ETV Bharat / state

ছাত্ররা ভুল করবে আর আমরা ক্ষমা করব, বাবুলের সমর্থনে লকেট

author img

By

Published : Sep 22, 2019, 1:32 PM IST

বাবুলকে সমর্থন জানালেন লকেট চ্যাটার্জি । তাঁর বক্তব্য, দেবাঞ্জনের মাকে যা বলেছেন তা ঠিক করেছেন বাবুল ।

লকেট চ্যাটার্জি

কলকাতা, 22 সেপ্টেম্বর : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ABVP-র নবীনবরণ অনুষ্ঠানে বাবুলের হেনস্থার ঘটনায় যুক্ত ছিলেন তাঁর ছেলে । ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবিও । তাই ছেলের ভবিষ্যতের আশঙ্কায় হাতজোড় করে বাবুল সুপ্রিয়র কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন ক্যানসার আক্রান্ত মহিলা রূপালি বল্লভ । তাঁর উত্তর দিয়ে বাবুল টুইট করেছিলেন । লিখেছিলেন, "চিন্তা করবেন না মাসিমা -আমি আপনার ছেলের কোনও ক্ষতি করব না ।" বাবুলের এই পদক্ষেপকে স্বাগত জানালেন BJP মহিলা মোর্চার নেত্রী লকেট চ্যাটার্জি । বললেন, "ছাত্ররা একশো বার ভুল করবে । আর তাদের বার বার ক্ষমা করতে হবে আমাদের ।"

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ABVP -র নবীনবরণ অনুষ্ঠানে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় । কিন্তু সেখানে তাঁর চুল টেনে মারমুখী হয়ে উঠেছিল ছাত্ররা । তাতে যুক্ত ছিল দেবাঞ্জন বল্লভ । ক্যামেরায় সেই ছবি ধরা পড়েছিল । তারপরই কেন্দ্রীয় মন্ত্রীর কাছে ক্ষমা প্রার্থনা করেন দেবাঞ্জনের ক্যানসার আক্রান্ত মা রূপালি বল্লভ । উত্তরে বাবুল সুপ্রিয় টুইট করে তাঁকে চিন্তা না করার কথা জানান । আজ এই প্রসঙ্গে লকেট চ্যাটার্জিকে জিজ্ঞাসা করা হয় । লকেট বলেন, "বাবুল সুপ্রিয় ঠিক করেছেন । তারা ছাত্র । তারা ভুল করতে পারে । তারা একশো বার ভুল করবে । আর অভিভাবক হিসেবে ছেলেমেয়েদের আমরা যেভাবে বোঝাই তাদেরও বোঝাতে হবে । বার বার তাদের ক্ষমা করতে হবে । বার বার করে ভুল শুধরে দিতে হবে । নিশ্চয় বাবুল সুপ্রিয় খুব ভালো কাজ করেছেন । ভারতীয় জনতা পার্টির এটাই আদর্শ । আমরা ছাত্রদের কখনও মারি না । ছাত্ররা অন্যায় করলে আমরা ভুল শুধরে দিই । আবার আমরা সুযোগ করে দিই ।"

বাবুল সুপ্রিয়র হেনস্থার ঘটনায় অনেক রাজনৈতিক নেতাই তাঁকে কটাক্ষ করেছেন । পুরো ঘটনাটাই বাবুলের নাটক বলে দাবি করেছেন তাঁরা । সেই প্রসঙ্গে লকেট বলেন, "বাবুল সুপ্রিয় ওখানে কোনওরকমভাবে সিন ক্রিয়েট করেনি । যথেষ্ট ধৈর্য নিয়ে ওখানে বসে ছিল । অনেকবার ছাত্রদের বোঝানো হয়েছে । একবারের জন্য বাবুল সুপ্রিয় ধৈর্য হারায়নি । উলটোপালটা কথা বলেনি । যতটা আমরা TV-তে দেখতে পেয়েছি । তবে, অবশ্যই ছাত্রদের বলব যে তারা যেন ভবিষ্যতের কথা ভাবে । কারণ তাদের মা-বাবা অনেক আশা নিয়ে না খেয়ে মানুষ করে । তাদের মাথায় রাখতে হবে একদিন তারাও বড় হবে তখন যদি তাদের গায়ে এরকমভাবে কেউ হাত দেয় তাহলে তারা কীরকম অনুভব করবে । কিন্তু অবশ্যই ছাত্রছাত্রীদের সুযোগ দেওয়া উচিত । নতুন করে তারা নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভাবুক ।"

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাবুলকে ওই পরিস্থিতি থেকে বের করে এনেছিলেন রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীপ ধনকড় । কিন্তু তাঁর এই বিষয়টিকে অনেকেই ভালো নজরে দেখেননি । সেই প্রসঙ্গে BJP নেত্রী বলেন, "উপাচার্য যদি পুরোপুরিভাবে হাল ছেড়ে দেন তাহলে কী করবে ? সেখানে রাজ্যপাল গেছিলেন বলেই সুরক্ষিতভাবে কেন্দ্রীয় মন্ত্রীকে বের করে আনতে পেরেছেন । না হলে তো পরিস্থিতি আরও খারাপ হত । এর আগেও ধরনায় বসেছিল ছাত্রছাত্রীরা । কিন্তু তা কেন হবে ? ছাত্রছাত্রীরা পড়াশোনার জায়গায় পড়াশোনা করবে । তাতে রাজনীতি ঢুকবে কেন ? "

যাদবপুরে কেন্দ্রীয় মন্ত্রীর হেনস্থায় উপাচার্যের পুলিশ ডাকা উচিত ছিল । পুলিশ না ডেকে ভুল করেছেন উপাচার্য । এমনই বলেছেন তৃণমূল নেতা সুব্রত মুখার্জি । তাঁর মন্তব্যের প্রশংসা করে লকেট বলেন, "সত্যিটাকে উনি সমর্থন করেছেন । আর যেহেতু ওঁর বোধোদয় হয়েছে তাই আমি ধন্যবাদ জানাই । " পাশাপাশি শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জিকে কটাক্ষ করে বলেন, "উনি শিক্ষামন্ত্রী হওয়া সত্ত্বেও ছাত্র থেকে উপাচার্য সব বিষয়ই তৃণমূলের চোখ দিয়ে দেখেন । যেহেতু এটা ছাত্রদের বিষয় তাই সম্পূর্ণ নিরপেক্ষ হয়ে বিষয়টা দেখা উচিত । উনি বড্ড বেশি তাতে রাজনীতি ঢোকান ।"

কলকাতা, 22 সেপ্টেম্বর : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ABVP-র নবীনবরণ অনুষ্ঠানে বাবুলের হেনস্থার ঘটনায় যুক্ত ছিলেন তাঁর ছেলে । ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবিও । তাই ছেলের ভবিষ্যতের আশঙ্কায় হাতজোড় করে বাবুল সুপ্রিয়র কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন ক্যানসার আক্রান্ত মহিলা রূপালি বল্লভ । তাঁর উত্তর দিয়ে বাবুল টুইট করেছিলেন । লিখেছিলেন, "চিন্তা করবেন না মাসিমা -আমি আপনার ছেলের কোনও ক্ষতি করব না ।" বাবুলের এই পদক্ষেপকে স্বাগত জানালেন BJP মহিলা মোর্চার নেত্রী লকেট চ্যাটার্জি । বললেন, "ছাত্ররা একশো বার ভুল করবে । আর তাদের বার বার ক্ষমা করতে হবে আমাদের ।"

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ABVP -র নবীনবরণ অনুষ্ঠানে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় । কিন্তু সেখানে তাঁর চুল টেনে মারমুখী হয়ে উঠেছিল ছাত্ররা । তাতে যুক্ত ছিল দেবাঞ্জন বল্লভ । ক্যামেরায় সেই ছবি ধরা পড়েছিল । তারপরই কেন্দ্রীয় মন্ত্রীর কাছে ক্ষমা প্রার্থনা করেন দেবাঞ্জনের ক্যানসার আক্রান্ত মা রূপালি বল্লভ । উত্তরে বাবুল সুপ্রিয় টুইট করে তাঁকে চিন্তা না করার কথা জানান । আজ এই প্রসঙ্গে লকেট চ্যাটার্জিকে জিজ্ঞাসা করা হয় । লকেট বলেন, "বাবুল সুপ্রিয় ঠিক করেছেন । তারা ছাত্র । তারা ভুল করতে পারে । তারা একশো বার ভুল করবে । আর অভিভাবক হিসেবে ছেলেমেয়েদের আমরা যেভাবে বোঝাই তাদেরও বোঝাতে হবে । বার বার তাদের ক্ষমা করতে হবে । বার বার করে ভুল শুধরে দিতে হবে । নিশ্চয় বাবুল সুপ্রিয় খুব ভালো কাজ করেছেন । ভারতীয় জনতা পার্টির এটাই আদর্শ । আমরা ছাত্রদের কখনও মারি না । ছাত্ররা অন্যায় করলে আমরা ভুল শুধরে দিই । আবার আমরা সুযোগ করে দিই ।"

বাবুল সুপ্রিয়র হেনস্থার ঘটনায় অনেক রাজনৈতিক নেতাই তাঁকে কটাক্ষ করেছেন । পুরো ঘটনাটাই বাবুলের নাটক বলে দাবি করেছেন তাঁরা । সেই প্রসঙ্গে লকেট বলেন, "বাবুল সুপ্রিয় ওখানে কোনওরকমভাবে সিন ক্রিয়েট করেনি । যথেষ্ট ধৈর্য নিয়ে ওখানে বসে ছিল । অনেকবার ছাত্রদের বোঝানো হয়েছে । একবারের জন্য বাবুল সুপ্রিয় ধৈর্য হারায়নি । উলটোপালটা কথা বলেনি । যতটা আমরা TV-তে দেখতে পেয়েছি । তবে, অবশ্যই ছাত্রদের বলব যে তারা যেন ভবিষ্যতের কথা ভাবে । কারণ তাদের মা-বাবা অনেক আশা নিয়ে না খেয়ে মানুষ করে । তাদের মাথায় রাখতে হবে একদিন তারাও বড় হবে তখন যদি তাদের গায়ে এরকমভাবে কেউ হাত দেয় তাহলে তারা কীরকম অনুভব করবে । কিন্তু অবশ্যই ছাত্রছাত্রীদের সুযোগ দেওয়া উচিত । নতুন করে তারা নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভাবুক ।"

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাবুলকে ওই পরিস্থিতি থেকে বের করে এনেছিলেন রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীপ ধনকড় । কিন্তু তাঁর এই বিষয়টিকে অনেকেই ভালো নজরে দেখেননি । সেই প্রসঙ্গে BJP নেত্রী বলেন, "উপাচার্য যদি পুরোপুরিভাবে হাল ছেড়ে দেন তাহলে কী করবে ? সেখানে রাজ্যপাল গেছিলেন বলেই সুরক্ষিতভাবে কেন্দ্রীয় মন্ত্রীকে বের করে আনতে পেরেছেন । না হলে তো পরিস্থিতি আরও খারাপ হত । এর আগেও ধরনায় বসেছিল ছাত্রছাত্রীরা । কিন্তু তা কেন হবে ? ছাত্রছাত্রীরা পড়াশোনার জায়গায় পড়াশোনা করবে । তাতে রাজনীতি ঢুকবে কেন ? "

যাদবপুরে কেন্দ্রীয় মন্ত্রীর হেনস্থায় উপাচার্যের পুলিশ ডাকা উচিত ছিল । পুলিশ না ডেকে ভুল করেছেন উপাচার্য । এমনই বলেছেন তৃণমূল নেতা সুব্রত মুখার্জি । তাঁর মন্তব্যের প্রশংসা করে লকেট বলেন, "সত্যিটাকে উনি সমর্থন করেছেন । আর যেহেতু ওঁর বোধোদয় হয়েছে তাই আমি ধন্যবাদ জানাই । " পাশাপাশি শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জিকে কটাক্ষ করে বলেন, "উনি শিক্ষামন্ত্রী হওয়া সত্ত্বেও ছাত্র থেকে উপাচার্য সব বিষয়ই তৃণমূলের চোখ দিয়ে দেখেন । যেহেতু এটা ছাত্রদের বিষয় তাই সম্পূর্ণ নিরপেক্ষ হয়ে বিষয়টা দেখা উচিত । উনি বড্ড বেশি তাতে রাজনীতি ঢোকান ।"

Intro:কলকাতা: বাবুল সুপ্রিয় এর পাশে দাঁড়ালেন লকেট চট্টোপাধ্যায়। বাবুল সুপ্রিয় টুইট করে আজই যাদবপুর বিশ্ববিদ্যালয় অভিযুক্ত ছাত্র দেবাঞ্জন চট্টোপাধ্যায় মায়ের পাশে দাঁড়িয়েছেন। " আপনার ছেলের ক্ষতি করব না বলে টুইট করে দেওয়ান জনের মায়ের ফেসবুকে ভিডিও বার্তার জবাব দিয়েছেন বাবুল সুপ্রিয়। এবার এই শুতে বাবুল সুপ্রিয় সিদ্ধান্তকে সমর্থন করলেন হুগলি লোকসভা কেন্দ্রের সাংসদ ও বিজেপি মহিলা মোর্চার নেত্রী লকেট চট্টোপাধ্যায়।


যাদবপুর বিশ্ববিদ্যালয় বাবুল সুপ্রিয় কে নিগ্রহ ইস্যুতে লকেট চট্টোপাধ্যায় এর যুক্তি, নিশ্চয়ই তারা ছাত্র। তারা ভুল করতেই পারে। তা 100 বার ভুল করবে। আমরা অভিভাবক হিসেবে জিভাবে ছেলেমেয়েরা বোঝাই। তাই তারা ভুল করলে তাদের ক্ষমা করতে হবে। তাদের ভুল থাকে শুধরে দিতে হবে। নিশ্চয়ই বাবুল সুপ্রিয় ভালো কাজ করেছেন। ওনার মা যেভাবে আর্জি জানিয়েছেন। সেই ভিডিওটা আমি দেখেছি। এটা ভারতীয় জনতা পার্টির আদর্শ। আমরা কখনোই ছাত্রদের মারিনা ছাত্ররা কেউ অন্যায় করলে আমরা ভুল শুধরে দিই। আবার ছাত্রটিকে সুযোগ দেব।

লকেট চট্টোপাধ্যায় এদিন রাজ্যপাল দীপংকরের প্রশংসা করে বলেন," উপাচার্য যদি পুরোপুরিভাবে হাল ছেড়ে দেন। তবে ওই মুহূর্তে দাঁড়িয়ে সবার মধ্যে থেকে রাজ্যপাল বিশ্ববিদ্যালয় গিয়েছিল বলেই সুস্থভাবে কেন্দ্রীয় মন্ত্রী কে বের করে নিয়ে আসতে পেরেছেন। তা না হলে পরিস্থিতি আরো খারাপ হত।


Body:কপি


Conclusion:কপি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.