ETV Bharat / state

Sujan-Dilip slam Partha: পার্থর অভিযোগকে 'বোগাস' বললেন সুজন, প্রমাণ চাইলেন দিলীপ - পার্থর অভিযোগকে উড়িয়ে দিলেন দিলীপ থেকে সুজন

পার্থ চট্টোপাধ্যায়ের অভিযোগকে এক কথায় উড়িয়ে দিলেন দিলীপ থেকে সুজন সকলেই (Sujan Chakraborty and Dilip Ghosh slam Partha Chatterjee) । বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, 'প্রমাণ করতে পারলে নিজে আদালতে গিয়ে আত্মসমর্পণ করব ।'

Etv Bharat
পার্থ চট্টোপাধ্যায়ের অভিযোগকে এক কথায় উড়িয়ে দিলেন দিলীপ থেকে সুজন সকলেই
author img

By

Published : Mar 23, 2023, 6:34 PM IST

কলকাতা, 23 মার্চ: পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) অভিযোগকে এক কথায় উড়িয়ে দিলেন বিরোধীরা । বৃহস্পতিবার আলিপুর আদালতে ঢোকার মুখে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবার নিয়োগ দুর্নীতি মামলায় সুজন চক্রবর্তী, শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষের নাম উল্লেখ করে জড়িত ধাকার অভিযোগ করেন। যদিও পার্থর যাবতীয় অভিযোগ এদিন কার্যত নস্যাৎ করে দিয়েছেন সুজন, দিলীপ সকলেই । পার্থ চট্টোপাধ্যায় যাদের নাম করেছেন তারাই এবার পালটা আক্রমণ করেছেন পার্থ ও তাঁর রাজনৈতিক দল তৃণমূলকে (Sujan Chakraborty and Dilip Ghosh slam Partha Chatterjee)।

পার্থর বক্তব্য় নিয়ে রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়েছে । তবে, সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী (CPIM Leader Sujan Chakraborty) পার্থর বক্তব্যকে গুরুত্ব না-দিয়ে 'বোগাস' বললেন । অন্য়দিকে, দিলীপ ঘোষ চাইলেন প্রমাণ । এদিন সুজন বলেন, "পার্থ চট্টোপাধ্যায়ের তার কেটে গিয়েছে। তাঁর এসব বোগাস দাবি ।' অন্যদিকে, বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, "প্রমাণ করতে পারলে নিজে আদালতে গিয়ে আত্মসমর্পণ করব।"

এদিন ঠিক কী বলেছিলেন পার্থ চট্টোপাধ্যায় ? এদিন আদালতে ঢোকার সময় তিনি বলেন, "পরিষ্কার ভাষায় বলছি, সুজন চক্রবর্তী, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীরা এখন বড় বড় কথা বলছেন। তাঁরা নিজেদের দিকে দেখুন। উত্তরবঙ্গে তাঁরা কী করেছেন! 2009-2010 সালের রিপোর্ট দেখুন। সমস্ত জায়গায় সুপারিশ করেছেন । আমি তাঁদের বলেছি করতে পারব না । আমি নিয়োগকর্তা নই । এ ব্যাপারে সাহায্য তো দূরের কথা, কোনও বেআইনি কাজ করতে পারব না ।" এরই পালটা সুজন চক্রবর্তী বলেন, "পুলিশের ঘেরাটোপে সাংবাদিক সম্মেলন করলেন কী করে ? পুলিশমন্ত্রীর নির্দেশেই করলেন । তার কেটে গেছে ওঁর । কারণ, রামের জন্মের আগে রামায়ণ বলছেন পার্থ চট্টোপাধ্যায় ।'

সুজন চক্রবর্তী কটাক্ষ করা জানান, তাঁর বিরুদ্ধে 2009 সালে ডিওয়াইএফআই কর্মীদের জন্য চাকরির আবেদন করার যে অভিযোগ করছেন পার্থ, তাতে বোঝা যাচ্ছে পুরো সার্কিট কেটে গেছে। তাঁর কথায়, "এটা স্বাভাবিক। কারণ, অনুব্রত মণ্ডলের পাশে তৃণমূল কংগ্রেস আছে। তাঁর (পার্থ) সঙ্গে নেই। তাই কীভাবে দলের কাছাকাছি আসা যায়, তার জন্য এসব বলছেন ।"

তবে,পার্থ একা নন । গত এক সপ্তাহ ধরেই তৃণমূলের (TMC) একাধিক নেতা একই কথা বলে আসছেন । সুজনের দাবি, 'পুলিশমন্ত্রীর নির্দেশে দুই-এক জন বিজেপি নেতার নামও বলেছেন। আমার নাম বলছেন। অর্থাৎ সিপিআইএম দুর্নীতিতে জড়িত বলতে চাইছেন। সেই সুরেই পার্থবাবু তাল মেলালেন। পুরোটাই বোগাস।'

আরও পড়ুন: সময় শেষ, এখানে সেখানে মাথা ঠুকে কিছু হবে না; মমতাকে কটাক্ষ রাহুল সিনহার

অন্যদিকা, অভিযোগের সত্যতা প্রমাণ করার পালটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন সর্বভারতীয় বিজেপি সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, "এর আগে দেবযানী, সুদীপ্ত সেনকে দিয়ে চিঠি লিখিয়ে বিরোধী নেতাদের নাম বলিয়েছিলেন। এবার পার্থ চট্টোপাধ্যায়কে দিয়ে। এতদিন জেলে থাকার পর পার্থ চট্টোপাধ্যায় বিরোধী নেতাদের নাম বলছেন। 2009 বা 10 সালে আমি রাজনীতিতে আমি ছিলাম না। আমার সঙ্গে 2016 সালে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বিধানসভাতেই প্রথম আলাপ হয়। প্রমাণ করতে বলুন। প্রমাণ করতে পারলে আমি নিজে আদালতে স্যারেন্ডার করব।"

কলকাতা, 23 মার্চ: পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) অভিযোগকে এক কথায় উড়িয়ে দিলেন বিরোধীরা । বৃহস্পতিবার আলিপুর আদালতে ঢোকার মুখে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবার নিয়োগ দুর্নীতি মামলায় সুজন চক্রবর্তী, শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষের নাম উল্লেখ করে জড়িত ধাকার অভিযোগ করেন। যদিও পার্থর যাবতীয় অভিযোগ এদিন কার্যত নস্যাৎ করে দিয়েছেন সুজন, দিলীপ সকলেই । পার্থ চট্টোপাধ্যায় যাদের নাম করেছেন তারাই এবার পালটা আক্রমণ করেছেন পার্থ ও তাঁর রাজনৈতিক দল তৃণমূলকে (Sujan Chakraborty and Dilip Ghosh slam Partha Chatterjee)।

পার্থর বক্তব্য় নিয়ে রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়েছে । তবে, সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী (CPIM Leader Sujan Chakraborty) পার্থর বক্তব্যকে গুরুত্ব না-দিয়ে 'বোগাস' বললেন । অন্য়দিকে, দিলীপ ঘোষ চাইলেন প্রমাণ । এদিন সুজন বলেন, "পার্থ চট্টোপাধ্যায়ের তার কেটে গিয়েছে। তাঁর এসব বোগাস দাবি ।' অন্যদিকে, বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, "প্রমাণ করতে পারলে নিজে আদালতে গিয়ে আত্মসমর্পণ করব।"

এদিন ঠিক কী বলেছিলেন পার্থ চট্টোপাধ্যায় ? এদিন আদালতে ঢোকার সময় তিনি বলেন, "পরিষ্কার ভাষায় বলছি, সুজন চক্রবর্তী, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীরা এখন বড় বড় কথা বলছেন। তাঁরা নিজেদের দিকে দেখুন। উত্তরবঙ্গে তাঁরা কী করেছেন! 2009-2010 সালের রিপোর্ট দেখুন। সমস্ত জায়গায় সুপারিশ করেছেন । আমি তাঁদের বলেছি করতে পারব না । আমি নিয়োগকর্তা নই । এ ব্যাপারে সাহায্য তো দূরের কথা, কোনও বেআইনি কাজ করতে পারব না ।" এরই পালটা সুজন চক্রবর্তী বলেন, "পুলিশের ঘেরাটোপে সাংবাদিক সম্মেলন করলেন কী করে ? পুলিশমন্ত্রীর নির্দেশেই করলেন । তার কেটে গেছে ওঁর । কারণ, রামের জন্মের আগে রামায়ণ বলছেন পার্থ চট্টোপাধ্যায় ।'

সুজন চক্রবর্তী কটাক্ষ করা জানান, তাঁর বিরুদ্ধে 2009 সালে ডিওয়াইএফআই কর্মীদের জন্য চাকরির আবেদন করার যে অভিযোগ করছেন পার্থ, তাতে বোঝা যাচ্ছে পুরো সার্কিট কেটে গেছে। তাঁর কথায়, "এটা স্বাভাবিক। কারণ, অনুব্রত মণ্ডলের পাশে তৃণমূল কংগ্রেস আছে। তাঁর (পার্থ) সঙ্গে নেই। তাই কীভাবে দলের কাছাকাছি আসা যায়, তার জন্য এসব বলছেন ।"

তবে,পার্থ একা নন । গত এক সপ্তাহ ধরেই তৃণমূলের (TMC) একাধিক নেতা একই কথা বলে আসছেন । সুজনের দাবি, 'পুলিশমন্ত্রীর নির্দেশে দুই-এক জন বিজেপি নেতার নামও বলেছেন। আমার নাম বলছেন। অর্থাৎ সিপিআইএম দুর্নীতিতে জড়িত বলতে চাইছেন। সেই সুরেই পার্থবাবু তাল মেলালেন। পুরোটাই বোগাস।'

আরও পড়ুন: সময় শেষ, এখানে সেখানে মাথা ঠুকে কিছু হবে না; মমতাকে কটাক্ষ রাহুল সিনহার

অন্যদিকা, অভিযোগের সত্যতা প্রমাণ করার পালটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন সর্বভারতীয় বিজেপি সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, "এর আগে দেবযানী, সুদীপ্ত সেনকে দিয়ে চিঠি লিখিয়ে বিরোধী নেতাদের নাম বলিয়েছিলেন। এবার পার্থ চট্টোপাধ্যায়কে দিয়ে। এতদিন জেলে থাকার পর পার্থ চট্টোপাধ্যায় বিরোধী নেতাদের নাম বলছেন। 2009 বা 10 সালে আমি রাজনীতিতে আমি ছিলাম না। আমার সঙ্গে 2016 সালে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বিধানসভাতেই প্রথম আলাপ হয়। প্রমাণ করতে বলুন। প্রমাণ করতে পারলে আমি নিজে আদালতে স্যারেন্ডার করব।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.