ETV Bharat / state

বিশ্বভারতীর ঘটনায় নিন্দায় সরব ছাত্র সংগঠনগুলি - বিশ্বভারতী

CAA ও NRC - প্রতিবাদে কয়েকদিন ধরেই উত্তপ্ত বিশ্বভারতী ক্যাম্পাস । কয়েকদিন আগে BJP সাংসদ স্বপন দাশগুপ্ত একটি সেমিনারে অংশ নিতে বিশ্ববিদ্যালয়ে এলে তাঁকে ঘেরাও করে পড়ুয়ারা । গতকাল বাম সংগঠনের ছাত্রদের উপর হামলার অভিযোগ ওঠে ABVP র বিরুদ্ধে । সেই ঘটনা দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ । হামলার প্রতিবাদে সরব হয়েছে বিভিন্ন ছাত্র সংগঠন ।

image
সৃজন ভট্টাচার্য
author img

By

Published : Jan 16, 2020, 8:06 PM IST

Updated : Jan 16, 2020, 9:01 PM IST

কলকাতা , 16 জানুয়ারি : বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের মারধরের ঘটনার নিন্দায় সরব হল বিভিন্ন ছাত্র সংগঠন । SFI-এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন । ঘটনার প্রতিবাদ জানিয়েছেন ছাত্র পরিষদের রাজ্য সভাপতি সৌরভ প্রসাদও ।

সৌরভ বলেন, " ক্ষমতায় আসার পর থেকেই BJP শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে কলঙ্কিত করার চেষ্টা করছে । এর আগে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়-সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়াদের উপর হামলা চালিয়েছে BJP এবং RSS পরিচালিত ABVP-র গুন্ডারা । বুধবার রাতে বিশ্বভারতীর ক্যাম্পাসে যেভাবে পড়ুয়াদের উপর হামলা হয়েছে, তা থেকে বোঝা যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে টার্গেট করা হচ্ছে । "

সৃজন বলেন , " ওরা (ABVP) রবীন্দ্রনাথ মানে না । অমর্ত্য সেন মানে না । বিশ্বভারতীর এসেন্স বোঝে না । তাই এ ধরণের ঘটনা ঘটিয়েছে । ছাত্রদের বিক্ষোভের জেরে চাপের মুখে পড়ে দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে । কিন্তু গ্রেপ্তারই শেষ কথা নয় । অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে । "

প্রসঙ্গত , CAA ও NRC - প্রতিবাদে কয়েকদিন ধরেই উত্তপ্ত বিশ্বভারতী ক্যাম্পাস । কয়েকদিন আগে BJP সাংসদ স্বপন দাশগুপ্ত একটি সেমিনারে অংশ নিতে বিশ্ববিদ্যালয়ে এলে তাঁকে ঘেরাও করে পড়ুয়ারা । গতকাল বাম সংগঠনের ছাত্রদের উপর হামলার অভিযোগ ওঠে ABVP র বিরুদ্ধে । সেই ঘটনা দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ ।

শুনুন সৃজন ভট্টাচার্যের বক্তব্য

কলকাতা , 16 জানুয়ারি : বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের মারধরের ঘটনার নিন্দায় সরব হল বিভিন্ন ছাত্র সংগঠন । SFI-এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন । ঘটনার প্রতিবাদ জানিয়েছেন ছাত্র পরিষদের রাজ্য সভাপতি সৌরভ প্রসাদও ।

সৌরভ বলেন, " ক্ষমতায় আসার পর থেকেই BJP শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে কলঙ্কিত করার চেষ্টা করছে । এর আগে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়-সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়াদের উপর হামলা চালিয়েছে BJP এবং RSS পরিচালিত ABVP-র গুন্ডারা । বুধবার রাতে বিশ্বভারতীর ক্যাম্পাসে যেভাবে পড়ুয়াদের উপর হামলা হয়েছে, তা থেকে বোঝা যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে টার্গেট করা হচ্ছে । "

সৃজন বলেন , " ওরা (ABVP) রবীন্দ্রনাথ মানে না । অমর্ত্য সেন মানে না । বিশ্বভারতীর এসেন্স বোঝে না । তাই এ ধরণের ঘটনা ঘটিয়েছে । ছাত্রদের বিক্ষোভের জেরে চাপের মুখে পড়ে দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে । কিন্তু গ্রেপ্তারই শেষ কথা নয় । অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে । "

প্রসঙ্গত , CAA ও NRC - প্রতিবাদে কয়েকদিন ধরেই উত্তপ্ত বিশ্বভারতী ক্যাম্পাস । কয়েকদিন আগে BJP সাংসদ স্বপন দাশগুপ্ত একটি সেমিনারে অংশ নিতে বিশ্ববিদ্যালয়ে এলে তাঁকে ঘেরাও করে পড়ুয়ারা । গতকাল বাম সংগঠনের ছাত্রদের উপর হামলার অভিযোগ ওঠে ABVP র বিরুদ্ধে । সেই ঘটনা দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ ।

শুনুন সৃজন ভট্টাচার্যের বক্তব্য
Intro:বিশ্বভারতীতে আক্রমণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করল ছাত্র পরিষদের সভাপতি সৌরভ প্রসাদ। তীব্র নিন্দা জানালো এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য। সমগ্র ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন তারা। এবিভিপির গুন্ডাদের শাস্তির দাবিতে ফের পথে নেবে আন্দোলন করবেন দুই ছাত্র সংগঠন।


Body: এবিভিপির আক্রমণের তীব্র ধিক্কারের পাশাপাশি ছাত্র পরিষদের সভাপতি সৌরভ প্রসাদ জানান, ক্ষমতায় আসার পর থেকেই বিজেপি একের পর এক শিক্ষাপ্রতিষ্ঠানকে কলঙ্কিত করার চেষ্টা করছে। এর আগে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আক্রমণ চালায় বিজেপি এবং আরএসএস পরিচালিত এবিভিপির গুন্ডাবাহিনী। গতকাল রাতে বিশ্বভারতীর মতো কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে যেভাবে আক্রমণ চালিয়েছে, এর থেকেই বোঝা যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান কি টার্গেট করা হয়েছে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় আক্রমণ নামিয়ে আনা হয়েছে। গতকালের ঘটনার পরে কোথায় পুলিশ প্রশাসন? প্রশ্ন সৌরভ প্রসাদের। নির্মমভাবে লাঠিচার্জের বিরুদ্ধে কংগ্রেস ছাত্র পরিষদ বিশ্বভারতীর পাশে যে রয়েছে, সে কথাই স্পষ্ট করলেন ছাত্র পরিষদের সভাপতি সৌরভ প্রসাদ।
অন্যদিকে বিশ্বভারতীর ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য।


Conclusion:
Last Updated : Jan 16, 2020, 9:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.