ETV Bharat / state

SUCI Criticized CPM: ব্রিগেড সমাবেশ থেকে সিপিএমের সমালোচনায় মুখর এসইউসিআই, পালটা কটাক্ষ সেলিমের - তৃণমূলের

ব্রিগেড সমাবেশ থেকে সিপিএমের সমালোচনায় মুখর এসইউসিআই ৷ তুলনায় রাজ্যের শাসকদল তৃণমূলের বিরুদ্ধে নীরবতা বজায় রাখলেন দলের নেতারা ৷ আর তা নিয়েই পালটা কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ৷

Etv Bharat
এসইউসিআই
author img

By

Published : Aug 6, 2023, 3:31 PM IST

সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম

কলকাতা, 6 অগস্ট: 35 বছর পর রবিবার ফের কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জনসমাবেশ করল এসইউসিআই। দেশের বিভিন্ন রাজ্য থেকে নেতা-কর্মীদের হাজিরা চোখে পড়ার মতোই এদিন জমায়েতে ছিল। আর সেই ভরা সমাবেশ থেকে তৃণমূলের প্রতি খানিক নীরব থেকে চাঁচাছোলা ভাষায় সিপিএম-এর বিরুদ্ধেই আক্রমণ শানাতে শোনা গেল এসইউসিআই-এর শীর্ষ নেতৃত্বকে ৷ বাংলায় বামপন্থার সংকটের জন্য এদিন সিপিএমকেই সরাসরি দায়ী করলেন এসইউসিআই নেতৃত্ব ৷ ইন্ডিয়া জোট নিয়েও এদিন প্রশ্ন তুলেছেন তাঁরা । পালটা এসইউসিআই-কে তীব্র কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম । তাঁর কথায়, "ওরা এত বলছে যাতে আগামী লোকসভা ভোটে তৃণমূল ওদের একটা আসন দেয় লড়ার জন্য।"

ব্রিগেড থেকে এসইউসিআই নেতৃত্ব সিপিএম, সিপিআই-সহ বামদলগুলোর বিরুদ্ধে নীতি-আদর্শ নিয়েও প্রশ্ন তুলেছে ৷ এসইউসিআই-এর অভিযোগ, শুধুই ভোটের রাজনীতি করে চলেছে বামেরা। তাই এক সময় দেশের বড় দল হওয়া সত্ত্বেও আজ সিপিআই ধুঁকছে। সিপিএম 34 বছর থেকে আজ বহু জায়গায় নিশ্চিহ্ন। সিপিএম এখন কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে চলছে । একজন পীরকে নেতা বানিয়ে ভোট লড়ছে । সিপিএমের ভূমিকা মার্কসবাদ বিরোধী বলেও এদিন তারা দাবি করে ।

আরও পড়ুন: কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ, রাজ্যজুড়ে ধরনায় তৃণমূল ; পথে নামলেন অর্জুন-ববিরা

ব্রিগেড মঞ্চ থেকে এসইউসিআই-এর এই আক্রমণের জবাবে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, "যখন স্বাধীন ভারতে প্রথম কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করা হয় তখন আন্তর্জাতিক ও শাসক শ্রেণীর অংশ হিসেবে এসইউসিআই-কে তৈরি করা হয়েছিল। জোতদার জমিদারের বিরুদ্ধে আমরা লড়াই করছিলাম তাদের থেকে টাকা নিয়েই এই দলটার জন্ম হয়েছে। প্রথম থেকে লাল ঝান্ডা দিয়ে করা হয়। ওদের কাজ ছিল নিজেদের আসল বলে দাবি করা। কমিউনিস্টরা তখন জেলে ছিলেন । আর ওদের শাসকরা মদত দিয়েছিল । এখানে প্রথম একটা সাংসদ পেয়েছিল তৃণমূলের সঙ্গে মিলে ভোট লড়ে । এখন এত কথা বলার অর্থ হল তৃণমূল যেন সামনের নির্বাচনে একটা আসনে তাদের ফের লড়তে দেয় ।"

সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম

কলকাতা, 6 অগস্ট: 35 বছর পর রবিবার ফের কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জনসমাবেশ করল এসইউসিআই। দেশের বিভিন্ন রাজ্য থেকে নেতা-কর্মীদের হাজিরা চোখে পড়ার মতোই এদিন জমায়েতে ছিল। আর সেই ভরা সমাবেশ থেকে তৃণমূলের প্রতি খানিক নীরব থেকে চাঁচাছোলা ভাষায় সিপিএম-এর বিরুদ্ধেই আক্রমণ শানাতে শোনা গেল এসইউসিআই-এর শীর্ষ নেতৃত্বকে ৷ বাংলায় বামপন্থার সংকটের জন্য এদিন সিপিএমকেই সরাসরি দায়ী করলেন এসইউসিআই নেতৃত্ব ৷ ইন্ডিয়া জোট নিয়েও এদিন প্রশ্ন তুলেছেন তাঁরা । পালটা এসইউসিআই-কে তীব্র কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম । তাঁর কথায়, "ওরা এত বলছে যাতে আগামী লোকসভা ভোটে তৃণমূল ওদের একটা আসন দেয় লড়ার জন্য।"

ব্রিগেড থেকে এসইউসিআই নেতৃত্ব সিপিএম, সিপিআই-সহ বামদলগুলোর বিরুদ্ধে নীতি-আদর্শ নিয়েও প্রশ্ন তুলেছে ৷ এসইউসিআই-এর অভিযোগ, শুধুই ভোটের রাজনীতি করে চলেছে বামেরা। তাই এক সময় দেশের বড় দল হওয়া সত্ত্বেও আজ সিপিআই ধুঁকছে। সিপিএম 34 বছর থেকে আজ বহু জায়গায় নিশ্চিহ্ন। সিপিএম এখন কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে চলছে । একজন পীরকে নেতা বানিয়ে ভোট লড়ছে । সিপিএমের ভূমিকা মার্কসবাদ বিরোধী বলেও এদিন তারা দাবি করে ।

আরও পড়ুন: কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ, রাজ্যজুড়ে ধরনায় তৃণমূল ; পথে নামলেন অর্জুন-ববিরা

ব্রিগেড মঞ্চ থেকে এসইউসিআই-এর এই আক্রমণের জবাবে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, "যখন স্বাধীন ভারতে প্রথম কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করা হয় তখন আন্তর্জাতিক ও শাসক শ্রেণীর অংশ হিসেবে এসইউসিআই-কে তৈরি করা হয়েছিল। জোতদার জমিদারের বিরুদ্ধে আমরা লড়াই করছিলাম তাদের থেকে টাকা নিয়েই এই দলটার জন্ম হয়েছে। প্রথম থেকে লাল ঝান্ডা দিয়ে করা হয়। ওদের কাজ ছিল নিজেদের আসল বলে দাবি করা। কমিউনিস্টরা তখন জেলে ছিলেন । আর ওদের শাসকরা মদত দিয়েছিল । এখানে প্রথম একটা সাংসদ পেয়েছিল তৃণমূলের সঙ্গে মিলে ভোট লড়ে । এখন এত কথা বলার অর্থ হল তৃণমূল যেন সামনের নির্বাচনে একটা আসনে তাদের ফের লড়তে দেয় ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.