ETV Bharat / state

28 অগাস্ট রাজ্যে সম্পূর্ণ লকডাউন নয় - সাপ্তাহিক লকডাউন

সাপ্তাহিক লকডাউন সংক্রান্ত নয়া নির্দেশিকা জারি করল নবান্ন । 28 অগাস্ট সম্পূর্ণ লকডাউন হচ্ছে না বলে জানানো হয়েছে ।

Weekly lockdown
ফাইল ছবি
author img

By

Published : Aug 12, 2020, 5:49 PM IST

Updated : Aug 12, 2020, 8:11 PM IST

কলকাতা, 12 অগাস্ট : 28 অগাস্ট সম্পূর্ণ লকডাউন হচ্ছে না বলে বিজ্ঞপ্তিতে জানাল নবান্ন । তবে 20, 21, 27 ও 31 অগাস্ট আগের মতোই রাজ্যে সম্পূর্ণ লকডাউন জারি থাকবে । এই নিয়ে চতুর্থবার লকডাউনের দিন বদল করা হল ।

নবান্নের জারি করা নয়া নির্দেশিকা অনুযায়ী রাজ্যে সম্পূর্ণ লকডাউন হবে 20, 21, 27 ও 31 অগাস্ট । 28 অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস । তাই সেদিন লকডাউন প্রত্যাহার করাই ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে ।

Weekly lockdown
নবান্ন থেকে জারি হওয়া নির্দেশিকার প্রতিলিপি

বারবার লকডাউনের দিন বদল নিয়ে আগেই তৈরি হচ্ছে বিতর্ক । আজ আবারও বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হল, 28 অগাস্ট রাজ্যে সম্পূর্ণ লকডাউন হচ্ছে না । নবান্নের তরফে লকডাউন বাতিল করার কারণ হিসেবে জানানো হয়েছে, যেহেতু 27 অগাস্ট (বৃহস্পতিবার) লকডাউন তাই 28 অগাস্ট (শুক্রবার) লকডাউন হলে সমস্যা হবে । 29 ও 30 অগাস্ট (শনি ও রবিবার) ব্যাঙ্ক বন্ধ থাকবে । এছাড়া 31 অগাস্ট সোমবারও লকডাউন । বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত টানা বন্ধ থাকলে ব্যবসায়ীদের সমস্যা হবে । সেই কারণে মাঝের একটা দিন অর্থাৎ 28 অগাস্ট লকডাউন থাকবে না ।

বিজ্ঞপ্তিতে মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়ে দিয়েছেন, 28 অগাস্ট স্বাভাবিক কাজকর্ম চলবে। নতুন সূচি অনুযায়ী লকডাউন হবে 20 অগাস্ট বৃহস্পতিবার, 21 অগাস্ট শুক্রবার, 27 অগাস্ট বৃহস্পতিবার, 31 আগস্ট সোমবার । তবে নবান্নের তরফে ব্যাখ্যা যাই থাকুক না কেন, 28 অগাস্ট লকডাউন বাতিল করা নিয়ে জল্পনা শুরু হয়েছে । ওই দিন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস । আর ওই দিনটিতেই কেন লকডাউন বাতিল করা হল তা নিয়ে প্রশ্ন উঠছে ।

কলকাতা, 12 অগাস্ট : 28 অগাস্ট সম্পূর্ণ লকডাউন হচ্ছে না বলে বিজ্ঞপ্তিতে জানাল নবান্ন । তবে 20, 21, 27 ও 31 অগাস্ট আগের মতোই রাজ্যে সম্পূর্ণ লকডাউন জারি থাকবে । এই নিয়ে চতুর্থবার লকডাউনের দিন বদল করা হল ।

নবান্নের জারি করা নয়া নির্দেশিকা অনুযায়ী রাজ্যে সম্পূর্ণ লকডাউন হবে 20, 21, 27 ও 31 অগাস্ট । 28 অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস । তাই সেদিন লকডাউন প্রত্যাহার করাই ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে ।

Weekly lockdown
নবান্ন থেকে জারি হওয়া নির্দেশিকার প্রতিলিপি

বারবার লকডাউনের দিন বদল নিয়ে আগেই তৈরি হচ্ছে বিতর্ক । আজ আবারও বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হল, 28 অগাস্ট রাজ্যে সম্পূর্ণ লকডাউন হচ্ছে না । নবান্নের তরফে লকডাউন বাতিল করার কারণ হিসেবে জানানো হয়েছে, যেহেতু 27 অগাস্ট (বৃহস্পতিবার) লকডাউন তাই 28 অগাস্ট (শুক্রবার) লকডাউন হলে সমস্যা হবে । 29 ও 30 অগাস্ট (শনি ও রবিবার) ব্যাঙ্ক বন্ধ থাকবে । এছাড়া 31 অগাস্ট সোমবারও লকডাউন । বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত টানা বন্ধ থাকলে ব্যবসায়ীদের সমস্যা হবে । সেই কারণে মাঝের একটা দিন অর্থাৎ 28 অগাস্ট লকডাউন থাকবে না ।

বিজ্ঞপ্তিতে মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়ে দিয়েছেন, 28 অগাস্ট স্বাভাবিক কাজকর্ম চলবে। নতুন সূচি অনুযায়ী লকডাউন হবে 20 অগাস্ট বৃহস্পতিবার, 21 অগাস্ট শুক্রবার, 27 অগাস্ট বৃহস্পতিবার, 31 আগস্ট সোমবার । তবে নবান্নের তরফে ব্যাখ্যা যাই থাকুক না কেন, 28 অগাস্ট লকডাউন বাতিল করা নিয়ে জল্পনা শুরু হয়েছে । ওই দিন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস । আর ওই দিনটিতেই কেন লকডাউন বাতিল করা হল তা নিয়ে প্রশ্ন উঠছে ।

Last Updated : Aug 12, 2020, 8:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.