ETV Bharat / state

Sugata Bose on Manipur: মণিপুরকাণ্ডের দায় নিতে হবে প্রধানমন্ত্রীকে, দাবি সুগত বসুর - মণিপুর

মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কড়া সমালোচনা করলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ তথা ইতিহাসবিদ সুগত বসু । মণিপুরকাণ্ডের দায় প্রধানমন্ত্রীকে নিতে হবে বলেও তাঁর দাবি ৷

ETV Bharat
ফাইল ছবি
author img

By

Published : Jul 23, 2023, 10:55 PM IST

কলকাতা, 23 জুলাই: মণিপুরের পরিস্থিতি নিয়ে এবার সরব হলেন ইতিহাসবিদ তথা প্রাক্তন তৃণমূল কংগ্রেস সাংসদ সুগত বসু । রবিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই ইতিহাসবিদ তথা অধ্যাপক মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করেছেন ৷ তাঁর মতে, প্রায় আড়াই মাস মৌনব্রত পালন করার পর যে কয়েকটি কথা মণিপুর নিয়ে প্রধানমন্ত্রী বলেছেন সেটা কোনওভাবেই যথেষ্ট নয় । মণিপুর কাণ্ডের দায় নিতে হবে প্রধানমন্ত্রীকে, এই দাবিও জানান তিনি ৷

সুগত বসুর কথায়, মণিপুরের ঘটনাকে শুধু লজ্জা বললেই হবে না । সেক্ষেত্রে মহিলাদের মর্যাদা এবং সমান অধিকারের কথাও প্রধানমন্ত্রীকে দৃঢ়তার সঙ্গে বলতে হবে । সুগত আরও বলেন, "ভুলে গেলে চলবে না এই ব্যর্থতা একমাত্র রাজ্য সরকারের নয় । বরং এর দায় কেন্দ্র ও রাজ্য দুইয়েরই ।" একই সঙ্গে এদিন তিনি দেশের মানুষকে আবেদন করেছেন এই অবস্থায় মণিপুরের মানুষের পাশে দাঁড়াতে ।

আরও পড়ুন: রাষ্ট্রপতি পুরষ্কারপ্রাপ্ত মণিপুরের স্বাধীনতা সংগ্রামীর স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে দিল দুষ্কৃতীরা

এদিন সুগত বসু বলেন, "প্রায় আড়াই মাস মৌন থাকার পরে অল্প দু-একটি বাক্য খরচ করেছেন আমাদের প্রধানমন্ত্রী । এটাকে আমি বলব, সম্পূর্ণ দায় ঝেড়ে ফেলা (এ কমপ্লিট অ্যাবডিকেশন অফ রেস্পন্সিবিলিটি) । উনি ওই একটি বাক্যেই বললেন, এটা নাকি ভারতবর্ষের লজ্জা । সেটা তো বটেই । কিন্তু শুধু লজ্জার কথা বললে হবে না । আমাদের যে ভাষায় কথা বলতে হবে সেটা হল আজকে মহিলাদের সমান অধিকার এবং মর্যাদার ভাষা । সেই কথাই কিন্তু আমাদের জোরালো ভাবে বলতে হবে । আমাদের মহিলাদের অসম্মান ও লজ্জার কথা শুধু বললেই হবে না, তাদের সমাধিকার এবং মর্যাদার কথা বলতে হবে । এটা যে কেন্দ্র এবং রাজ্য সরকার উভয়েরই সম্পূর্ণ ব্যর্থতা, তাতে কোনও সংশয় নেই ।"

আরও পড়ুন: প্রধানমন্ত্রী চুপ কেন ? মণিপুরে নরেন্দ্র মোদির হস্তক্ষেপ দাবি ইরম শর্মিলার

এই ইতিহাসবিদের মতে, এখনও খুব দেরি হয়নি । দেশের নাগরিকদের মণিপুরের পাশে দাঁড়াতে হবে । প্রসঙ্গত, মেইটি ও কুকি জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষে প্রায় তিন মাস ধরে উত্তপ্ত মণিপুর ৷ সম্প্রতি এক ভিডিয়োয় দেখা যায়, সেখানে দুই মহিলাকে বিবস্ত্র করে ঘোরাচ্ছে একদল লোক ৷ এই ভিডিয়ো প্রকাশ্যে আসার পরেই দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্র ও বিজেপি শাসিত মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা ৷

কলকাতা, 23 জুলাই: মণিপুরের পরিস্থিতি নিয়ে এবার সরব হলেন ইতিহাসবিদ তথা প্রাক্তন তৃণমূল কংগ্রেস সাংসদ সুগত বসু । রবিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই ইতিহাসবিদ তথা অধ্যাপক মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করেছেন ৷ তাঁর মতে, প্রায় আড়াই মাস মৌনব্রত পালন করার পর যে কয়েকটি কথা মণিপুর নিয়ে প্রধানমন্ত্রী বলেছেন সেটা কোনওভাবেই যথেষ্ট নয় । মণিপুর কাণ্ডের দায় নিতে হবে প্রধানমন্ত্রীকে, এই দাবিও জানান তিনি ৷

সুগত বসুর কথায়, মণিপুরের ঘটনাকে শুধু লজ্জা বললেই হবে না । সেক্ষেত্রে মহিলাদের মর্যাদা এবং সমান অধিকারের কথাও প্রধানমন্ত্রীকে দৃঢ়তার সঙ্গে বলতে হবে । সুগত আরও বলেন, "ভুলে গেলে চলবে না এই ব্যর্থতা একমাত্র রাজ্য সরকারের নয় । বরং এর দায় কেন্দ্র ও রাজ্য দুইয়েরই ।" একই সঙ্গে এদিন তিনি দেশের মানুষকে আবেদন করেছেন এই অবস্থায় মণিপুরের মানুষের পাশে দাঁড়াতে ।

আরও পড়ুন: রাষ্ট্রপতি পুরষ্কারপ্রাপ্ত মণিপুরের স্বাধীনতা সংগ্রামীর স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে দিল দুষ্কৃতীরা

এদিন সুগত বসু বলেন, "প্রায় আড়াই মাস মৌন থাকার পরে অল্প দু-একটি বাক্য খরচ করেছেন আমাদের প্রধানমন্ত্রী । এটাকে আমি বলব, সম্পূর্ণ দায় ঝেড়ে ফেলা (এ কমপ্লিট অ্যাবডিকেশন অফ রেস্পন্সিবিলিটি) । উনি ওই একটি বাক্যেই বললেন, এটা নাকি ভারতবর্ষের লজ্জা । সেটা তো বটেই । কিন্তু শুধু লজ্জার কথা বললে হবে না । আমাদের যে ভাষায় কথা বলতে হবে সেটা হল আজকে মহিলাদের সমান অধিকার এবং মর্যাদার ভাষা । সেই কথাই কিন্তু আমাদের জোরালো ভাবে বলতে হবে । আমাদের মহিলাদের অসম্মান ও লজ্জার কথা শুধু বললেই হবে না, তাদের সমাধিকার এবং মর্যাদার কথা বলতে হবে । এটা যে কেন্দ্র এবং রাজ্য সরকার উভয়েরই সম্পূর্ণ ব্যর্থতা, তাতে কোনও সংশয় নেই ।"

আরও পড়ুন: প্রধানমন্ত্রী চুপ কেন ? মণিপুরে নরেন্দ্র মোদির হস্তক্ষেপ দাবি ইরম শর্মিলার

এই ইতিহাসবিদের মতে, এখনও খুব দেরি হয়নি । দেশের নাগরিকদের মণিপুরের পাশে দাঁড়াতে হবে । প্রসঙ্গত, মেইটি ও কুকি জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষে প্রায় তিন মাস ধরে উত্তপ্ত মণিপুর ৷ সম্প্রতি এক ভিডিয়োয় দেখা যায়, সেখানে দুই মহিলাকে বিবস্ত্র করে ঘোরাচ্ছে একদল লোক ৷ এই ভিডিয়ো প্রকাশ্যে আসার পরেই দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্র ও বিজেপি শাসিত মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.