ETV Bharat / state

Subramanian Swamy on Mamata: মমতার প্রধানমন্ত্রী হওয়া উচিত, মত সুব্রহ্মণ্যম স্বামীর - আপসহীন লড়াইয়ের জন্য মমতার

আপসহীন লড়াইয়ের জন্য মমতার প্রধানমন্ত্রী হওয়া উচিত ৷ এমনটাই মনে করছেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী ৷

Etv Bharat
মমতার প্রধানমন্ত্রী হওয়া উচিত সুব্রহ্মণ্যম স্বামী
author img

By

Published : May 10, 2023, 10:56 PM IST

কলকাতা, 10 মে: আবার বাংলার মুখ্যমন্ত্রীকে দরাজ সার্টিফিকেট বিজেপি নেতার। তাও আবার সেই দিন, যেদিন বাংলায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার বাংলার মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাইছেন খোদ বিজেপির প্রবীণ নেতা ৷ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুব্রহ্মণ্যম স্বামী মঙ্গলবার তৃণমূল কংগ্রেস সুপ্রিমো এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ভূয়ষী প্রশংসা করে বলেন, "তাঁর দেশের প্রধানমন্ত্রী হওয়া উচিত।" খোদ বিজেপির একজন প্রবীণ নেতার মুখে এই কথা শুনে বিস্মিত রাজনৈতিক মহল ৷ সেই সঙ্গে, এই মন্তব্যে নতুন সমীকরণের ইঙ্গিতও দেখতে পাচ্ছেন অনেকেই ৷

প্রসঙ্গত মঙ্গলবার কলকাতায় এসে আরও একবার বিশিষ্ট বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রী হওয়া উচিত। আর তিনি এ কথা বলছেন বাংলার মুখ্যমন্ত্রীর আপসহীন লড়াইয়ের জন্য। সুব্রহ্মণ্যম স্বামী বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন মানুষ, যাঁকে ব্ল্যাকমেইল করা যায় না। তিনি একজন সাহসী মহিলা। কীভাবে তিনি 34 বছর ধরে বামেদের সঙ্গে লড়াই করেছিলেন।" এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের দেশের প্রধানমন্ত্রী হওয়া উচিত বলে স্পষ্টতই জানান তিনি।

এই বিজেপি নেতার গলায় বর্তমান কেন্দ্রীয় সরকারের বিরোধিতাও শোনা গিয়েছে। তিনি জানান, দেশ ক্রমশ ফ্যাসিবাদের দিকে এগোচ্ছে। এই অবস্থায় শক্তিশালী বিরোধী পক্ষের প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। তাঁর মতে, এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সেই দক্ষতা বা ক্ষমতা রয়েছে বিরোধীদের নেতৃত্ব দেওয়ার। এদিন বাম আমলের আপোষহীন সংগ্রামের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসাও শোনা গিয়েছে এই বিজেপি নেতার গলায়। তিনি বলেন, "একটা সময় যে বামশক্তিকে অপরাজিত মনে হতে শুরু করেছিল তাঁকে তো হারিয়ে দেখিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার মতো লড়াকু নেত্রী দেখতে পাওয়া যায় না। তিনি তো অপ্রতিরোধ্য বামকে তাড়িয়ে দেখিয়েছেন। রাজনৈতিক মহলে আমার অনেক বন্ধু আছে। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের মধ্যেই একজন। আমি মনে করি, ওঁর দেশের প্রধানমন্ত্রী হওয়া উচিত।"

প্রসঙ্গত সাম্প্রতিক সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই বিজেপি নেতার সম্পর্ক যে খুবই ভালো সেকথা কারও অজানা নয়। প্রধানমন্ত্রীর কড়া সমালোচকের তালিকায় সুব্রহ্মণ্যম স্বামীর নাম উপরের দিকেই থাকে। তার মুখেই যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা শোনা যায় তা অবশ্যই প্রশংসা শোনা যায় তা অবশ্যই তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। এদিন তিনি এও স্বীকার করে নিয়েছেন দশ দিনের মধ্যে তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎও হয়েছে। তাহলে কি এর পিছনে অন্য সমীকরণ রয়েছে ?

আরও পড়ুন: জুনে মার্কিন সফরে প্রধানমন্ত্রী, হোয়াইট হাউজে মোদিকে স্বাগত জানাবেন ফার্স্ট লেডি

তিনি বলেন, "আমি মনে করি যে দেশে এমন বিরোধীদের থাকা প্রয়োজন যাকে ক্ষমতায় থাকা লোকরা ব্ল্যাকমেল করতে পারবে না ৷" স্বামীর মতে, "আমি অনেক লোককে জানি, তারা বর্তমান সরকারের বিরুদ্ধে কথা বলবে না ৷ কারণ তারা ভয় পায় যে ইডি চলে আসবে বা অন্য কিছু হবে। এটা ভারতীয় গণতন্ত্রের জন্য ভালো নয় ৷”

কলকাতা, 10 মে: আবার বাংলার মুখ্যমন্ত্রীকে দরাজ সার্টিফিকেট বিজেপি নেতার। তাও আবার সেই দিন, যেদিন বাংলায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার বাংলার মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাইছেন খোদ বিজেপির প্রবীণ নেতা ৷ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুব্রহ্মণ্যম স্বামী মঙ্গলবার তৃণমূল কংগ্রেস সুপ্রিমো এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ভূয়ষী প্রশংসা করে বলেন, "তাঁর দেশের প্রধানমন্ত্রী হওয়া উচিত।" খোদ বিজেপির একজন প্রবীণ নেতার মুখে এই কথা শুনে বিস্মিত রাজনৈতিক মহল ৷ সেই সঙ্গে, এই মন্তব্যে নতুন সমীকরণের ইঙ্গিতও দেখতে পাচ্ছেন অনেকেই ৷

প্রসঙ্গত মঙ্গলবার কলকাতায় এসে আরও একবার বিশিষ্ট বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রী হওয়া উচিত। আর তিনি এ কথা বলছেন বাংলার মুখ্যমন্ত্রীর আপসহীন লড়াইয়ের জন্য। সুব্রহ্মণ্যম স্বামী বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন মানুষ, যাঁকে ব্ল্যাকমেইল করা যায় না। তিনি একজন সাহসী মহিলা। কীভাবে তিনি 34 বছর ধরে বামেদের সঙ্গে লড়াই করেছিলেন।" এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের দেশের প্রধানমন্ত্রী হওয়া উচিত বলে স্পষ্টতই জানান তিনি।

এই বিজেপি নেতার গলায় বর্তমান কেন্দ্রীয় সরকারের বিরোধিতাও শোনা গিয়েছে। তিনি জানান, দেশ ক্রমশ ফ্যাসিবাদের দিকে এগোচ্ছে। এই অবস্থায় শক্তিশালী বিরোধী পক্ষের প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। তাঁর মতে, এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সেই দক্ষতা বা ক্ষমতা রয়েছে বিরোধীদের নেতৃত্ব দেওয়ার। এদিন বাম আমলের আপোষহীন সংগ্রামের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসাও শোনা গিয়েছে এই বিজেপি নেতার গলায়। তিনি বলেন, "একটা সময় যে বামশক্তিকে অপরাজিত মনে হতে শুরু করেছিল তাঁকে তো হারিয়ে দেখিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার মতো লড়াকু নেত্রী দেখতে পাওয়া যায় না। তিনি তো অপ্রতিরোধ্য বামকে তাড়িয়ে দেখিয়েছেন। রাজনৈতিক মহলে আমার অনেক বন্ধু আছে। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের মধ্যেই একজন। আমি মনে করি, ওঁর দেশের প্রধানমন্ত্রী হওয়া উচিত।"

প্রসঙ্গত সাম্প্রতিক সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই বিজেপি নেতার সম্পর্ক যে খুবই ভালো সেকথা কারও অজানা নয়। প্রধানমন্ত্রীর কড়া সমালোচকের তালিকায় সুব্রহ্মণ্যম স্বামীর নাম উপরের দিকেই থাকে। তার মুখেই যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা শোনা যায় তা অবশ্যই প্রশংসা শোনা যায় তা অবশ্যই তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। এদিন তিনি এও স্বীকার করে নিয়েছেন দশ দিনের মধ্যে তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎও হয়েছে। তাহলে কি এর পিছনে অন্য সমীকরণ রয়েছে ?

আরও পড়ুন: জুনে মার্কিন সফরে প্রধানমন্ত্রী, হোয়াইট হাউজে মোদিকে স্বাগত জানাবেন ফার্স্ট লেডি

তিনি বলেন, "আমি মনে করি যে দেশে এমন বিরোধীদের থাকা প্রয়োজন যাকে ক্ষমতায় থাকা লোকরা ব্ল্যাকমেল করতে পারবে না ৷" স্বামীর মতে, "আমি অনেক লোককে জানি, তারা বর্তমান সরকারের বিরুদ্ধে কথা বলবে না ৷ কারণ তারা ভয় পায় যে ইডি চলে আসবে বা অন্য কিছু হবে। এটা ভারতীয় গণতন্ত্রের জন্য ভালো নয় ৷”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.