ETV Bharat / state

Suspected ISIS Terrorists: জঙ্গি সন্দেহে ধৃত সাদ্দাম-সইদের সঙ্গীদের খোঁজে ভিনরাজ্যে এসটিএফ - stf teams of kolkata police visiting other states

শনিবার আইএস জঙ্গি সন্দেহে হাওড়ার দুই যুবককে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ ৷ তাদের জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে ভিন রাজ্যে পাড়ি দিল এসটিএফের দল (STF teams of Kolkata police visiting other states) ৷

ETV Bharat
আইএস জঙ্গি সন্দেহে ধৃত সাদ্দাম ও সইদ
author img

By

Published : Jan 9, 2023, 11:01 PM IST

কলকাতা, 9 জানুয়ারি: কলকাতা থেকে সম্প্রতি আইএস জঙ্গি সন্দেহে ধৃত মহম্মদ সাদ্দাম ও সইদ আহমেদকে জেরা করে একাধিক তথ্য পেয়েছেন লালবাজারের গোয়েন্দারা ৷ দুদিন আগেই তাদের গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ ৷ সেই তথ্যের ভিত্তিতে ভিন রাজ্যে পাড়ি দিয়েছে এসটিএফ এর দল ৷ জানা গিয়েছে ধৃত সাদ্দামের বাড়ি থেকে তদন্তকারীরা একটি ডায়েরি উদ্ধার করেছেন ৷ সেই ডায়েরিতে স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে সাদ্দাম আইএস নামের জঙ্গি সংগঠনে যোগ দিয়ে শপথ বাক্য পাঠ করেছিল (Suspected ISIS Terrorists) ৷

কে বা কারা সাদ্দামকে এই শপথ বাক্য পাঠ করিয়েছিল তাও জানতে পেরেছেন তদন্তকারীরা ৷ আরও জানা গিয়েছে এই জঙ্গি সংগঠনে যোগ দেওয়ার জন্য সাদ্দাম আরবি ভাষাও শিখেছিল ৷ পাশাপাশি, সাদ্দামের ঘর থেকে উদ্ধার হয়েছে একাধিক সামগ্রী ৷ ইতিমধ্যেই এই জঙ্গি যোগের তদন্তে কলকাতা পুলিশের এসটিএফের বেশ কয়েকটি দল গঠন করা হয়েছে । সেই দলগুলি ভিন রাজ্যের উদ্দেশ্যে রওনাও হয়ে গিয়েছে । লালবাজার সূত্রের খবর ভিন রাজ্যে গিয়ে সেখানকার পুলিশের সঙ্গে কথা বলে বিভিন্ন এলালায় এলাকায় তল্লাশি চালাবেন তদন্তকারীরা (STF arrested suspected ISIS terrorists) ।

আরও পড়ুন: কলকাতায় ফের টাকার পাহাড়! স্ট্র্যান্ড রোডে উদ্ধার 43 লক্ষ টাকা, ধৃত 3

গত শনিবার জঙ্গি কার্যকলাপে যুক্ত সন্দেহে হাওড়ার এই দুই যুবককে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের এসটিএফ (STF of Kolkata Police) । এদের মধ্যে মহম্মদ সাদ্দামের বয়স 30 বছর ৷ সইদ আহমেদের বয়স 28 বছর ৷ লালবাজার সূত্রের খবর যুবকদের নিজেদের সঙ্গে যুক্ত করে বিদেশে আইএস-এর প্রশিক্ষণ শিবিরে পাঠানোর পরিকল্পনাও ছিল সাদ্দামের । সে কারণেই চলছিল তহবিল সংগ্রহের কাজ । সৌদি আরব, সিরিয়ার মতো পশ্চিম এশিয়ার একাধিক দেশ থেকে সেই তহবিলের অর্থও আসে বলে সূত্রের খবর । এসটিএফের হাতে এই সংক্রান্ত বেশ কিছু নথিও এসেছে । ভুয়ো সংস্থার নথি পেয়েছেন তদন্তকারীরা । গোয়েন্দাদের অনুমান, কারও যাতে সন্দেহের নজরে পড়তে না হয়, তার জন্য এই ভুয়ো কোম্পানিগুলিই ঢাল হিসেবে ব্যবহার করা হতো ৷

কলকাতা, 9 জানুয়ারি: কলকাতা থেকে সম্প্রতি আইএস জঙ্গি সন্দেহে ধৃত মহম্মদ সাদ্দাম ও সইদ আহমেদকে জেরা করে একাধিক তথ্য পেয়েছেন লালবাজারের গোয়েন্দারা ৷ দুদিন আগেই তাদের গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ ৷ সেই তথ্যের ভিত্তিতে ভিন রাজ্যে পাড়ি দিয়েছে এসটিএফ এর দল ৷ জানা গিয়েছে ধৃত সাদ্দামের বাড়ি থেকে তদন্তকারীরা একটি ডায়েরি উদ্ধার করেছেন ৷ সেই ডায়েরিতে স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে সাদ্দাম আইএস নামের জঙ্গি সংগঠনে যোগ দিয়ে শপথ বাক্য পাঠ করেছিল (Suspected ISIS Terrorists) ৷

কে বা কারা সাদ্দামকে এই শপথ বাক্য পাঠ করিয়েছিল তাও জানতে পেরেছেন তদন্তকারীরা ৷ আরও জানা গিয়েছে এই জঙ্গি সংগঠনে যোগ দেওয়ার জন্য সাদ্দাম আরবি ভাষাও শিখেছিল ৷ পাশাপাশি, সাদ্দামের ঘর থেকে উদ্ধার হয়েছে একাধিক সামগ্রী ৷ ইতিমধ্যেই এই জঙ্গি যোগের তদন্তে কলকাতা পুলিশের এসটিএফের বেশ কয়েকটি দল গঠন করা হয়েছে । সেই দলগুলি ভিন রাজ্যের উদ্দেশ্যে রওনাও হয়ে গিয়েছে । লালবাজার সূত্রের খবর ভিন রাজ্যে গিয়ে সেখানকার পুলিশের সঙ্গে কথা বলে বিভিন্ন এলালায় এলাকায় তল্লাশি চালাবেন তদন্তকারীরা (STF arrested suspected ISIS terrorists) ।

আরও পড়ুন: কলকাতায় ফের টাকার পাহাড়! স্ট্র্যান্ড রোডে উদ্ধার 43 লক্ষ টাকা, ধৃত 3

গত শনিবার জঙ্গি কার্যকলাপে যুক্ত সন্দেহে হাওড়ার এই দুই যুবককে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের এসটিএফ (STF of Kolkata Police) । এদের মধ্যে মহম্মদ সাদ্দামের বয়স 30 বছর ৷ সইদ আহমেদের বয়স 28 বছর ৷ লালবাজার সূত্রের খবর যুবকদের নিজেদের সঙ্গে যুক্ত করে বিদেশে আইএস-এর প্রশিক্ষণ শিবিরে পাঠানোর পরিকল্পনাও ছিল সাদ্দামের । সে কারণেই চলছিল তহবিল সংগ্রহের কাজ । সৌদি আরব, সিরিয়ার মতো পশ্চিম এশিয়ার একাধিক দেশ থেকে সেই তহবিলের অর্থও আসে বলে সূত্রের খবর । এসটিএফের হাতে এই সংক্রান্ত বেশ কিছু নথিও এসেছে । ভুয়ো সংস্থার নথি পেয়েছেন তদন্তকারীরা । গোয়েন্দাদের অনুমান, কারও যাতে সন্দেহের নজরে পড়তে না হয়, তার জন্য এই ভুয়ো কোম্পানিগুলিই ঢাল হিসেবে ব্যবহার করা হতো ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.