ETV Bharat / state

Nabanna : অবসরপ্রাপ্তদের পুনর্নিয়োগের বদলে নতুন কর্মী নিয়োগ করতে চায় রাজ্য - wb

অবসরপ্রাপ্ত কর্মী নিয়োগের পরিবর্তে নতুন নিয়োগে জোর দিচ্ছে রাজ্য ৷ বিভিন্ন দফতরে এই নিয়ে চিঠি দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর ৷

রাজ্য
রাজ্য
author img

By

Published : Aug 20, 2021, 11:31 AM IST

কলকাতা, 20 অগস্ট : অর্থ এবং কর্মীবর্গ দফতরের অনুমোদন ছাড়াই অবসরপ্রাপ্ত কর্মীদের পুনর্নিয়োগ করছে বেশ কিছু দফতর । সেই নিয়োগ বন্ধ করতে এবার উদ্যোগী হল রাজ্য সরকার । মুখ্যমন্ত্রী চাইছেন, অবসরপ্রাপ্ত কর্মী নয়, নতুন প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগে যুবদেরকেই পর্যাপ্ত সুযোগ দেওয়া হোক ৷ সেই কারণেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে ।

নবান্ন সূত্রে খবর, একাধিক দফতর অবসরপ্রাপ্ত কর্মীদের নিয়োগের আগে অর্থ দফতরকে জানাচ্ছে না । এমনকি এই নিয়োগ সংক্রান্ত কোনও তথ্য পাঠানো হচ্ছে না কর্মীবর্গ দফতরেও । এই অবস্থায় কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের তরফ থেকে রাজ্য সরকারের সমস্ত দফতরে চিঠি দেওয়া হয়েছে । সেই চিঠিতে জানতে চাওয়া হয়েছে এই ধরনের কত সংখ্যক কর্মী এখনও পর্যন্ত নিয়োগ করা হয়েছে এবং কবে তাঁদের মেয়াদ শেষ হবে ।

একইসঙ্গে চিঠিতে বলা হয়েছে, আগামী দিনে এই ধরনের কর্মী নিয়োগ করার আগে কর্মীবর্গ দফতরের অনুমোদন নিতে হবে । শুধু তাই নয়, কর্মরত অবস্থায় কোনও সরকারি কর্মচারী মারা গেলে সেই তথ্যও দ্রুত জানাতে হবে । আসলে যেহেতু সব সময় পুনর্নিয়োগ করা কর্মীদের বেতন রাজ্য সরকারকে দিতে হয় না, তাই দফতরগুলি আলাদা করে অর্থ দফতরের অনুমোদন নেয় না ।

অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, সরকারি প্রকল্পের টাকা ব্যাঙ্কে রেখে যে সুদ পাওয়া যায় তা থেকেই এই ধরনের কর্মীদের বেতন দেওয়া হয় । কাজেই গোটা বিষয়টি তারা কর্মীবর্গ ও অর্থ দফতর থেকে এড়িয়ে যায় । এক্ষেত্রে নয়া নির্দেশের ফলে কর্মপ্রক্রিয়া যাতে ব্যাহত না হয় তাই দ্রুত নতুন কর্মী নিয়োগের কথাও বলেছে কর্মীবর্গ দফতর ।

আরও পড়ুন : Mamata Banerjee : 15 দিন অন্তর এসএসকেএম হাসপাতালে বসবেন মমতা

কলকাতা, 20 অগস্ট : অর্থ এবং কর্মীবর্গ দফতরের অনুমোদন ছাড়াই অবসরপ্রাপ্ত কর্মীদের পুনর্নিয়োগ করছে বেশ কিছু দফতর । সেই নিয়োগ বন্ধ করতে এবার উদ্যোগী হল রাজ্য সরকার । মুখ্যমন্ত্রী চাইছেন, অবসরপ্রাপ্ত কর্মী নয়, নতুন প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগে যুবদেরকেই পর্যাপ্ত সুযোগ দেওয়া হোক ৷ সেই কারণেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে ।

নবান্ন সূত্রে খবর, একাধিক দফতর অবসরপ্রাপ্ত কর্মীদের নিয়োগের আগে অর্থ দফতরকে জানাচ্ছে না । এমনকি এই নিয়োগ সংক্রান্ত কোনও তথ্য পাঠানো হচ্ছে না কর্মীবর্গ দফতরেও । এই অবস্থায় কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের তরফ থেকে রাজ্য সরকারের সমস্ত দফতরে চিঠি দেওয়া হয়েছে । সেই চিঠিতে জানতে চাওয়া হয়েছে এই ধরনের কত সংখ্যক কর্মী এখনও পর্যন্ত নিয়োগ করা হয়েছে এবং কবে তাঁদের মেয়াদ শেষ হবে ।

একইসঙ্গে চিঠিতে বলা হয়েছে, আগামী দিনে এই ধরনের কর্মী নিয়োগ করার আগে কর্মীবর্গ দফতরের অনুমোদন নিতে হবে । শুধু তাই নয়, কর্মরত অবস্থায় কোনও সরকারি কর্মচারী মারা গেলে সেই তথ্যও দ্রুত জানাতে হবে । আসলে যেহেতু সব সময় পুনর্নিয়োগ করা কর্মীদের বেতন রাজ্য সরকারকে দিতে হয় না, তাই দফতরগুলি আলাদা করে অর্থ দফতরের অনুমোদন নেয় না ।

অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, সরকারি প্রকল্পের টাকা ব্যাঙ্কে রেখে যে সুদ পাওয়া যায় তা থেকেই এই ধরনের কর্মীদের বেতন দেওয়া হয় । কাজেই গোটা বিষয়টি তারা কর্মীবর্গ ও অর্থ দফতর থেকে এড়িয়ে যায় । এক্ষেত্রে নয়া নির্দেশের ফলে কর্মপ্রক্রিয়া যাতে ব্যাহত না হয় তাই দ্রুত নতুন কর্মী নিয়োগের কথাও বলেছে কর্মীবর্গ দফতর ।

আরও পড়ুন : Mamata Banerjee : 15 দিন অন্তর এসএসকেএম হাসপাতালে বসবেন মমতা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.