ETV Bharat / state

WB Government: নারী সুরক্ষায় রাস্তাগুলিকে আরও বেশি আলোকিত করার ভাবনা রাজ্যের - Street Lighting

রাজ্যের বিভিন্ন জেলায় রাস্তায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা(Street Light) করতে কমিটি গঠনের ভাবনা সরকারের, কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) জানালেন অ্যাডভোকেট জেনারেল ।

state to form district wise committee for arrangement of street lighting
HC
author img

By

Published : Aug 2, 2022, 10:55 PM IST

কলকাতা, 2 অগস্ট: রাজ্যের বিভিন্ন জেলায় রাস্তায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা (Street Light) করতে কমিটি গঠনের কথা ভাবছে সরকার(state to form district wise committee for arrangement of street lighting) । কমিটির নেতৃত্বে থাকবেন জেলাশাসকরা । সেই কমিটি খতিয়ে দেখবে জেলার কোথায় রাস্তায় আলোর অভাবে সাধারণ মানুষের সমস্যা হচ্ছে । এদিন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই বক্তব্য জানিয়েছেন ।

বিভিন্ন জেলায় ধর্ষণের ঘটনার পরিপ্রেক্ষিতে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) । সেই মামলাতেই মামলাকারীরা দাবি জানিয়েছিলেন, একাধিক জায়গায় দেখা গিয়েছে রাস্তায় পর্যাপ্ত আলোর ব্যাবস্থা না থাকায় দুষ্কর্ম করার সুবিধা পাচ্ছেন আততায়ীরা । তারপরই প্রধান বিচারপতি রাজ্য ও রাজ্যের বিদ্যুৎ দফতরের কাছে একযোগে এই ব্যাপারে কী পদক্ষেপ করা যায় জানতে চেয়েছিলেন । তার পরিপ্রেক্ষিতে এদিন অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় এই পরিকল্পনার কথা জানান ।

নারী সুরক্ষায় রাস্তাগুলিকে আরও বেশি আলোকিত করার ভাবনা রাজ্যের

আরও পড়ুন: স্বাস্থ্য দফতরের নিয়োগ কমিটিতে তৃণমূলের নেতা-মন্ত্রীরা কেন ? রাজ্যের হলফনামা তলব হাইকোর্টের

প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মামলাকারীদের আইনজীবীকেও নিজেদের প্রস্তাব কমিটির কাছে জানাতে নির্দেশ দিয়েছেন । এছাড়া নামখানা, নেত্রা, পিংলা, শান্তিনিকেতন, দেগঙ্গা, বাঁশদ্রোণী, মাটিয়া, মালদার ইংলিশ বাজার-সহ আরও বেশ কয়েকটি ধর্ষণের ঘটনায় সব আক্রন্তের পরিবারের হাতে ক্ষতিপূরণ তুলে দেওয়া হয়েছে বলে আদালতে জানাল রাজ্য । শুধু নেত্রা ধর্ষণকাণ্ডে কিছু কারণে ক্ষতিপূরণ এখনও পৌঁছয়নি পরিবারের হাতে । তবে শীঘ্রই সেই টাকা পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্যের এজি ৷

কলকাতা, 2 অগস্ট: রাজ্যের বিভিন্ন জেলায় রাস্তায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা (Street Light) করতে কমিটি গঠনের কথা ভাবছে সরকার(state to form district wise committee for arrangement of street lighting) । কমিটির নেতৃত্বে থাকবেন জেলাশাসকরা । সেই কমিটি খতিয়ে দেখবে জেলার কোথায় রাস্তায় আলোর অভাবে সাধারণ মানুষের সমস্যা হচ্ছে । এদিন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই বক্তব্য জানিয়েছেন ।

বিভিন্ন জেলায় ধর্ষণের ঘটনার পরিপ্রেক্ষিতে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) । সেই মামলাতেই মামলাকারীরা দাবি জানিয়েছিলেন, একাধিক জায়গায় দেখা গিয়েছে রাস্তায় পর্যাপ্ত আলোর ব্যাবস্থা না থাকায় দুষ্কর্ম করার সুবিধা পাচ্ছেন আততায়ীরা । তারপরই প্রধান বিচারপতি রাজ্য ও রাজ্যের বিদ্যুৎ দফতরের কাছে একযোগে এই ব্যাপারে কী পদক্ষেপ করা যায় জানতে চেয়েছিলেন । তার পরিপ্রেক্ষিতে এদিন অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় এই পরিকল্পনার কথা জানান ।

নারী সুরক্ষায় রাস্তাগুলিকে আরও বেশি আলোকিত করার ভাবনা রাজ্যের

আরও পড়ুন: স্বাস্থ্য দফতরের নিয়োগ কমিটিতে তৃণমূলের নেতা-মন্ত্রীরা কেন ? রাজ্যের হলফনামা তলব হাইকোর্টের

প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মামলাকারীদের আইনজীবীকেও নিজেদের প্রস্তাব কমিটির কাছে জানাতে নির্দেশ দিয়েছেন । এছাড়া নামখানা, নেত্রা, পিংলা, শান্তিনিকেতন, দেগঙ্গা, বাঁশদ্রোণী, মাটিয়া, মালদার ইংলিশ বাজার-সহ আরও বেশ কয়েকটি ধর্ষণের ঘটনায় সব আক্রন্তের পরিবারের হাতে ক্ষতিপূরণ তুলে দেওয়া হয়েছে বলে আদালতে জানাল রাজ্য । শুধু নেত্রা ধর্ষণকাণ্ডে কিছু কারণে ক্ষতিপূরণ এখনও পৌঁছয়নি পরিবারের হাতে । তবে শীঘ্রই সেই টাকা পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্যের এজি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.