ETV Bharat / state

101টি বাসে রওনা কোটায় আটকে থাকা 2500 পড়ুয়ার, স্বাস্থ্য পরীক্ষার পর পৌঁছাবেন বাড়ি - কোটায় আটকে পড়া পড়ুয়ারা ফিরছে

রাজ্য সরকারের 101 টি বাসে গতকাল আড়াই হাজারের বেশি পড়ুয়া কোটা থেকে রওনা দিয়েছেন । আজ ও আগামীকালের মধ্যে রাজ্য পৌঁছাবেন তাঁরা । স্বাস্থ্য পরীক্ষার পর বাড়ি পৌঁছে দেওয়া হবে তাঁদের ।

State Government Bus
সরকারের বাস
author img

By

Published : Apr 30, 2020, 9:45 AM IST

কলকাতা, 30 এপ্রিল : রাজস্থানের কোটা থেকে আড়াই হাজারের বেশি পড়ুয়া নিয়ে রাজ্যে আসছে শতাধিক বাস । পড়ুয়াদের বাড়ি পৌঁছে দিতে সমস্তরকম ব্যবস্থা করা হয়েছে রাজ্য সরকারের তরফে । তবে, রাজ্যে আসার পরেই প্রথমে শারীরিক পরীক্ষা হবে ওই পড়ুয়াদের । তারপর বাড়ি পৌঁছে দেওয়া হবে ।

নবান্ন সূত্রে খবর, গতকালই রাজ্য সরকারের 101 টি বাসে আড়াই হাজারের বেশি পড়ুয়া কোটা থেকে রওনা দিয়েছেন । আজ ও আগামীকালের মধ্যে রাজ্য পৌঁছাবেন তাঁরা । কলকাতা, আসানসোল ও শিলিগুড়ি তিনটি জ়োনে বাসগুলি এসে দাঁড়াবে । সেখানেই পড়ুয়াদের শারীরিক পরীক্ষা হবে । এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ওই পড়ুয়াদের বাড়ি পৌঁছে দেবে রাজ্য প্রশাসন ।

লকডাউনের কারণে রাজস্থানের কোটায় এরাজ্যের বহু পড়ুয়া আটকে পড়েন । তাঁদের ফিরিয়ে আনতে বার বার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন অভিভাবকরা । কিন্তু সমস্যার সমাধান হচ্ছিল না । এমনকী রাজ্য সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়, এই পরিস্থিতিতে কোটায় আটকে পড়া এরাজ্যের পড়ুয়াদের ফেরানো সম্ভব নয় । কিছুদিন আগে মুখ্যমন্ত্রী টুইট করে জানান, কোটায় আটকে পড়া পড়ুয়াদের ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার ।

কলকাতা, 30 এপ্রিল : রাজস্থানের কোটা থেকে আড়াই হাজারের বেশি পড়ুয়া নিয়ে রাজ্যে আসছে শতাধিক বাস । পড়ুয়াদের বাড়ি পৌঁছে দিতে সমস্তরকম ব্যবস্থা করা হয়েছে রাজ্য সরকারের তরফে । তবে, রাজ্যে আসার পরেই প্রথমে শারীরিক পরীক্ষা হবে ওই পড়ুয়াদের । তারপর বাড়ি পৌঁছে দেওয়া হবে ।

নবান্ন সূত্রে খবর, গতকালই রাজ্য সরকারের 101 টি বাসে আড়াই হাজারের বেশি পড়ুয়া কোটা থেকে রওনা দিয়েছেন । আজ ও আগামীকালের মধ্যে রাজ্য পৌঁছাবেন তাঁরা । কলকাতা, আসানসোল ও শিলিগুড়ি তিনটি জ়োনে বাসগুলি এসে দাঁড়াবে । সেখানেই পড়ুয়াদের শারীরিক পরীক্ষা হবে । এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ওই পড়ুয়াদের বাড়ি পৌঁছে দেবে রাজ্য প্রশাসন ।

লকডাউনের কারণে রাজস্থানের কোটায় এরাজ্যের বহু পড়ুয়া আটকে পড়েন । তাঁদের ফিরিয়ে আনতে বার বার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন অভিভাবকরা । কিন্তু সমস্যার সমাধান হচ্ছিল না । এমনকী রাজ্য সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়, এই পরিস্থিতিতে কোটায় আটকে পড়া এরাজ্যের পড়ুয়াদের ফেরানো সম্ভব নয় । কিছুদিন আগে মুখ্যমন্ত্রী টুইট করে জানান, কোটায় আটকে পড়া পড়ুয়াদের ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.