ETV Bharat / state

প্রাইমারি স্কুলে এবার হাতের লেখার ক্লাস

আগামী শিক্ষাবর্ষে রাজ্য সরকার পরিচালিত প্রাইমারি স্কুলগুলিতে চালু হবে হাতের লেখার ক্লাস । পাশাপাশি পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে হাতের লেখার জন্য একটি পৃথক অধ্যায়।

ছবি
ছবি
author img

By

Published : Jan 23, 2020, 2:26 PM IST

Updated : Jan 23, 2020, 2:59 PM IST

কলকাতা, 23 জানুয়ারি : হাতের লেখা উঁচু ক্লাসে গিয়ে সমস্যা হয়ে দাঁড়ায় । পড়াশোনার ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের মনোযোগের উপরও প্রভাব ফেলে । সেকথা মাথায় রেখে এবার রাজ্য সরকার পরিচালিত প্রাইমারি স্কুলগুলিতে শীঘ্রই চালু হবে হাতের লেখার ক্লাস ।

সিলেবাস কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার জানান, আগামী শিক্ষাবর্ষের আগেই বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে বিদ্যালয়ের শিক্ষকদের । প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকরাই পরে প্রি প্রাইমারি ও প্রাইমারি বিভাগের ছাত্র-ছাত্রীদের হাতের লেখা কীভাবে ভালো করা যায় তা নিয়ে কাজ করবেন । শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি হাতের লেখার জন্য একটি পৃথক অধ্যায়ও পাঠ্যবইতে অন্তর্ভুক্ত করা হবে বলে জানানো হয়েছে । বর্তমানে ক্লাস ওয়ানে তিনটি বই, ক্লাস থ্রিতে সাতটি বই ও ক্লাস ফোর ও ফাইভে আটটি বই রয়েছে । চেয়ারম্যান অভীক মজুমদার জানান, আন্তর্জাতিক নিয়মবিধি অনুযায়ী পুরো প্রশিক্ষণসূচি তৈরি করা হয়েছে । প্রশিক্ষণ চালাকালীন ছাত্র-ছাত্রীদের নানা ধরনের লেখা ও তালুর ব্যায়ামও শিখতে হবে ।

স্কুল শিক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছে, উঁচু ক্লাসে গিয়ে বাজে হাতের লেখা প্রায়শই ভোগায় ছাত্র-ছাত্রীদের । একারণেই সরকারের সাথে পরামর্শক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । জোর দেওয়া হয়েছে হাতের লেখার উপর । প্রাইমারি স্কুলের ছাত্র-ছাত্রীদের দিয়ে শুরু হবে এই প্রশিক্ষণ ।

কলকাতা, 23 জানুয়ারি : হাতের লেখা উঁচু ক্লাসে গিয়ে সমস্যা হয়ে দাঁড়ায় । পড়াশোনার ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের মনোযোগের উপরও প্রভাব ফেলে । সেকথা মাথায় রেখে এবার রাজ্য সরকার পরিচালিত প্রাইমারি স্কুলগুলিতে শীঘ্রই চালু হবে হাতের লেখার ক্লাস ।

সিলেবাস কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার জানান, আগামী শিক্ষাবর্ষের আগেই বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে বিদ্যালয়ের শিক্ষকদের । প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকরাই পরে প্রি প্রাইমারি ও প্রাইমারি বিভাগের ছাত্র-ছাত্রীদের হাতের লেখা কীভাবে ভালো করা যায় তা নিয়ে কাজ করবেন । শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি হাতের লেখার জন্য একটি পৃথক অধ্যায়ও পাঠ্যবইতে অন্তর্ভুক্ত করা হবে বলে জানানো হয়েছে । বর্তমানে ক্লাস ওয়ানে তিনটি বই, ক্লাস থ্রিতে সাতটি বই ও ক্লাস ফোর ও ফাইভে আটটি বই রয়েছে । চেয়ারম্যান অভীক মজুমদার জানান, আন্তর্জাতিক নিয়মবিধি অনুযায়ী পুরো প্রশিক্ষণসূচি তৈরি করা হয়েছে । প্রশিক্ষণ চালাকালীন ছাত্র-ছাত্রীদের নানা ধরনের লেখা ও তালুর ব্যায়ামও শিখতে হবে ।

স্কুল শিক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছে, উঁচু ক্লাসে গিয়ে বাজে হাতের লেখা প্রায়শই ভোগায় ছাত্র-ছাত্রীদের । একারণেই সরকারের সাথে পরামর্শক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । জোর দেওয়া হয়েছে হাতের লেখার উপর । প্রাইমারি স্কুলের ছাত্র-ছাত্রীদের দিয়ে শুরু হবে এই প্রশিক্ষণ ।

Imphal (Manipur), Jan 23 (ANI): An Improvised Explosive Device (IED) blast occurred in Manipur's Imphal on January 23. The blast took place at Nagamapal RIMS road in Imphal West early morning. No casualties or injuries have been reported yet. More details are awaited.
Last Updated : Jan 23, 2020, 2:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.