ETV Bharat / state

Sujan Chakraborty: পাঁচিল টপকে মুখ্যমন্ত্রীর বাড়িতে রাতভর রইল যুবক ! উদ্বেগ প্রকাশ করে তদন্ত চাইলেন সুজন

মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে পড়েছিলেন এক ব্যক্তি ৷ তারই তদন্ত চাইলেন সুজন চক্রবর্তী ৷ তাঁর দাবি, মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় গাফিলতি কেন (Sujan Chakraborty demands probe) ?

author img

By

Published : Jul 4, 2022, 10:21 AM IST

Updated : Jul 4, 2022, 2:41 PM IST

Sujan Chakraborty news
সুজন চক্রবর্ত্তী

কলকাতা, 4 জুলাই: পাঁচিল টপকে মুখ্যমন্ত্রীর বাড়িতে অজ্ঞাতপরিচয় ব্যক্তি ঢুকে পড়ার ঘটনার তদন্ত চাইলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty demands Investigation) । মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় থাকা অফিসার-কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি তুললেন তিনি । উদ্বেগ প্রকাশ করে সুজনের প্রশ্ন, "মুখ্যমন্ত্রীর মত গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তায় গাফিলতি কেন ?"

শনিবার রাতে পাঁচিল টপকে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে পড়েন এক ব্যক্তি । ঘাপটি মেরে সারারাত সেখানে থাকেনও । এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । কীভাবে আঁটোসাঁটো নিরাপত্তার মধ্যেও মুখ্যমন্ত্রীর বাড়িতে কেউ ঢুকতে পারে ? রবিবার সেই প্রশ্নই তোলেন সিপিআইএম পলিটব্যুরো সদস্য সুজন চক্রবর্তী । তিনি বলেন, "গভীর উদ্বেগের বিষয় । মুখ্যমন্ত্রীর মত একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির বাড়িতে কেউ এভাবে ঢুকতে পারে ? তিনি এতটাই গুরুতরপূর্ণ, যে সচরাচর গাড়িতে চলাফেরা করেন না । হেলিকপ্টারে চলাফেরা করেন । তিনি জেড প্লাস নিরাপত্তা পান । তারপরও এই ধরনের ঘটনা গভীর উদ্বেগের বিষয় !"

তদন্ত চাইলেন সুজন

এখানেই থামেননি সুজন । কটাক্ষের সুরে তাঁর আরও প্রশ্ন, "মুখ্যমন্ত্রী যখনই বিপাকে পড়েন, তখনই এধরণের ঘটনা ঘটে । তাঁর নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে । মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় থাকা অফিসাররা কী করছিলেন ? তাঁদের চোখের আড়ালে কেউ পাঁচিল টপকে বাড়িতে ঢুকে গেল ? কেন অফিসারদের বিরূদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না ? তিনি বিপাকে পড়লেই কেন এধরনের ঘটনা বারবার ঘটছে তা ভাবা দরকার । গভীর উদ্বেগের বিষয়ও বটে । অবশ্যই তদন্ত করে দেখা দরকার ।"

আরও পড়ুন: ভুয়ো পিএইচডি আচার্য পদে বিপজ্জনক, মমতাকে কড়া আক্রমণ সুজনের

উল্লেখ্য, রবিবার সকালবেলা হইচই পড়ে যায় মুখ্যমন্ত্রীর বাড়িতে । ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আটক করে কালীঘাট থানার পুলিশ । প্রশ্ন উঠেছে রাজ্যের প্রশাসনিক প্রধানের বাড়ি মানেই হাই সিকিউরিটি জোন । সিসিটিভি-সহ অত্যাধুনিক যন্ত্রপাতি সহকারে নজরদারি চলে 24 ঘণ্টা । সেখান থেকে মাছি গলার জো থাকে না । সেখানেই এত বড় গলদ হল কী করে । জেড প্লাস ক্যাটেগরি নিরাপত্তা বলয়ের মধ্যেও কীভাবে একজন ঢুকে পড়লেন ? এই প্রশ্নই নিরাপত্তা কর্মীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে ।

কলকাতা, 4 জুলাই: পাঁচিল টপকে মুখ্যমন্ত্রীর বাড়িতে অজ্ঞাতপরিচয় ব্যক্তি ঢুকে পড়ার ঘটনার তদন্ত চাইলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty demands Investigation) । মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় থাকা অফিসার-কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি তুললেন তিনি । উদ্বেগ প্রকাশ করে সুজনের প্রশ্ন, "মুখ্যমন্ত্রীর মত গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তায় গাফিলতি কেন ?"

শনিবার রাতে পাঁচিল টপকে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে পড়েন এক ব্যক্তি । ঘাপটি মেরে সারারাত সেখানে থাকেনও । এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । কীভাবে আঁটোসাঁটো নিরাপত্তার মধ্যেও মুখ্যমন্ত্রীর বাড়িতে কেউ ঢুকতে পারে ? রবিবার সেই প্রশ্নই তোলেন সিপিআইএম পলিটব্যুরো সদস্য সুজন চক্রবর্তী । তিনি বলেন, "গভীর উদ্বেগের বিষয় । মুখ্যমন্ত্রীর মত একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির বাড়িতে কেউ এভাবে ঢুকতে পারে ? তিনি এতটাই গুরুতরপূর্ণ, যে সচরাচর গাড়িতে চলাফেরা করেন না । হেলিকপ্টারে চলাফেরা করেন । তিনি জেড প্লাস নিরাপত্তা পান । তারপরও এই ধরনের ঘটনা গভীর উদ্বেগের বিষয় !"

তদন্ত চাইলেন সুজন

এখানেই থামেননি সুজন । কটাক্ষের সুরে তাঁর আরও প্রশ্ন, "মুখ্যমন্ত্রী যখনই বিপাকে পড়েন, তখনই এধরণের ঘটনা ঘটে । তাঁর নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে । মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় থাকা অফিসাররা কী করছিলেন ? তাঁদের চোখের আড়ালে কেউ পাঁচিল টপকে বাড়িতে ঢুকে গেল ? কেন অফিসারদের বিরূদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না ? তিনি বিপাকে পড়লেই কেন এধরনের ঘটনা বারবার ঘটছে তা ভাবা দরকার । গভীর উদ্বেগের বিষয়ও বটে । অবশ্যই তদন্ত করে দেখা দরকার ।"

আরও পড়ুন: ভুয়ো পিএইচডি আচার্য পদে বিপজ্জনক, মমতাকে কড়া আক্রমণ সুজনের

উল্লেখ্য, রবিবার সকালবেলা হইচই পড়ে যায় মুখ্যমন্ত্রীর বাড়িতে । ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আটক করে কালীঘাট থানার পুলিশ । প্রশ্ন উঠেছে রাজ্যের প্রশাসনিক প্রধানের বাড়ি মানেই হাই সিকিউরিটি জোন । সিসিটিভি-সহ অত্যাধুনিক যন্ত্রপাতি সহকারে নজরদারি চলে 24 ঘণ্টা । সেখান থেকে মাছি গলার জো থাকে না । সেখানেই এত বড় গলদ হল কী করে । জেড প্লাস ক্যাটেগরি নিরাপত্তা বলয়ের মধ্যেও কীভাবে একজন ঢুকে পড়লেন ? এই প্রশ্নই নিরাপত্তা কর্মীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে ।

Last Updated : Jul 4, 2022, 2:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.