "মুখ্যমন্ত্রীর বক্তব্য বিশ্বাস করা সহজ নয় ।"

আজ মুখ্যমন্ত্রী বলেন, "খুব তাড়াতাড়িই 33 হাজার 687টি শূন্যপদে নিয়োগ করবে রাজ্য সরকার । SSC-র মাধ্যমে এই নিয়োগ করা হবে । সরকারি বিভিন্ন দপ্তরে কর্মচারীরা অবসর গ্রহণের ফলে শূন্যপদ তৈরি হয়েছে । বর্তমানে 33 হাজার 687টি শূন্যপদ রয়েছে । সেই পদে অতিদ্রুত নিয়োগ হবে ।"

কী বললেন সুজন চক্রবর্তী ? শুনে নেওয়া যাক

এই সংক্রান্ত খবর : সরকারি দপ্তরের শূন্যপদে দ্রুত নিয়োগ, ঘোষণা মমতার

এরপরই মুখ্যমন্ত্রীর সমালোচনায় সরব হয় বিরোধীরা । সুজন চক্রবর্তী বলেন, "কত হাজার যেন লোক নেবেন বলেছেন মুখ্যমন্ত্রী ! কিন্তু, এর আগে গ্রুপ ডি-র ছ'হাজার লোক কোথায় গেল ? পাবলিক সার্ভিস কমিশন তো উঠে গেল । স্কুল সার্ভিস কমিশনের শিক্ষকদের কী হল ? মুখ্যমন্ত্রীর বক্তব্য বিশ্বাস করা সহজ নয় ।" তিনি আরও বলেন, "যদি দেখা যায় সত্যিই এই নিয়োগ হয়েছে, তবেই বলব মুখ্যমন্ত্রী সত্য বলেছেন ।"

Intro:রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের শূন্যপদ পূরণের জন্য মুখ্যমন্ত্রীর ঘোষণা কে এখনো বিশ্বাস করতে পারছে না বাম পরিষদীয় দল নেতা সুজন চক্রবর্তী।


Body:আজ বিধানসভায় স্বতপ্রণোদিত হয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণা করেন রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কর্মচারী নিয়োগ করা হবে। মুখ্যমন্ত্রী ঘোষণাকে হাস্যকর বলেছেন বামপরিষদীয় দল নেতা সুজন চক্রবর্তী। তিনি আজ সাংবাদিক বৈঠক করে বলেন," কত হাজার একটা লোক নেবে বলেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু এর আগে গ্রুপ ডির 6 হাজার লোক কোথায় গেল ? পাবলিক সার্ভিস কমিশন তো উঠে গেল ! স্কুল সার্ভিস কমিশনের শিক্ষকদের কি হলো? মুখ্যমন্ত্রী বক্তব্য বিশ্বাস করা সহজ নয়।" ইতিমধ্যে আজ মুখ্যমন্ত্রীর ঘোষণা করেছেন, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কর্মচারীগণের অবসরের কারণে বহু পদ শূন্য হয়েছে। বিগত কয়েক বছরের উল্লেখযোগ্য সংখ্যক নতুন নিয়োগ হওয়া সত্বেও বর্তমানে 33 হাজার ছয়শো সাতাশি টি গ্ৰুপ এ,বি, সি, ডি পদে নিয়োগ করা হবে। একথাবলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন তপশিলি তপশিলি উপজাতি এবং অনগ্রসর শ্রেণী সহ প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত থাকবে শূন্য পদ। এসএসসির মাধ্যমে নিয়োগ করা হবে।


Conclusion:শূন্য পদে নিয়োগ নিয়ে যতক্ষণ না বিজ্ঞপ্তি জারি হচ্ছে ততক্ষণ মুখ্যমন্ত্রী ঘোষণাকে গুরুত্ব দিতে চাইছে না বাম শিবির।
Last Updated : Jul 10, 2019, 8:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.