ETV Bharat / state

JU : রাস্তার উপর প্লাস্টিক বিছিয়ে চলছে ক্লাস, স্কুল-কলেজ চালুর দাবিতে প্রতীকী প্রতিবাদ যাদবপুরের পড়ুয়াদের - demand reopen of school college

দীর্ঘ দেড় বছর হল বন্ধ স্কুল-কলেজ ও বিদ্যালয় গিয়ে পঠন-পাঠন বন্ধ ৷ শপিং মল থেকে রেস্তোরা ও বিউটি পার্লার খুলে গেলেও এখনও ক্লাসরুমের দরজা খুলল না ৷ এতে ক্ষতি হচ্ছে পড়ুয়াদের ৷

jadavpur
jadavpur
author img

By

Published : Aug 13, 2021, 9:26 AM IST

কলকাতা, 13 অগস্ট : মাথার উপর ঝাঁ ঝাঁ রোদ ৷ তারই মধ্যে রাস্তার উপর প্লাস্টিক বিছিয়ে, কোথায়ও টেবিল চেয়ার পেতে চলছে ক্লাস । শিক্ষিকা 'ডিজিটাল মাধ্যমে নজরদারি চালানো' নিয়ে ক্লাস নিচ্ছেন । ছাত্রছাত্ররা মন দিয়ে লেকচার শুনছে ও নোটস নিচ্ছে । এভাবেই চলছে ক্লাস । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন গেটের সামনে ধরা পড়ল এই চিত্র । অবিলম্বে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্লাস চালু করার দাবিতে এভাবেই চার দিনের প্রতীকী আন্দোলনে নেমেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ।

করোনা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে । তাই ধাপে ধাপে খুলেছে বিউটি পার্লার, সিনেমা হল, রেস্তোরাঁ সহ বারগুলোও । তাহলে স্কুলগুলি খুলবে না কেন ? এই নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন তুলছে ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা । তাঁদের মতে, স্কুল খোলার ন্যূনতম প্রস্তুতির কথা কেউই বলছেন না । তারই প্রতিবাদে রাস্তার উপরে বসে ক্লাস নেওয়া শুরু হয়েছে ৷

দীর্ঘ দেড় বছর হল বন্ধ স্কুল-কলেজ । বিদ্যালয়ে গিয়ে পঠন-পাঠন বন্ধ ৷ শপিং মল থেকে রেস্তোরাঁ ও বিউটি পার্লার খুলে গেলেও এখনও ক্লাসরুমের দরজা খুলল না ৷ এতে ক্ষতি হচ্ছে পড়ুয়াদের ৷ এই বিষয়ে স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার সদস্য ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র তর্পণ সরকার বলেন, " ক্লাসরুমে আমরা আগে প্রতিদিন ক্লাস করতাম, আড্ডা দিতাম । বন্ধুদের সঙ্গে ভাগ করে টিফিন খেতাম ৷ সেই ক্লাসরুমে গত মার্চ মাসের পর থেকে আমরা আর ফিরতে পারিনি । অথচ মজার ব্যাপার হল, চারদিকে সবকিছুই খুলে যাচ্ছে । কিন্তু সরকারের স্কুল-কলেজ খোলার কোনওরকম পরিকল্পনা নেই ।

তিনি বলেছেন, "এডুকেশন সেক্টরের পুরো মেরুদণ্ড ভেঙে দেওয়া হচ্ছে এভাবে । তাই বাধ্য হয়ে আমরা রাস্তার উপর বসে ক্লাস করার সিদ্ধান্ত নিয়েছি । বিষয়টি আমরা যাদবপুরের শিক্ষক-শিক্ষিকাদের জানাই । তাঁরা ক্লাস নিতে রাজি হয়ে যান । এভাবেই আমরা চারদিনের জন্য প্রতীকী আন্দোলন চালিয়ে যাব । প্রতিদিন দুটি করে ক্লাস হবে । কম্পিউটার সায়েন্সের উপর প্রথম ক্লাস নেন অধ্যাপিকা নন্দিনী মুখোপাধ্যায় ।"

পথের উপর বসে ক্লাস করছেন পড়ুয়ারা
পথের উপর বসে ক্লাস করছেন পড়ুয়ারা

সম্প্রতি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, পুজোর ছুটির পর স্কুল ও কলেজ চালু করার চেষ্টা চালানো হবে । এই বিষয়ে অধ্যাপিকা নন্দিনী মুখোপাধ্যায় বলেছেন, "যদি পুজোর পর স্কুল ও কলেজ খোলা হয় তাহলে তার প্রস্তুতি ও পরিকল্পনা এখন থেকেই করতে হবে । যেমন কত জন ছাত্র-ছাত্রী ভ্যাকসিন নিল, ক্লাসগুলিতে স্যানিটাইজিং সহ আরও অন্যান্য প্রয়োজনীয় পদক্ষেপ শুরু করতে হবে । অন্যদিকে, মুখ্যমন্ত্রীর এই বক্তব্য নিয়ে তর্পণ সরকার বলেছেন, "রাজ্যের মুখ্যমন্ত্রী ও দেশের প্রধানমন্ত্রীর মুখের কথায় আমরা তেমন একটা বিশ্বাস করতে পারি না । তাই যতদিন না পর্যন্ত স্কুল ও কলেজ খোলার নির্দেশিকা জারি করা হচ্ছে ততদিন এই কথায় বিশ্বাস করতে পারছি না ।"

আরও পড়ুন : Covid Situation : পুজোর পর স্কুল-কলেজ খোলার ইঙ্গিত, রাজ্য়ের ভাবনায় সায় বিশেষজ্ঞদের একাংশের

দেড়টা বছর ধরে অনলাইন ক্লাস করে ক্লান্ত পড়ুয়ারা ৷ শিক্ষক-শিক্ষিকারাও এই ব্যবস্থায় হাঁপিয়ে উঠেছেন ৷ নন্দিনী মুখোপাধ্যায় বলছেন, "দীর্ঘ দেড় বছর পরে এভাবে ক্লাস নিতে পেরে খুব ভাল লাগছে । ছাত্র-ছাত্রীদের সামনে দাঁড়িয়ে তাদের সঙ্গে কথা বলছি, পড়াতে পারছি । ওরা আমার পড়ানো ধরতে পারছে কি না তা বুঝতে পারছি । অবিলম্বে স্কুল-কলেজ না খুললে ছেলেমেয়েদের অনেক ক্ষতি হয়ে যাবে ।" শুধু যাদবপুর বিশ্ববিদ্যালয়েই নয় স্কুল খোলার দাবিতে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে এই ধরনের আন্দোলন ।

কলকাতা, 13 অগস্ট : মাথার উপর ঝাঁ ঝাঁ রোদ ৷ তারই মধ্যে রাস্তার উপর প্লাস্টিক বিছিয়ে, কোথায়ও টেবিল চেয়ার পেতে চলছে ক্লাস । শিক্ষিকা 'ডিজিটাল মাধ্যমে নজরদারি চালানো' নিয়ে ক্লাস নিচ্ছেন । ছাত্রছাত্ররা মন দিয়ে লেকচার শুনছে ও নোটস নিচ্ছে । এভাবেই চলছে ক্লাস । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন গেটের সামনে ধরা পড়ল এই চিত্র । অবিলম্বে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্লাস চালু করার দাবিতে এভাবেই চার দিনের প্রতীকী আন্দোলনে নেমেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ।

করোনা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে । তাই ধাপে ধাপে খুলেছে বিউটি পার্লার, সিনেমা হল, রেস্তোরাঁ সহ বারগুলোও । তাহলে স্কুলগুলি খুলবে না কেন ? এই নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন তুলছে ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা । তাঁদের মতে, স্কুল খোলার ন্যূনতম প্রস্তুতির কথা কেউই বলছেন না । তারই প্রতিবাদে রাস্তার উপরে বসে ক্লাস নেওয়া শুরু হয়েছে ৷

দীর্ঘ দেড় বছর হল বন্ধ স্কুল-কলেজ । বিদ্যালয়ে গিয়ে পঠন-পাঠন বন্ধ ৷ শপিং মল থেকে রেস্তোরাঁ ও বিউটি পার্লার খুলে গেলেও এখনও ক্লাসরুমের দরজা খুলল না ৷ এতে ক্ষতি হচ্ছে পড়ুয়াদের ৷ এই বিষয়ে স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার সদস্য ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র তর্পণ সরকার বলেন, " ক্লাসরুমে আমরা আগে প্রতিদিন ক্লাস করতাম, আড্ডা দিতাম । বন্ধুদের সঙ্গে ভাগ করে টিফিন খেতাম ৷ সেই ক্লাসরুমে গত মার্চ মাসের পর থেকে আমরা আর ফিরতে পারিনি । অথচ মজার ব্যাপার হল, চারদিকে সবকিছুই খুলে যাচ্ছে । কিন্তু সরকারের স্কুল-কলেজ খোলার কোনওরকম পরিকল্পনা নেই ।

তিনি বলেছেন, "এডুকেশন সেক্টরের পুরো মেরুদণ্ড ভেঙে দেওয়া হচ্ছে এভাবে । তাই বাধ্য হয়ে আমরা রাস্তার উপর বসে ক্লাস করার সিদ্ধান্ত নিয়েছি । বিষয়টি আমরা যাদবপুরের শিক্ষক-শিক্ষিকাদের জানাই । তাঁরা ক্লাস নিতে রাজি হয়ে যান । এভাবেই আমরা চারদিনের জন্য প্রতীকী আন্দোলন চালিয়ে যাব । প্রতিদিন দুটি করে ক্লাস হবে । কম্পিউটার সায়েন্সের উপর প্রথম ক্লাস নেন অধ্যাপিকা নন্দিনী মুখোপাধ্যায় ।"

পথের উপর বসে ক্লাস করছেন পড়ুয়ারা
পথের উপর বসে ক্লাস করছেন পড়ুয়ারা

সম্প্রতি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, পুজোর ছুটির পর স্কুল ও কলেজ চালু করার চেষ্টা চালানো হবে । এই বিষয়ে অধ্যাপিকা নন্দিনী মুখোপাধ্যায় বলেছেন, "যদি পুজোর পর স্কুল ও কলেজ খোলা হয় তাহলে তার প্রস্তুতি ও পরিকল্পনা এখন থেকেই করতে হবে । যেমন কত জন ছাত্র-ছাত্রী ভ্যাকসিন নিল, ক্লাসগুলিতে স্যানিটাইজিং সহ আরও অন্যান্য প্রয়োজনীয় পদক্ষেপ শুরু করতে হবে । অন্যদিকে, মুখ্যমন্ত্রীর এই বক্তব্য নিয়ে তর্পণ সরকার বলেছেন, "রাজ্যের মুখ্যমন্ত্রী ও দেশের প্রধানমন্ত্রীর মুখের কথায় আমরা তেমন একটা বিশ্বাস করতে পারি না । তাই যতদিন না পর্যন্ত স্কুল ও কলেজ খোলার নির্দেশিকা জারি করা হচ্ছে ততদিন এই কথায় বিশ্বাস করতে পারছি না ।"

আরও পড়ুন : Covid Situation : পুজোর পর স্কুল-কলেজ খোলার ইঙ্গিত, রাজ্য়ের ভাবনায় সায় বিশেষজ্ঞদের একাংশের

দেড়টা বছর ধরে অনলাইন ক্লাস করে ক্লান্ত পড়ুয়ারা ৷ শিক্ষক-শিক্ষিকারাও এই ব্যবস্থায় হাঁপিয়ে উঠেছেন ৷ নন্দিনী মুখোপাধ্যায় বলছেন, "দীর্ঘ দেড় বছর পরে এভাবে ক্লাস নিতে পেরে খুব ভাল লাগছে । ছাত্র-ছাত্রীদের সামনে দাঁড়িয়ে তাদের সঙ্গে কথা বলছি, পড়াতে পারছি । ওরা আমার পড়ানো ধরতে পারছে কি না তা বুঝতে পারছি । অবিলম্বে স্কুল-কলেজ না খুললে ছেলেমেয়েদের অনেক ক্ষতি হয়ে যাবে ।" শুধু যাদবপুর বিশ্ববিদ্যালয়েই নয় স্কুল খোলার দাবিতে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে এই ধরনের আন্দোলন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.