ETV Bharat / state

আমফানের দাপটে শহর-সহ রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ সুজন চক্রবর্তীর - Amphan effect

টানা ছয়দিন জল নেই , বিদ্যুৎ নেই ৷ সমস্যায় পড়েছে সাধারণ মানুষ ৷ রাজ্যের দুর্বিষহ চেহারা । কোনওদিন কখনও এমন হয়নি । এত নিখুঁত আগাম পূর্বাভাস থাকা সত্ত্বেও শাসক দল কেন প্রস্তুত ছিল না তা নিয়ে আজ প্রশ্ন তুললেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী ৷ পাশাপাশি রাজ্য সরকারকে ১০০ ভাগ সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি ৷

Sujan Chakraborty expressed concern over the situation in the city due to Cyclone Amphan
j
author img

By

Published : May 25, 2020, 10:28 PM IST

কলকাতা , 25 মে : টানা ছয় দিন পানীয় জল নেই , নেই বিদ্যুৎ । এই অবস্থায় শহরের বিভিন্ন এলাকার মানুষ দুর্বিষহ যন্ত্রণার মধ্যে রয়েছেন । আজ এমনটাই জানালেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী ৷ এমনকী , তাঁর বাড়িতেও এখনও পর্যন্ত আলো এবং জল নেই ।

আজ কিছুক্ষণ আগে গভীর উদ্বেগ নিয়ে তিনি জানিয়েছেন , দুর্বিষহ চেহারা । কোনওদিন কখনও এমন হয়নি । ছয় দিন হল জল নেই । বিদ্যুৎ নেই । বিপর্যয় চূড়ান্ত । এত নিখুঁত আগাম পূর্বাভাস থাকা সত্ত্বেও শাসক দল কেন প্রস্তুত ছিল না, সেই প্রশ্ন তুলেছেন বামপন্থী দলনেতা সুজন চক্রবর্তী ।

সুজন চক্রবর্তী বলেন , "বিপর্যয় মোকাবিলা দপ্তর চূড়ান্ত ব্যর্থ । তারা ফেল করেছে । বিপর্যয় মোকাবিলা দপ্তর সম্পূর্ণ বিপর্যস্ত । রাজ্যের বিভিন্ন জায়গার খবর পাচ্ছি নিয়মিত । রাজধানী এই শহরের বিভিন্ন এলাকা যেমন বৈষ্ণবঘাটা , নয়াবাদ , পঞ্চসায়র , শ্রী কলোনি , রিজেন্ট এস্টেট , সন্তোষপুর , যাদবপুর , হালতু , গড়ফা-সহ বিভিন্ন এলাকায় পানীয় জল নেই । বিদ্যুৎও নেই । KMC এবং CESC-র দেখা মেলা ভার । কেবল পুলিশের মাতব্বরি রয়েছে । শহরে ছ‘দিন জল নেই , আলো নেই , বোঝাই যাচ্ছে গোটা রাজ্যের অবস্থা কী ! বিদ্যুত বণ্টন সংস্থা CESC এবং KMC সম্পূর্ণ ব্যর্থ । অবিলম্বে , CESC ব্যবস্থা নিক । কেবল মুখ্যমন্ত্রীর ছবি কিনলেই হবে না , বিদেশে ঘুরে বেড়ালেও হবে না । কলকাতা-সহ রাজ্যের অবস্থা দুর্বিষহ । বিরোধীরা একশোভাগ সাহায্য করবে রাজ্য সরকারকে। একথা মুখ্যমন্ত্রীকে আমরা জানিয়ে এসেছি । অবিলম্বে মুখ্যমন্ত্রী ব্যবস্থা নিন ।"

কলকাতা , 25 মে : টানা ছয় দিন পানীয় জল নেই , নেই বিদ্যুৎ । এই অবস্থায় শহরের বিভিন্ন এলাকার মানুষ দুর্বিষহ যন্ত্রণার মধ্যে রয়েছেন । আজ এমনটাই জানালেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী ৷ এমনকী , তাঁর বাড়িতেও এখনও পর্যন্ত আলো এবং জল নেই ।

আজ কিছুক্ষণ আগে গভীর উদ্বেগ নিয়ে তিনি জানিয়েছেন , দুর্বিষহ চেহারা । কোনওদিন কখনও এমন হয়নি । ছয় দিন হল জল নেই । বিদ্যুৎ নেই । বিপর্যয় চূড়ান্ত । এত নিখুঁত আগাম পূর্বাভাস থাকা সত্ত্বেও শাসক দল কেন প্রস্তুত ছিল না, সেই প্রশ্ন তুলেছেন বামপন্থী দলনেতা সুজন চক্রবর্তী ।

সুজন চক্রবর্তী বলেন , "বিপর্যয় মোকাবিলা দপ্তর চূড়ান্ত ব্যর্থ । তারা ফেল করেছে । বিপর্যয় মোকাবিলা দপ্তর সম্পূর্ণ বিপর্যস্ত । রাজ্যের বিভিন্ন জায়গার খবর পাচ্ছি নিয়মিত । রাজধানী এই শহরের বিভিন্ন এলাকা যেমন বৈষ্ণবঘাটা , নয়াবাদ , পঞ্চসায়র , শ্রী কলোনি , রিজেন্ট এস্টেট , সন্তোষপুর , যাদবপুর , হালতু , গড়ফা-সহ বিভিন্ন এলাকায় পানীয় জল নেই । বিদ্যুৎও নেই । KMC এবং CESC-র দেখা মেলা ভার । কেবল পুলিশের মাতব্বরি রয়েছে । শহরে ছ‘দিন জল নেই , আলো নেই , বোঝাই যাচ্ছে গোটা রাজ্যের অবস্থা কী ! বিদ্যুত বণ্টন সংস্থা CESC এবং KMC সম্পূর্ণ ব্যর্থ । অবিলম্বে , CESC ব্যবস্থা নিক । কেবল মুখ্যমন্ত্রীর ছবি কিনলেই হবে না , বিদেশে ঘুরে বেড়ালেও হবে না । কলকাতা-সহ রাজ্যের অবস্থা দুর্বিষহ । বিরোধীরা একশোভাগ সাহায্য করবে রাজ্য সরকারকে। একথা মুখ্যমন্ত্রীকে আমরা জানিয়ে এসেছি । অবিলম্বে মুখ্যমন্ত্রী ব্যবস্থা নিন ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.