ETV Bharat / state

Street Music Festival: শীতের শহরে শুরু হচ্ছে স্ট্রিট মিউজিক ফেস্টিভ্যাল সিজন থ্রি - স্ট্রিট মিউজিক ফেস্টিভ্যাল

শীতের শহরে শুরু হতে চলেছে স্ট্রিট মিউজিক ফেস্টিভ্যাল - সিজন থ্রি (Street Music Festival)৷ আগামী 24 ডিসেম্বর থেকে শুরু হবে সঙ্গীতের এই উৎসব ৷

ETV Bharat
স্ট্রিট মিউজিক ফেস্টিভ্যাল
author img

By

Published : Dec 20, 2022, 2:57 PM IST

কলকাতা, 20 ডিসেম্বর: সঙ্গীত মানবজাতির একটি সর্বজনীন ভাষা । তা সে পাখির কিচিরমিচির শব্দ হোক বা, নদীর কুলকুল ধ্বনি ৷ মন্দিরের পবিত্র সঙ্গীত, মসজিদের আজান সব মিলিয়ে সঙ্গীত সর্বত্র । এরই পাশে বিশেষভাবে জায়গা করে নিয়েছে গ্রামের পথশিল্পীদের ভোরবেলার ভক্তিমূলক গান এবং বিয়ের অনুষ্ঠান বা ধর্মীয় উৎসব উদযাপনে ব্যান্ড পার্টির মিউজিশিয়ানদের মিউজিক । পথই এঁদের প্রধান মঞ্চ । এঁদের শিল্পীসত্তাকে সম্মান জানাতে গত দু'বছর ধরে স্ট্রিট মিউজিক ফেস্টিভ্যালের (Street Music Festival) আয়োজন করে আসছেন লন্ডনের এনআরআই সঙ্গীতশিল্পী সোমা দাস এবং এই শহরের স্বনামধন্য সঙ্গীত আয়োজক সুদীপ্ত চন্দ । শহর কলকাতা এই মিউজিক ফেস্টিভ্যালের আগের দুটি সিজনের সাক্ষী ছিল 2020, 2021 সালে ।

চলতি বছর 24 ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে এর তৃতীয় সিজন । 'ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় মিউজিক অ্যাকাডেমি', সোমা দাসের 'ড্যাফোডিল ইনকর্পোরেট'-এর সহযোগিতায় সুদীপ্ত চন্দ'র এ এক অনন্য সাধারণ উদ্যোগ, তা বলাই বাহুল্য । শিল্পী তালিকায় রয়েছেন পার্ক স্ট্রিটের বাঁশি বিক্রেতা মহম্মদ ইব্রান এবং তাঁর বন্ধুরা, শহরের দুই যুবক সৌরজ্যোতি এবং কৃষ্ণেন্দু । তাঁরা রাস্তায় বেহালা ও গিটার বাজান এবং স্ট্রিট মিউজিক করেন । তাঁদের দলের নাম 'থার্ড স্টেজ'।

ETV Bharat
স্ট্রিট মিউজিক ফেস্টিভ্যালের আয়োজন

আরও পড়ুন: কলকাতায় শুরু স্ট্রিট মিউজ়িক ফেস্টিভাল

এ ছাড়াও জাতীয় পুরস্কার বিজয়ী পটচিত্র শিল্পী কল্পনা চিত্রকরের সঙ্গে নুরউদ্দিন চিত্রকর শোনাবেন পটে দেবী দুর্গার গান, সুবল দাস বৈরাগ্য এবং তাঁর বহুরূপীর দল আসবেন দুর্গার পরিবার নিয়ে, ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় মিউজিক অ্যাকাডেমির ছাত্রীরা পঞ্চকবির গান পরিবেশন করবেন, চন্দ্রিমা ভট্টাচার্য, অরিত্র সানি মুখোপাধ্যায়, সুরিন্দম মুখোপাধ্যায় যথাক্রমে লতা মঙ্গেশকর, বাপ্পি লাহিড়ী, কেকে'র স্মৃতিতে গানে, গানে বিশেষ শ্রদ্ধা নিবেদন করবেন ৷ শৌভিক মুখোপাধ্যায় সেতারে গানের ধুন পরিবেশন করবেন, ঋত্বিক মাইতি শোনাবেন পাশ্চাত্যের গান ।

এ দিন সুদীপ্ত চন্দ বলেন, "এটি সেইসব সঙ্গীত শিল্পীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি যাঁরা রাস্তায় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন ।"

কলকাতা, 20 ডিসেম্বর: সঙ্গীত মানবজাতির একটি সর্বজনীন ভাষা । তা সে পাখির কিচিরমিচির শব্দ হোক বা, নদীর কুলকুল ধ্বনি ৷ মন্দিরের পবিত্র সঙ্গীত, মসজিদের আজান সব মিলিয়ে সঙ্গীত সর্বত্র । এরই পাশে বিশেষভাবে জায়গা করে নিয়েছে গ্রামের পথশিল্পীদের ভোরবেলার ভক্তিমূলক গান এবং বিয়ের অনুষ্ঠান বা ধর্মীয় উৎসব উদযাপনে ব্যান্ড পার্টির মিউজিশিয়ানদের মিউজিক । পথই এঁদের প্রধান মঞ্চ । এঁদের শিল্পীসত্তাকে সম্মান জানাতে গত দু'বছর ধরে স্ট্রিট মিউজিক ফেস্টিভ্যালের (Street Music Festival) আয়োজন করে আসছেন লন্ডনের এনআরআই সঙ্গীতশিল্পী সোমা দাস এবং এই শহরের স্বনামধন্য সঙ্গীত আয়োজক সুদীপ্ত চন্দ । শহর কলকাতা এই মিউজিক ফেস্টিভ্যালের আগের দুটি সিজনের সাক্ষী ছিল 2020, 2021 সালে ।

চলতি বছর 24 ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে এর তৃতীয় সিজন । 'ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় মিউজিক অ্যাকাডেমি', সোমা দাসের 'ড্যাফোডিল ইনকর্পোরেট'-এর সহযোগিতায় সুদীপ্ত চন্দ'র এ এক অনন্য সাধারণ উদ্যোগ, তা বলাই বাহুল্য । শিল্পী তালিকায় রয়েছেন পার্ক স্ট্রিটের বাঁশি বিক্রেতা মহম্মদ ইব্রান এবং তাঁর বন্ধুরা, শহরের দুই যুবক সৌরজ্যোতি এবং কৃষ্ণেন্দু । তাঁরা রাস্তায় বেহালা ও গিটার বাজান এবং স্ট্রিট মিউজিক করেন । তাঁদের দলের নাম 'থার্ড স্টেজ'।

ETV Bharat
স্ট্রিট মিউজিক ফেস্টিভ্যালের আয়োজন

আরও পড়ুন: কলকাতায় শুরু স্ট্রিট মিউজ়িক ফেস্টিভাল

এ ছাড়াও জাতীয় পুরস্কার বিজয়ী পটচিত্র শিল্পী কল্পনা চিত্রকরের সঙ্গে নুরউদ্দিন চিত্রকর শোনাবেন পটে দেবী দুর্গার গান, সুবল দাস বৈরাগ্য এবং তাঁর বহুরূপীর দল আসবেন দুর্গার পরিবার নিয়ে, ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় মিউজিক অ্যাকাডেমির ছাত্রীরা পঞ্চকবির গান পরিবেশন করবেন, চন্দ্রিমা ভট্টাচার্য, অরিত্র সানি মুখোপাধ্যায়, সুরিন্দম মুখোপাধ্যায় যথাক্রমে লতা মঙ্গেশকর, বাপ্পি লাহিড়ী, কেকে'র স্মৃতিতে গানে, গানে বিশেষ শ্রদ্ধা নিবেদন করবেন ৷ শৌভিক মুখোপাধ্যায় সেতারে গানের ধুন পরিবেশন করবেন, ঋত্বিক মাইতি শোনাবেন পাশ্চাত্যের গান ।

এ দিন সুদীপ্ত চন্দ বলেন, "এটি সেইসব সঙ্গীত শিল্পীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি যাঁরা রাস্তায় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.