কলকাতা, 14 জুন : নিউটাউন এনকাউন্টার কাণ্ডে ইতিমধ্যেই ভরত এবং সুমিত কুমারকে গ্রেফতার করেছে পঞ্জাব পুলিশের গোয়েন্দারা । পাশাপাশি তাদের জেরাও চলছে । ইতিমধ্যেই কলকাতায় এনকাউন্টারের পর একাধিক তথ্য প্রমাণ সামনে আসছে । ভবানী ভবন সূত্রে খবর, রাজ্য পুলিশের এসটিএফের গোয়েন্দা ও বিধাননগর সিটি পুলিশ গোয়েন্দাদের দল পঞ্জাবের উদ্দেশ্য রওনা দেবে চলতি সপ্তাহেই ৷
ইতিমধ্যেই এই বিষয়ে পঞ্জাব পুলিশের সঙ্গে ধৃতদের জেরা প্রসঙ্গে কথা বলেন রাজ্য পুলিশ গোয়েন্দাদের শীর্ষ আধিকারিকরা । একজন ডিএসপি পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে এই দল গঠন করা হয়েছে । সেখানে গিয়ে রাজ্য পুলিশের গোয়েন্দারা ভরত ও সুমিত কুমারকে জেরা করবেন বলে সূত্রের খবর । প্রয়োজনে তাদের কলকাতায় ও আনতে পারেন গোয়েন্দারা ।
ইতিমধ্যেই নিউটাউনের সাপুরজি আবাসনে শুট আউটের ঘটনায় ফরেনসিক রিপোর্টে উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য ৷ সেখানে দুই গ্যাংস্টার ছাড়াও তৃতীয় এক ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট মিলেছে । এই রিপোর্ট সরাসরি রাজ্য পুলিশের এসটিএফের কাছে পেশ করা হয়েছে । রিপোর্ট দেখে এসটিএফের গোয়েন্দারা অনুমান করছেন, ওই ফ্ল্যাটে গ্যাংস্টারদের সঙ্গে নিয়মিত দেখা করতে আসত তৃতীয় কোনও ব্যক্তি । তবে কে এই তৃতীয় ব্যক্তি ? তার খোঁজ চালাচ্ছেন গোয়েন্দারা ।
আরও পড়ুন : Newtown Shoot-out : এনকাউন্টারের আগের রাতে জয়পালদের ফ্ল্যাটে দুই মহিলা, উদ্ধার কন্ডোম
ঘটনাস্থল থেকে রক্তের নমুনা-সহ একাধিক জিনিসপত্র বাজেয়াপ্ত করে এসটিএফের গোয়েন্দা এবং ফরেনসিক বিশেষজ্ঞরা । ফরেনসিক রিপোর্টে উল্লেখ রয়েছে দু'তরফা গুলি চলেছে । অর্থাৎ গ্যাংস্টারদের তরফেও গুলি করা হয়েছে এবং রাজ্য পুলিশের এসটিএফের তরফ থেকেও গুলি করা হয়েছে । এক্ষেত্রে মোট কত রাউন্ড গুলি চলেছে, কারা প্রথম গুলি চালিয়েছে এবং কত দূর থেকে তারা গুলি চালিয়েছে, কি ধরনের আগ্নেয়াস্ত্র তারা ব্যবহার করেছিল এবং সেগুলি কোথায় তৈরি হয়েছে, সেগুলি কবে বানানো হয়েছিল এই সমস্ত একাধিক বিষয় খতিয়ে দেখছেন গোয়েন্দারা ।
ফলে বেশ কিছু অজানা প্রশ্ন ভরত ও সুমিত কুমারকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে উঠে আসতে পারে বলে তদন্তকারীদের অনুমান । এইসব প্রশ্নের উত্তর খুঁজতেই পঞ্জাবে গিয়ে ধৃতদের জিজ্ঞাসাবাদ করতে চায় রাজ্য পুলিশের গোয়েন্দারা ।