ETV Bharat / state

Sujan Chakraborty on Gangasagar Mela : বিজেপি শাসিত উত্তরাখণ্ড পারলেও মমতা বন্দ্যোপাধ্যায় পারেন না : সুজন - গঙ্গাসাগর মেলা নিয়ে মমতাকে কটাক্ষ সুজন চক্রবর্তীর

গঙ্গাসাগর মেলা হবে ৷ অথচ রাজ্যের করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী ৷ অন্য রাজ্যগুলিতে অনেক উৎসবেই নিষেধাজ্ঞা জারি হলেও রাজ্যে এই মেলা নিয়ে সরকার কোনও পদক্ষেপ করেনি ৷ মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ইমেজ বজায় রাখার জন্য এটা করছেন, অভিযোগ সুজন চক্রবর্তীর (Sujan Chakraborty on Gangasagar Mela) ৷

Sujan Chakraborty on Gangasagar Mela
গঙ্গাসাগর মেলা নিয়ে সুজন চক্রবর্তী
author img

By

Published : Jan 12, 2022, 7:30 AM IST

কলকাতা, 12 জানুয়ারি : রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করে রাজ্য সরকারের সমালোচনা করলেন প্রবীণ বাম নেতা সুজন চক্রবর্তী ৷ বিশেষত গঙ্গাসাগর মেলা সুপার স্প্রেডার হতে চলেছে, আশঙ্কা প্রকাশ করলেন তিনি (Sujan Chakraborty criticises Mamata Banerjee over Gangasagar Mela 2022) ৷

বর্তমান করোনা মোকাবিলা প্রসঙ্গে তিনি বলেন, "যে সতর্কতা নেওয়া দরকার, তা আমরা নিচ্ছি না ৷ সর্বনাশ করছি ৷ গঙ্গাসাগর মেলা বিপজ্জনক ৷ এতে সংক্রমণ বাড়বে ৷ বিশেষজ্ঞদের মত এটা সুপার স্প্রেডার ৷ তাও রাজ্য সরকার গঙ্গাসাগর মেলা করবেই ৷" এ নিয়ে তিনি জানান, ওডিশাতে মকর সংক্রান্তির স্নান বন্ধ, পোঙ্গল উৎসব বন্ধ ৷ বিজেপি শাসিত উত্তরাখণ্ডের হরিদ্বারে মকর সংক্রান্তি স্নানেও নিষেধাজ্ঞা জারি হয়েছে ৷ কিন্তু পশ্চিমবঙ্গে সেই ভিড় চলবে ৷ ওডিশা, এমনকি বিজেপি শাসিত উত্তরাখণ্ড পারলেও পশ্চিমবঙ্গ পারে না ৷

এর পিছনে মুখ্যমন্ত্রীর ইমেজ বিল্ডিংয়ের সমীকরণ রয়েছে জানিয়ে সুজন চক্রবর্তী বলেন, "গোটা দক্ষিণ 24 পরগনায় দোকানপাট সব বন্ধ, কারণ সংক্রমণ ছড়াবে ৷ কিন্তু গঙ্গাসাগরটা চলবে ৷ কারণ মুখ্যমন্ত্রী এটা চান ৷" মুখ্যমন্ত্রী তাঁর নিজের স্বার্থে এটা করতে চাইছেন, কটাক্ষ করেন বাম কেন্দ্রীয় সমিতির সদস্য ৷

ইতিমধ্যে শাসকদলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী দু'মাস সমস্ত রকম মেলা, জমায়েত, নির্বাচন আয়োজনের বিপক্ষে ব্যক্তিগত মত প্রকাশ করেছেন । এতে অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস । কারণ তৃণমূল সুপ্রিমো গঙ্গাসাগর মেলার পক্ষে হলেও তাঁরই দলের সেকেন্ড ইন কম্যান্ড বিরোধী সুরে কথা বলছেন । যদিও সৌগত রায়ের মতো প্রবীণ তৃণমূল কংগ্রেস সাংসদেরও অভিষেক বন্দোপাধ্যায়ের মতকে দলের মত বলে স্বীকার করতে চারদিন সময় লাগল । এ নিয়ে সরব হয়েছেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী ।

আরও পড়ুন : Gangasagar Mela 2022: গঙ্গাসাগরের পবিত্র জল নিয়ে "পুণ্য তরী" পাড়ি দিল ২৩ জেলার উদ্দেশ্যে

তিনি বললেন, "ওদের দলে আবার দল আর ব্যক্তির ফারাক কী ? ওটা তো পিসি ভাইপোর কোম্পানি । ফলে ওটা দলেরই কথা, ব্যক্তিরই কথা ৷" তবে দল ও ব্যক্তির টানাপোড়েনের ফলে বিপদ বাড়ছে মানুষের ৷ গঙ্গাসাগরের জমায়েত সুপার স্প্রেডারের কাজ করবে জেনেও তা বন্ধ করা গেল না দেখে বিস্মিত তিনি । পাশাপাশি নির্বাচনও হবে । তিনি বলেন, "বাংলার মানুষ সব দেখছে ৷ মানুষকে বিপদের মুখে ফেলা হচ্ছে ৷ কাউকে ক্ষমা করবে না, সে পিসি, ভাইপো বা সৌগত রায়, যেই হন না কেন ৷"

ডায়মন্ডহারবারের মহেশতলাতে বহুদিন ধরে টেস্টিং বন্ধ ৷ বজবজের খড়িবেড়িয়াতেও একই অবস্থা ৷ এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর বাড়িতে বাড়িতে চিকিৎসকদের গিয়ে পরীক্ষা করা নিয়ে কঠোর সমালোচনা করেন সুজন চক্রবর্তী ৷ তিনি বলেন, "এই ডায়মন্ডহারবার মডেলের মানে কী ? এটা কি ভাইপোর ইমেজ বৃদ্ধির জন্য ?"

গত পরশু দিন 20 হাজার পরীক্ষা কম হয়েছে ৷ এর ফলে টেস্টিং কিট বাঁচিয়ে নিয়ে গিয়ে ডায়মন্ডহারবারে একদিনে 30 হাজার লোকের পরীক্ষা করা হবে ৷ এ নিয়ে প্রশ্ন তুলে প্রবীণ বাম নেতা বলেন, "রাজ্যকে বাদ দিয়ে ডায়মন্ডহারবারে ভাইপোর ইমেজ বাড়ানো ৷" করোনাকালে রেড ভলান্টিয়ার্সদের কাজের কথা তুলে ধরেন তিনি ৷ রেড ভলান্টিয়ার্সরা বাড়িতে বাড়িতে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিয়েছে, মানুষের প্রয়োজনে খাওয়া, চিকিৎসার বন্দোবস্ত ৷ সুজন বলেন, "গোটা দেশ স্যালুট ঠুকেছে রেড ভলান্টিয়ার্সদের ৷ মডেল রেড ভলান্টিয়ার্সরা ৷"

আরও পড়ুন : Corona Update in Bengal : এক সপ্তাহ পর রাজ্যে কমল সংক্রমণের হার, অ্যাক্টিভ কেস 1 লক্ষ পার

ডায়মন্ডহারবারই যদি মডেল হয়, তাহলে বাকি সাংসদদের জায়গাগুলো নয় কেন, প্রশ্ন বাম নেতার ৷ তিনি বলেন, "এর ফল প্রকাশিত হবে ৷"

কলকাতা, 12 জানুয়ারি : রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করে রাজ্য সরকারের সমালোচনা করলেন প্রবীণ বাম নেতা সুজন চক্রবর্তী ৷ বিশেষত গঙ্গাসাগর মেলা সুপার স্প্রেডার হতে চলেছে, আশঙ্কা প্রকাশ করলেন তিনি (Sujan Chakraborty criticises Mamata Banerjee over Gangasagar Mela 2022) ৷

বর্তমান করোনা মোকাবিলা প্রসঙ্গে তিনি বলেন, "যে সতর্কতা নেওয়া দরকার, তা আমরা নিচ্ছি না ৷ সর্বনাশ করছি ৷ গঙ্গাসাগর মেলা বিপজ্জনক ৷ এতে সংক্রমণ বাড়বে ৷ বিশেষজ্ঞদের মত এটা সুপার স্প্রেডার ৷ তাও রাজ্য সরকার গঙ্গাসাগর মেলা করবেই ৷" এ নিয়ে তিনি জানান, ওডিশাতে মকর সংক্রান্তির স্নান বন্ধ, পোঙ্গল উৎসব বন্ধ ৷ বিজেপি শাসিত উত্তরাখণ্ডের হরিদ্বারে মকর সংক্রান্তি স্নানেও নিষেধাজ্ঞা জারি হয়েছে ৷ কিন্তু পশ্চিমবঙ্গে সেই ভিড় চলবে ৷ ওডিশা, এমনকি বিজেপি শাসিত উত্তরাখণ্ড পারলেও পশ্চিমবঙ্গ পারে না ৷

এর পিছনে মুখ্যমন্ত্রীর ইমেজ বিল্ডিংয়ের সমীকরণ রয়েছে জানিয়ে সুজন চক্রবর্তী বলেন, "গোটা দক্ষিণ 24 পরগনায় দোকানপাট সব বন্ধ, কারণ সংক্রমণ ছড়াবে ৷ কিন্তু গঙ্গাসাগরটা চলবে ৷ কারণ মুখ্যমন্ত্রী এটা চান ৷" মুখ্যমন্ত্রী তাঁর নিজের স্বার্থে এটা করতে চাইছেন, কটাক্ষ করেন বাম কেন্দ্রীয় সমিতির সদস্য ৷

ইতিমধ্যে শাসকদলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী দু'মাস সমস্ত রকম মেলা, জমায়েত, নির্বাচন আয়োজনের বিপক্ষে ব্যক্তিগত মত প্রকাশ করেছেন । এতে অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস । কারণ তৃণমূল সুপ্রিমো গঙ্গাসাগর মেলার পক্ষে হলেও তাঁরই দলের সেকেন্ড ইন কম্যান্ড বিরোধী সুরে কথা বলছেন । যদিও সৌগত রায়ের মতো প্রবীণ তৃণমূল কংগ্রেস সাংসদেরও অভিষেক বন্দোপাধ্যায়ের মতকে দলের মত বলে স্বীকার করতে চারদিন সময় লাগল । এ নিয়ে সরব হয়েছেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী ।

আরও পড়ুন : Gangasagar Mela 2022: গঙ্গাসাগরের পবিত্র জল নিয়ে "পুণ্য তরী" পাড়ি দিল ২৩ জেলার উদ্দেশ্যে

তিনি বললেন, "ওদের দলে আবার দল আর ব্যক্তির ফারাক কী ? ওটা তো পিসি ভাইপোর কোম্পানি । ফলে ওটা দলেরই কথা, ব্যক্তিরই কথা ৷" তবে দল ও ব্যক্তির টানাপোড়েনের ফলে বিপদ বাড়ছে মানুষের ৷ গঙ্গাসাগরের জমায়েত সুপার স্প্রেডারের কাজ করবে জেনেও তা বন্ধ করা গেল না দেখে বিস্মিত তিনি । পাশাপাশি নির্বাচনও হবে । তিনি বলেন, "বাংলার মানুষ সব দেখছে ৷ মানুষকে বিপদের মুখে ফেলা হচ্ছে ৷ কাউকে ক্ষমা করবে না, সে পিসি, ভাইপো বা সৌগত রায়, যেই হন না কেন ৷"

ডায়মন্ডহারবারের মহেশতলাতে বহুদিন ধরে টেস্টিং বন্ধ ৷ বজবজের খড়িবেড়িয়াতেও একই অবস্থা ৷ এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর বাড়িতে বাড়িতে চিকিৎসকদের গিয়ে পরীক্ষা করা নিয়ে কঠোর সমালোচনা করেন সুজন চক্রবর্তী ৷ তিনি বলেন, "এই ডায়মন্ডহারবার মডেলের মানে কী ? এটা কি ভাইপোর ইমেজ বৃদ্ধির জন্য ?"

গত পরশু দিন 20 হাজার পরীক্ষা কম হয়েছে ৷ এর ফলে টেস্টিং কিট বাঁচিয়ে নিয়ে গিয়ে ডায়মন্ডহারবারে একদিনে 30 হাজার লোকের পরীক্ষা করা হবে ৷ এ নিয়ে প্রশ্ন তুলে প্রবীণ বাম নেতা বলেন, "রাজ্যকে বাদ দিয়ে ডায়মন্ডহারবারে ভাইপোর ইমেজ বাড়ানো ৷" করোনাকালে রেড ভলান্টিয়ার্সদের কাজের কথা তুলে ধরেন তিনি ৷ রেড ভলান্টিয়ার্সরা বাড়িতে বাড়িতে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিয়েছে, মানুষের প্রয়োজনে খাওয়া, চিকিৎসার বন্দোবস্ত ৷ সুজন বলেন, "গোটা দেশ স্যালুট ঠুকেছে রেড ভলান্টিয়ার্সদের ৷ মডেল রেড ভলান্টিয়ার্সরা ৷"

আরও পড়ুন : Corona Update in Bengal : এক সপ্তাহ পর রাজ্যে কমল সংক্রমণের হার, অ্যাক্টিভ কেস 1 লক্ষ পার

ডায়মন্ডহারবারই যদি মডেল হয়, তাহলে বাকি সাংসদদের জায়গাগুলো নয় কেন, প্রশ্ন বাম নেতার ৷ তিনি বলেন, "এর ফল প্রকাশিত হবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.