কলকাতা, 10 জুলাই : সরকারি দপ্তরের শূন্যপদে দ্রুত শুরু হবে নিয়োগ । বিধানসভায় আজ একথা বলেন মুখ্যমন্ত্রী । আর তারপরই এর সমালোচনায় নামল বিরোধীরা । মুখ্যমন্ত্রীর ঘোষণাকে হাস্যকর বলে মন্তব্য করলেন বিধানসভার বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী । বলেন, "মুখ্যমন্ত্রীর বক্তব্য বিশ্বাস করা সহজ নয় ।"
আজ মুখ্যমন্ত্রী বলেন, "খুব তাড়াতাড়িই 33 হাজার 687টি শূন্যপদে নিয়োগ করবে রাজ্য সরকার । SSC-র মাধ্যমে এই নিয়োগ করা হবে । সরকারি বিভিন্ন দপ্তরে কর্মচারীরা অবসর গ্রহণের ফলে শূন্যপদ তৈরি হয়েছে । বর্তমানে 33 হাজার 687টি শূন্যপদ রয়েছে । সেই পদে অতিদ্রুত নিয়োগ হবে ।"
এই সংক্রান্ত খবর : সরকারি দপ্তরের শূন্যপদে দ্রুত নিয়োগ, ঘোষণা মমতার
এরপরই মুখ্যমন্ত্রীর সমালোচনায় সরব হয় বিরোধীরা । সুজন চক্রবর্তী বলেন, "কত হাজার যেন লোক নেবেন বলেছেন মুখ্যমন্ত্রী ! কিন্তু, এর আগে গ্রুপ ডি-র ছ'হাজার লোক কোথায় গেল ? পাবলিক সার্ভিস কমিশন তো উঠে গেল । স্কুল সার্ভিস কমিশনের শিক্ষকদের কী হল ? মুখ্যমন্ত্রীর বক্তব্য বিশ্বাস করা সহজ নয় ।" তিনি আরও বলেন, "যদি দেখা যায় সত্যিই এই নিয়োগ হয়েছে, তবেই বলব মুখ্যমন্ত্রী সত্য বলেছেন ।"