ETV Bharat / state

স্নাতকের ভরতির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, কর্তৃপক্ষকে চিঠি প্রেসিডেন্সির ছাত্র সংসদের - Student council of presidency university

চলতি বছর বাতিল করা হয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতকের প্রবেশিকা পরীক্ষা ।

Presidency University
Presidency University
author img

By

Published : Sep 6, 2020, 8:53 PM IST

কলকাতা, 6 সেপ্টেম্বর : প্রকাশিত হয়ে গেছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতক কোর্সে ভরতির মেধাতালিকা । সেই মেধাতালিকাকে কেন্দ্র করে ভরতি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ। কারণ মেধাতালিকায় নেই প্রার্থীদের নাম । ইতিমধ্যেই সংসদের তরফে থেকে বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্টস ও অ্যাডমিশন কমিটিকে ই-মেল করা হয়েছে ।
এ বিষয়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের SFI ইউনিটের সভাপতি তন্ময় সরকার বলেন, "মেধাতালিকায় অন্যান্য কলেজে সবার নাম দিয়েছে পরপর । আমাদের মেধাতালিকায় কোনও নাম দেয়নি । শুধু আবেদনের নম্বর দিয়েছে । আমরা দেখেছি অন্যান্য জায়গায় একই নাম একাধিকবার একটি মেধাতালিকায় রয়েছে । এখানে রোল নম্বর আলাদা আলাদা থাকলেও নাম না দেওয়ায় আমাদের এখানে স্বচ্ছতার অভাব রয়েছে বলে আমাদের মনে হয়েছে । আমাদের দাবি, নাম দিয়ে নতুন করে মেধাতালিকা প্রকাশ করতে হবে । তারা ভরতি প্রক্রিয়ায় স্বচ্ছতা কীভাবে রক্ষা করছে সেটাও আমরা জানতে চেয়েছি । দেখি কী উত্তর দেয় ।"

অন্যদিকে, চলতি বছর বাতিল করা হয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতকের প্রবেশিকা পরীক্ষা । তারপরে স্নাতকে কোর্সে ভরতির জন্য আবেদন করতে প্রার্থীদের কাছ থেকে কোনও আবেদন ফি নেওয়া হয়নি‌ । কিন্তু, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ভরতির প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য হাজার হাজার প্রার্থী আগেই 500 টাকা করে ফি দিয়ে আবেদন জানিয়েছিলেন । প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের হয়ে প্রবেশিকা পরীক্ষাগুলি পরিচালনা করে পশ্চিমবঙ্গ জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা বোর্ড। তাই প্রবেশিকা পরীক্ষার জন্য নেওয়া আবেদন ফি সংশ্লিষ্ট প্রার্থীদের দ্রুত ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করার দাবি জানিয়ে WBJEEB-র কাছে চিঠি পাঠিয়েছিল প্রেসিডেন্সির ছাত্র সংসদ ।

তন্ময় সরকার জানান, WBJEEB-র তরফে তাদের জানানো হয়েছে, আবেদন ফি-র টাকা প্রার্থীদের ফিরিয়ে দেওয়া হবে । তবে WBJEE-র কাউন্সেলিং প্রক্রিয়া চলার কারণে এখনই টাকা ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া চালু করা যাচ্ছে না । তবে বোর্ডের তরফে শীঘ্রই সেই প্রক্রিয়া চালু করার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানান তন্ময় সরকার ।

কলকাতা, 6 সেপ্টেম্বর : প্রকাশিত হয়ে গেছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতক কোর্সে ভরতির মেধাতালিকা । সেই মেধাতালিকাকে কেন্দ্র করে ভরতি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ। কারণ মেধাতালিকায় নেই প্রার্থীদের নাম । ইতিমধ্যেই সংসদের তরফে থেকে বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্টস ও অ্যাডমিশন কমিটিকে ই-মেল করা হয়েছে ।
এ বিষয়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের SFI ইউনিটের সভাপতি তন্ময় সরকার বলেন, "মেধাতালিকায় অন্যান্য কলেজে সবার নাম দিয়েছে পরপর । আমাদের মেধাতালিকায় কোনও নাম দেয়নি । শুধু আবেদনের নম্বর দিয়েছে । আমরা দেখেছি অন্যান্য জায়গায় একই নাম একাধিকবার একটি মেধাতালিকায় রয়েছে । এখানে রোল নম্বর আলাদা আলাদা থাকলেও নাম না দেওয়ায় আমাদের এখানে স্বচ্ছতার অভাব রয়েছে বলে আমাদের মনে হয়েছে । আমাদের দাবি, নাম দিয়ে নতুন করে মেধাতালিকা প্রকাশ করতে হবে । তারা ভরতি প্রক্রিয়ায় স্বচ্ছতা কীভাবে রক্ষা করছে সেটাও আমরা জানতে চেয়েছি । দেখি কী উত্তর দেয় ।"

অন্যদিকে, চলতি বছর বাতিল করা হয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতকের প্রবেশিকা পরীক্ষা । তারপরে স্নাতকে কোর্সে ভরতির জন্য আবেদন করতে প্রার্থীদের কাছ থেকে কোনও আবেদন ফি নেওয়া হয়নি‌ । কিন্তু, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ভরতির প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য হাজার হাজার প্রার্থী আগেই 500 টাকা করে ফি দিয়ে আবেদন জানিয়েছিলেন । প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের হয়ে প্রবেশিকা পরীক্ষাগুলি পরিচালনা করে পশ্চিমবঙ্গ জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা বোর্ড। তাই প্রবেশিকা পরীক্ষার জন্য নেওয়া আবেদন ফি সংশ্লিষ্ট প্রার্থীদের দ্রুত ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করার দাবি জানিয়ে WBJEEB-র কাছে চিঠি পাঠিয়েছিল প্রেসিডেন্সির ছাত্র সংসদ ।

তন্ময় সরকার জানান, WBJEEB-র তরফে তাদের জানানো হয়েছে, আবেদন ফি-র টাকা প্রার্থীদের ফিরিয়ে দেওয়া হবে । তবে WBJEE-র কাউন্সেলিং প্রক্রিয়া চলার কারণে এখনই টাকা ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া চালু করা যাচ্ছে না । তবে বোর্ডের তরফে শীঘ্রই সেই প্রক্রিয়া চালু করার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানান তন্ময় সরকার ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.