ETV Bharat / state

CBI-র ডাকে কণ্ঠস্বরের নমুনা দিতে হাজিরা সুব্রত ও মির্জার

CBI অফিসে হাজিরা দিলেন নারদকাণ্ডে অন্যতম অভিযুক্ত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এবং বর্ধমানের প্রাক্তন পুলিশ সুপার এস এম এইচ মির্জা । আজ তাঁদের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা হওয়ার কথা ।

ফাইল ফোটো
author img

By

Published : Sep 2, 2019, 12:52 PM IST

কলকাতা, 2 সেপ্টেম্বর : ডাক পাঠানো হয়েছিল আগেই । নির্দিষ্ট দিনেই আজ CBI অফিসে হাজিরা দিলেন নারদকাণ্ডে অন্যতম অভিযুক্ত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এবং বর্ধমানের প্রাক্তন পুলিশ সুপার এস এম এইচ মির্জা । আজ তাঁদের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা হওয়ার কথা । পাশাপাশি আরও কয়েকটি বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে CBI সূত্রে খবর ।

নারদকাণ্ডে 10 জন অভিযুক্তকে তলব করেছে CBI । এই মামলায় অভিযুক্তদের আগেই জিজ্ঞাসাবাদ করা হয়েছিল । আদালতের নির্দেশে নারদ তদন্তের দায়িত্ব নেওয়ার পর CBI প্রথম জেরা করে ম্যাথু স্যামুয়েলকে ৷ তারপর ডাকা হয় পুলিশকর্তা এস এম এইচ মির্জাকে ৷ তদন্তের শুরুর দিকে প্রয়াত তৃণমূল সাংসদ সুলতান আহমেদকেও ডেকে পাঠায় CBI ৷ অভিযুক্তদের মধ্যে কাকলি ঘোষ দস্তিদার এবং অপরূপা পোদ্দারের বয়ান রেকর্ড করেন তদন্তকারীরা ।

CBI সূত্রে খবর, তদন্তের জাল অনেকটাই গুটিয়ে আনা হয়েছে । শুরু হয়েছে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের কাজ । গত শনিবার প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয় । তবে ব্যক্তিগত কাজে দিল্লিতে থাকায় ওইদিন যেতে পারেননি অন্যতম অভিযুক্ত শোভন চট্টোপাধ্যায় ।

এই সংক্রান্ত খবর : নারদকাণ্ডে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ; CBI দপ্তরে প্রসূন, হাজিরা এড়ালেন শোভন

2014 সালে কলকাতা পৌরনিগমের তৎকালীন ডেপুটি মেয়র ইকবাল আহমেদ ম্যাথু স্যামুয়েলকে নিয়ে সুব্রত মুখোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন । তদন্তকারীদের কাছে এমনটাই জানিয়েছে ম্যাথু । তাঁর আরও দাবি, সেদিন সুব্রতবাবুকে প্রায় পাঁচ লাখ টাকা দিয়েছিলেন তিনি । তদন্তকারীদের দাবি, ঠিক সেকথাই বলছে স্টিং অপারেশনের ফুটেজও ।

এই সংক্রান্ত খবর :নারদ তদন্তে ম্যাথুর ক্যামেরা নিয়ে সংশয়, কাল ফের জেরা

কলকাতা, 2 সেপ্টেম্বর : ডাক পাঠানো হয়েছিল আগেই । নির্দিষ্ট দিনেই আজ CBI অফিসে হাজিরা দিলেন নারদকাণ্ডে অন্যতম অভিযুক্ত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এবং বর্ধমানের প্রাক্তন পুলিশ সুপার এস এম এইচ মির্জা । আজ তাঁদের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা হওয়ার কথা । পাশাপাশি আরও কয়েকটি বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে CBI সূত্রে খবর ।

নারদকাণ্ডে 10 জন অভিযুক্তকে তলব করেছে CBI । এই মামলায় অভিযুক্তদের আগেই জিজ্ঞাসাবাদ করা হয়েছিল । আদালতের নির্দেশে নারদ তদন্তের দায়িত্ব নেওয়ার পর CBI প্রথম জেরা করে ম্যাথু স্যামুয়েলকে ৷ তারপর ডাকা হয় পুলিশকর্তা এস এম এইচ মির্জাকে ৷ তদন্তের শুরুর দিকে প্রয়াত তৃণমূল সাংসদ সুলতান আহমেদকেও ডেকে পাঠায় CBI ৷ অভিযুক্তদের মধ্যে কাকলি ঘোষ দস্তিদার এবং অপরূপা পোদ্দারের বয়ান রেকর্ড করেন তদন্তকারীরা ।

CBI সূত্রে খবর, তদন্তের জাল অনেকটাই গুটিয়ে আনা হয়েছে । শুরু হয়েছে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের কাজ । গত শনিবার প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয় । তবে ব্যক্তিগত কাজে দিল্লিতে থাকায় ওইদিন যেতে পারেননি অন্যতম অভিযুক্ত শোভন চট্টোপাধ্যায় ।

এই সংক্রান্ত খবর : নারদকাণ্ডে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ; CBI দপ্তরে প্রসূন, হাজিরা এড়ালেন শোভন

2014 সালে কলকাতা পৌরনিগমের তৎকালীন ডেপুটি মেয়র ইকবাল আহমেদ ম্যাথু স্যামুয়েলকে নিয়ে সুব্রত মুখোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন । তদন্তকারীদের কাছে এমনটাই জানিয়েছে ম্যাথু । তাঁর আরও দাবি, সেদিন সুব্রতবাবুকে প্রায় পাঁচ লাখ টাকা দিয়েছিলেন তিনি । তদন্তকারীদের দাবি, ঠিক সেকথাই বলছে স্টিং অপারেশনের ফুটেজও ।

এই সংক্রান্ত খবর :নারদ তদন্তে ম্যাথুর ক্যামেরা নিয়ে সংশয়, কাল ফের জেরা

Intro:কলকাতা, ২ অগাস্ট: ডাক পাঠানো হয়েছিল আগেই। নির্দিষ্ট দিনেই সিবিআই অফিসে হাজিরা দিলেন রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এবং প্রাক্তন পুলিশ কর্তা SMH মির্জা। আজ তাদের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা হওয়ার কথা। পাশাপাশি কয়েকটি বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে সিবিআই সূত্রে খবর।Body:নারদ কাণ্ডে 10 অভিযুক্তকে তলব করেছে সিবিআই। এই মামলার তদন্তে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে আগেই। আদালতের নির্দেশে নারদ তদন্তের দায়িত্ব নেওয়ার পর CBI প্রথম জেরা করে নারদ-কর্তা ম্যাথু স্যামুয়েলকে৷ তারপর ডাকা হয় পুলিশকর্তা এসএমএইচ মির্জাকে৷ তদন্তের শুরুর দিকে প্রয়াত তৃণমূল সাংসদ সুলতান আহমেদকেও ডেকে পাঠায় সিবিআই৷ অভিযুক্তের মধ্যে বারাসতের সাংসদ কাকলি ঘোষদস্তিদার এবং আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার মাত্র দু’জনের বাড়ি গিয়ে তদন্তকারীরা তাঁদের বয়ান রেকর্ড করেন৷ এঁরা ৷ সিবিআই সূত্রে খবর, তদন্তের জাল এখন অনেকখানি গুটিয়ে আনা গেছে। শুরু হয়েছে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের কাজ। গত শনিবার প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বর এর নমুনা সংগ্রহ করা হয়। তবে ব্যক্তিগত কাজে দিল্লিতে থাকায় ঐদিন যেতে পারেননি শোভন চট্টোপাধ্যায়।

তৎকালীন ডেপুটি মেয়র ইকবাল আহমেদ ম্যাথুকে নিয়ে ২০১৪ সালে সুব্রতবাবুর বাড়িতে গিয়েছিলেন। তদন্তকারীদের কাছে ম্যাথু এমনটাই জানিয়েছেন। তাঁর দাবি, সে দিন প্রায় পাঁচ লক্ষ টাকা দিয়েছিলেন সুব্রতকে। তদন্তকারীদের দাবি স্ট্রিং অপারেশনের ফুটেজও বলছে তেমনই। ইতিমধ্যেই সুব্রত মুখার্জীকে জেরা করেছে। দু'দফায় জেরা করা হয় তাঁকে। তাঁর বয়ানের ভিডিও রেকর্ডিংও করা হয়। Conclusion:অন্যদিকে স্টিং অপারেশনের ফুটেজে দেখা যায়, হাফপ্যান্ট পরে আছেন মির্জা। আড্ডার ভঙ্গিতে চলছে কথা। নানা তথ্য দিচ্ছেন তৃণমূল সম্পর্কেও৷ দাবি করছেন, বাংলার শাসক দলের হয়ে টাকা তোলেন তিনি। এমনকি দলের হয়ে কত টাকা তুলেছেন সেটাও উল্লেখ করতে ভোলেননি৷ ফুটেজে দেখা যায়, হাতে টাকাও নিচ্ছেন তিনি৷টাকার বিনিময়ে ব্যবসায়িক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন আইপিএস অফিসার। পরে অবশ্য মির্জা দাবি করেন, তাঁকে ফাঁসানো হয়েছে৷ তিনি টাকা নেননি৷ এই ঘটনায় বেশ কয়েকবার জেরা করা হয়েছে মির্জাকে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.