ETV Bharat / state

SUCI Brigade Rally: সমাবেশের মাঝেই ব্রিগেডে এসইউসিআই কর্মীদের চোখে ঘুম, কেউ ব্যস্ত মোবাইলে - SUCI Brigade Rally

শনিবার ব্রিগেডে সমাবেশ ছিল এসইউসিআই-এর ৷ সমাবেশের মাঝেই এদিন অনেক কর্মী-সমর্থকদের ঘুমিয়ে পড়তে দেখা যায় ৷

ETV Bharat
ব্রিগেডে এসইউসিআই কর্মীদের চোখে ঘুম
author img

By

Published : Aug 5, 2023, 11:05 PM IST

কলকাতা, 5 অগস্ট: দীর্ঘ 35 বছর পর ব্রিগেডে সমাবেশ করল এসইউসিআই ৷ শনিবারের এই সমাবেশ নিয়ে এদিন চোখে পড়ার মতো উন্মাদনা ছিল এসইউসিআই কর্মীদের মধ্যে । যে কারণে রাজ্যের বিভিন্ন জেলা থেকে কলকাতায় এসেছিলেন এসইউসিআই সমর্থকরা ৷ কেউ একদিন আগে, কেউ আবার দু'দিন আগে কলকাতায় এসে পৌঁছে গিয়েছিলেন । তাঁদের অনেকেই ঘুরে দেখেন কলকাতা । তারপরই এসইউসিআই কর্মী-সমর্থকরা এদিন ব্রিগেডে আসেন ৷ নেতাদের বক্তৃতা শুনতে কর্মী-সমর্থকদের মধ্যে যথারীতি উন্মাদনাও ছিল এদিন ৷

কিন্তু, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এদিন সেই ছবিটা কিছুটা উলটে যায় । উন্মাদনা ক্রমশ ম্লান হতে থাকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে উপস্থিত এসইউসিআই কর্মীদের মধ্যে । কেউ ঘুমাচ্ছেন তো, কেউ ফোন ঘটছেন । কেউ আবার বলছেন একটু সামনে থেকে ঘুরে আসি । কেউ বা আবার পিছনে দিকে গিয়ে খোশ গল্পে মজে যান ।

কিন্তু এর কারণ, কী? গান, পার্টি ও শিবদাস ঘোষের বিভিন্ন কাজের প্রদর্শনীর পর এদিন নতুন প্রজন্মের সমর্থকদের প্যারেড শেষের পর এদিন মঞ্চে বক্তব্য রাখতে শুরু করেন এসইউসিআই নেতারা ৷ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রভাস ঘোষও এদিন বক্তব্য রাখেন ৷ এদিন নেতাদের বক্তৃতা শুনে মনে হচ্ছিল পার্টির ক্লাস হচ্ছে । লেনিন, মার্ক্সবাদ নিয়ে মঞ্চে নেতারা এক নাগাড়ে বলে যাচ্ছেন । সেই লেইনিনবাদ-মার্ক্সবাদ নিয়ে পার্টির প্রতিষ্ঠাতা সম্পাদক শিবদাস ঘোষের লড়াইয়ের গল্পও যেন শেষ মুহূর্তে কর্মীদের কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় । যদিও কেউ সেই বিষয়ে বলতে চেয়েও বলতে পারছেন না । কিন্তু চোখমুখে সেই ক্লান্তি এবং বিরক্তির ছাপ স্পষ্ট । কেউ কেউ আবার ঘুমিয়ে পড়েছেন ।

এদিন নির্ধারিত সময়ের 30 মিনিট পর এসইউসিআই নেতাদের বক্তব্য রাখা শুরু হয় ৷ দলের পলিটব্যুরো সদস্য সত্যবান শিবদাস ঘোষের জীবন, তাঁর সংগ্রাম নিয়ে বক্তৃতার অধিকাংশ সময় কাটান । শেষের দিকে এসে মণিপুর, হরিয়ানা এবং এ রাজ্যের সিঙ্গুর এবং নন্দীগ্রাম নিয়ে দু-একটি কথা বলেন তিনি । সেই পুরনো মেজাজে আবারও আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান তিনি দলের কর্মীদের । এ পর্যন্ত সব ঠিক ছিল । তখনও উপস্থিত কর্মী-সমর্থকদের মধ্যে সাধারণ সম্পাদকের বক্তব্য শোনার আগ্রহ দেখা দিয়েছিল ।

আরও পড়ুন: বিজেপির হার চেয়েও 'ইন্ডিয়া'র ধর্মনিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এসইউসিআইয়ের

কিন্তু প্রভাস ঘোষের বক্তৃতা দেওয়া শুরুর পর থেকেই ঝিমুনি ভাব দেখা যায় কর্মী-সমর্থকদের মধ্যে । তিনি কখনও পোডিয়ামে থাকা কাগজ পড়তে শুরু করেন ইংরেজিতে । কখনও আবার তার বাংলার অনুবাদ পড়েন । এইভাবে প্রায় এক ঘন্টা কুড়ি মিনিট চলার পর সংঘবদ্ধ কর্মীদের মধ্যে অন্যরকম মনোভাব দেখা যায় । কেউ চেয়ার ছেড়ে উঠে যান । কেউ আবার ঘুমোতে থাকেন । কেউ আবার মোবাইলে ব্যস্ত হয়ে পড়েন । শেষের দিকে মাঠ ছাড়তে শুরু করেন অনেকেই । কারণ একঘেয়ে পার্টির নীতিকথা এবং অন্যান্য বামপন্থী দলের সমালোচনা যেন সাধ পূরণ করতে পারেনি তাঁদের !

কলকাতা, 5 অগস্ট: দীর্ঘ 35 বছর পর ব্রিগেডে সমাবেশ করল এসইউসিআই ৷ শনিবারের এই সমাবেশ নিয়ে এদিন চোখে পড়ার মতো উন্মাদনা ছিল এসইউসিআই কর্মীদের মধ্যে । যে কারণে রাজ্যের বিভিন্ন জেলা থেকে কলকাতায় এসেছিলেন এসইউসিআই সমর্থকরা ৷ কেউ একদিন আগে, কেউ আবার দু'দিন আগে কলকাতায় এসে পৌঁছে গিয়েছিলেন । তাঁদের অনেকেই ঘুরে দেখেন কলকাতা । তারপরই এসইউসিআই কর্মী-সমর্থকরা এদিন ব্রিগেডে আসেন ৷ নেতাদের বক্তৃতা শুনতে কর্মী-সমর্থকদের মধ্যে যথারীতি উন্মাদনাও ছিল এদিন ৷

কিন্তু, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এদিন সেই ছবিটা কিছুটা উলটে যায় । উন্মাদনা ক্রমশ ম্লান হতে থাকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে উপস্থিত এসইউসিআই কর্মীদের মধ্যে । কেউ ঘুমাচ্ছেন তো, কেউ ফোন ঘটছেন । কেউ আবার বলছেন একটু সামনে থেকে ঘুরে আসি । কেউ বা আবার পিছনে দিকে গিয়ে খোশ গল্পে মজে যান ।

কিন্তু এর কারণ, কী? গান, পার্টি ও শিবদাস ঘোষের বিভিন্ন কাজের প্রদর্শনীর পর এদিন নতুন প্রজন্মের সমর্থকদের প্যারেড শেষের পর এদিন মঞ্চে বক্তব্য রাখতে শুরু করেন এসইউসিআই নেতারা ৷ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রভাস ঘোষও এদিন বক্তব্য রাখেন ৷ এদিন নেতাদের বক্তৃতা শুনে মনে হচ্ছিল পার্টির ক্লাস হচ্ছে । লেনিন, মার্ক্সবাদ নিয়ে মঞ্চে নেতারা এক নাগাড়ে বলে যাচ্ছেন । সেই লেইনিনবাদ-মার্ক্সবাদ নিয়ে পার্টির প্রতিষ্ঠাতা সম্পাদক শিবদাস ঘোষের লড়াইয়ের গল্পও যেন শেষ মুহূর্তে কর্মীদের কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় । যদিও কেউ সেই বিষয়ে বলতে চেয়েও বলতে পারছেন না । কিন্তু চোখমুখে সেই ক্লান্তি এবং বিরক্তির ছাপ স্পষ্ট । কেউ কেউ আবার ঘুমিয়ে পড়েছেন ।

এদিন নির্ধারিত সময়ের 30 মিনিট পর এসইউসিআই নেতাদের বক্তব্য রাখা শুরু হয় ৷ দলের পলিটব্যুরো সদস্য সত্যবান শিবদাস ঘোষের জীবন, তাঁর সংগ্রাম নিয়ে বক্তৃতার অধিকাংশ সময় কাটান । শেষের দিকে এসে মণিপুর, হরিয়ানা এবং এ রাজ্যের সিঙ্গুর এবং নন্দীগ্রাম নিয়ে দু-একটি কথা বলেন তিনি । সেই পুরনো মেজাজে আবারও আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান তিনি দলের কর্মীদের । এ পর্যন্ত সব ঠিক ছিল । তখনও উপস্থিত কর্মী-সমর্থকদের মধ্যে সাধারণ সম্পাদকের বক্তব্য শোনার আগ্রহ দেখা দিয়েছিল ।

আরও পড়ুন: বিজেপির হার চেয়েও 'ইন্ডিয়া'র ধর্মনিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এসইউসিআইয়ের

কিন্তু প্রভাস ঘোষের বক্তৃতা দেওয়া শুরুর পর থেকেই ঝিমুনি ভাব দেখা যায় কর্মী-সমর্থকদের মধ্যে । তিনি কখনও পোডিয়ামে থাকা কাগজ পড়তে শুরু করেন ইংরেজিতে । কখনও আবার তার বাংলার অনুবাদ পড়েন । এইভাবে প্রায় এক ঘন্টা কুড়ি মিনিট চলার পর সংঘবদ্ধ কর্মীদের মধ্যে অন্যরকম মনোভাব দেখা যায় । কেউ চেয়ার ছেড়ে উঠে যান । কেউ আবার ঘুমোতে থাকেন । কেউ আবার মোবাইলে ব্যস্ত হয়ে পড়েন । শেষের দিকে মাঠ ছাড়তে শুরু করেন অনেকেই । কারণ একঘেয়ে পার্টির নীতিকথা এবং অন্যান্য বামপন্থী দলের সমালোচনা যেন সাধ পূরণ করতে পারেনি তাঁদের !

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.