কলকাতা, 13 মে : মাঝরাতে কলকাতায় পা রাখলেন ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন । আজ নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক আছে তাঁর । গতকাল যেসব জেলার নির্বাচন হল সেগুলি বাদ দিয়ে বাকি সব জেলার রিটার্নিং অফিসারদের সঙ্গে বৈঠক করবেন তিনি । বোঝাবেন গণনা প্রক্রিয়া । পাশাপাশি নির্বাচন প্রক্রিয়া নিয়েও খোঁজ নেবেন বলে সূত্রের খবর ।
এর আগে নির্বাচন ঘোষণার পর রাজ্যে এসেছিলেন সুদীপ জৈন । সেদিন বেঁধে দিয়ে গেছিলেন নির্বাচনের টিউন । বেশ কয়েকজন প্রশাসনিক আধিকারিককে সেদিন সুদীপের রোষের মুখেও পড়তে হয়েছিল বলেও খবর । কিন্তু আজ সুদীপ জৈনের কর্মসূচি সম্পূর্ণ ভিন্ন । এবার EVM-এর পাশাপাশি গণনা হবে VVPAT- এরও । সেটি ভোটকর্মীদের কাছে নতুন একটি বিষয় । তাই ব্যবস্থা কী হবে তা জানাতেই কলকাতায় তাঁর আসা বলে সূত্রের খবর । তবে, সংশ্লিষ্ট মহল জানাচ্ছে শুধুমাত্র গণনা নয়, সপ্তম দফার ন'টি কেন্দ্রের নির্বাচন নিয়েও কথা বলবেন তিনি । দেবেন প্রয়োজনীয় নির্দেশ । এই দফায় উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ সহ কয়েকটি রাজ্যে সফর করছেন তিনি । তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গও ।
গতকাল সকাল থেকেই রাজ্যের সংবাদমাধ্যমে উঠে আসে ভোটের অশান্তির ছবি । বেলা বাড়তেই সর্বভারতীয় সংবাদমাধ্যমে জায়গা করে নেয় বাংলার ভোটের হিংসা । এতেই টনক নড়ে জাতীয় নির্বাচন কমিশনের । মিডিয়া ওয়াচে বাংলার ছবি দেখে রাজ্যের পরিস্থিতির খোঁজ নেন ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন । পাশাপাশি ঘাটালের জেনেরাল অবজ়ারভারের সঙ্গে যোগাযোগ করতে না পারায় ক্ষোভ উগড়ে দেন । CEO-কে উপযুক্ত ব্যবস্থাও নিতে বলেন ।