কলকাতা, 7 জানুয়ারি: মদ্যপানের আসরে আত্মঘাতী হওয়ার চেষ্টা (Suicide Attempt) করলেন এক যুবক ! শনিবার ভোর রাতে ঘটনাটি ঘটে কলকাতার বন্দর এলাকার (Kolkata Port Area) রাজাবাগান থানার আওতাধীন এস কে সরোগি রোডে ৷ সূত্রের দাবি, ওই যুবক নিজেই নিজের মাথায় গুলি করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন ৷ এই ঘটনায় তাঁর মৃত্যু না-হলেও গুরুতর জখম হন ওই যুবক ৷ তাঁকে উদ্ধার করে ইতিমধ্যেই এসএসকেএম সুপার স্পেশালিটি হাসপাতালে (SSKM Hospital) ভর্তি করা হয়েছে ৷ আপাতত হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে (Trauma Care Unit) চিকিৎসাধীন রয়েছেন তিনি ৷
লালবাজার সূত্রে জানা গিয়েছে, মদ্যপানের আসরে বচসার জেরেই আত্মহত্যার চেষ্টা করেছিলেন ওই যুবক ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, এই মদের আসর বসেছিল শুক্রবার রাতে (6 জানুয়ারি, 2023), একটি নির্জন জায়গায় ৷ কিন্তু, সেই আড্ডা ক্রমেই মধ্যরাত পেরিয়েও চলতে থাকে ৷ তার মধ্যেই শুরু হয় বচসা ৷ আর তার জেরেই হঠাৎ করে চলে যায় গুলি ! তখন ঘড়িতে প্রায় রাত 3টে (7 জানুয়ারি, 2023) ৷ প্রথমে সকলে ভ্য়াবাচ্য়াকা খেয়ে গেলেও পরে বুঝতে পারেন, মদের আসরেই এক সদস্য নিজেকে গুলি করে বসেছেন ! এই ঘটনায় আহত যুবকের দুই বন্ধু আবির হোসেন ও মহম্মদ আফজলকে ইতিমধ্যেই আটক করেছে রাজাবাগান থানার পুলিশ ৷ তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷
আরও পড়ুন: কালিয়াচকে জনবহুল রাজ্য সড়কে ব্যক্তিকে গুলি করে খুন, এলাকায় আতঙ্ক
ধৃতদের সঙ্গে কথা বলে এখনও পর্যন্ত যেটুকু তথ্য সামনে এসেছে, সেই অনুসারে, মদের আসরে নিজেই আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিলেন ওই (আহত) যুবক ৷ বন্ধুদের সঙ্গে বচসার সময় হঠাৎ করেই নিজের পকেট থেকে সেই আগ্নেয়াস্ত্র বের করেন তিনি ৷ তারপর তা নিজের মাথার দিকে ঘুরিয়ে চালিয়ে দেন ! কিন্তু, কেন তিনি এমন কাণ্ড ঘটালেন, সেটা এখনও পর্যন্ত স্পষ্ট নয় ৷ পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছয়, তখন আহত যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন ৷ পুলিশ বোঝার চেষ্টা করছে, আদৌ এটি আত্মহত্যার চেষ্টা, নাকি খুনের চেষ্টা ! এই দুইয়ের মধ্য়ে যেটাই হোক, তার নেপথ্যের কারণও এখনও পুলিশের অজানা ৷ আপাতত সেসবই জানার চেষ্টা করছেন তদন্তকারীরা ৷