ETV Bharat / state

Suspected Bangladesh Citizens Arrest : আনন্দপুরে বাংলাদেশের নাগরিক সন্দেহে গ্রেফতার আরও 3 - বাংলাদেশি অনুপ্রবেশকারী

কলকাতার আনন্দপুর থেকে খোঁজ পাওয়া গেল অনুপ্রবেশকারীদের ৷ অনুমান, বাংলাদেশ থেকে ভারতে এসেছে এরা ৷ কিন্তু কোনও বৈধ কাগজ ছাড়াই ৷ গ্রেফতার হল 3 জন (State Police arrests suspected Bangladesh Citizens in Anandapur of Kolkata) ৷

Suspected Bangladesh Citizens Arrest
গ্রেফতার অনুপ্রবেশকারী
author img

By

Published : Dec 16, 2021, 2:20 PM IST

কলকাতা, 16 ডিসেম্বর : আনন্দপুরে ভুয়ো আধার কার্ড ও বাংলাদেশের নাগরিক সন্দেহে গ্রেফতার আরও তিন । তবে এই তিনজনের নাম তদন্তের স্বার্থে প্রকাশ্যে আনছে না কলকাতা পুলিশ । পাশাপাশি এই এদের গ্রেফতারি নিয়ে কোনও রকম মন্তব্য এড়িয়ে গিয়েছেন লালবাজারের উচ্চপদস্থ আধিকারিকেরা (State Police arrests suspected Bangladesh Citizens in Anandapur of Kolkata) ।

গত 12 ডিসেম্বর আনন্দপুর থানা এলাকার গুলশান কলোনিতে 21 জনকে বাংলাদেশি সন্দেহে আটক করে পুলিশ । পরে 17 জনকে গ্রেফতার করা হয় । পাশাপাশি এই ঘটনায় কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার সঙ্গে যৌথ অভিযান চালায় লখনৌ পুলিশের অ্যান্টি টেররিস্ট স্কোয়ার্ড (Anti Terrorist Squad) ।

আরও পড়ুন : Lucknow and Kolkata police joint raid: লখনউ পুলিশের সঙ্গে যৌথ অভিযান, পুরভোটের আগে শহরে আটক 21 বাংলাদেশি

লখনৌ পুলিশের তরফে লালবাজারকে জানানো হয়েছিল, আনন্দপুর থানা এলাকায় মানবপাচার কাণ্ডের অন্যতম অভিযুক্ত মাহফুজুর রহমান (Mahfuzur Rahman) নামে এক যুবক গা ঢাকা দিয়ে রয়েছে । সেইমতো সেখানে যৌথ অভিযান চালানো হয় । মাহফুজুরকে নিয়ে ইতিমধ্যে ট্রানজিট রিমান্ডে পাড়ি দিয়েছে লখনৌ পুলিশের অ্যান্টি টেররিস্ট স্কোয়ার্ডের গোয়েন্দারা ।

তবে কলকাতা পুলিশ দ্রুত 17 জনকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে আরও তিনজনের খোঁজ পেয়েছে ৷ এদের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক মোবাইল ডিভাইস, জাল আধার কার্ড, ও জাল নথিপত্র । কিন্তু ধৃতদের কাছ থেকে বাংলাদেশ থেকে ভারতে ঢোকার কোনও বৈধ কাগজ উদ্ধার করতে পারেনি তদন্তকারীরা ।

কলকাতা, 16 ডিসেম্বর : আনন্দপুরে ভুয়ো আধার কার্ড ও বাংলাদেশের নাগরিক সন্দেহে গ্রেফতার আরও তিন । তবে এই তিনজনের নাম তদন্তের স্বার্থে প্রকাশ্যে আনছে না কলকাতা পুলিশ । পাশাপাশি এই এদের গ্রেফতারি নিয়ে কোনও রকম মন্তব্য এড়িয়ে গিয়েছেন লালবাজারের উচ্চপদস্থ আধিকারিকেরা (State Police arrests suspected Bangladesh Citizens in Anandapur of Kolkata) ।

গত 12 ডিসেম্বর আনন্দপুর থানা এলাকার গুলশান কলোনিতে 21 জনকে বাংলাদেশি সন্দেহে আটক করে পুলিশ । পরে 17 জনকে গ্রেফতার করা হয় । পাশাপাশি এই ঘটনায় কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার সঙ্গে যৌথ অভিযান চালায় লখনৌ পুলিশের অ্যান্টি টেররিস্ট স্কোয়ার্ড (Anti Terrorist Squad) ।

আরও পড়ুন : Lucknow and Kolkata police joint raid: লখনউ পুলিশের সঙ্গে যৌথ অভিযান, পুরভোটের আগে শহরে আটক 21 বাংলাদেশি

লখনৌ পুলিশের তরফে লালবাজারকে জানানো হয়েছিল, আনন্দপুর থানা এলাকায় মানবপাচার কাণ্ডের অন্যতম অভিযুক্ত মাহফুজুর রহমান (Mahfuzur Rahman) নামে এক যুবক গা ঢাকা দিয়ে রয়েছে । সেইমতো সেখানে যৌথ অভিযান চালানো হয় । মাহফুজুরকে নিয়ে ইতিমধ্যে ট্রানজিট রিমান্ডে পাড়ি দিয়েছে লখনৌ পুলিশের অ্যান্টি টেররিস্ট স্কোয়ার্ডের গোয়েন্দারা ।

তবে কলকাতা পুলিশ দ্রুত 17 জনকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে আরও তিনজনের খোঁজ পেয়েছে ৷ এদের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক মোবাইল ডিভাইস, জাল আধার কার্ড, ও জাল নথিপত্র । কিন্তু ধৃতদের কাছ থেকে বাংলাদেশ থেকে ভারতে ঢোকার কোনও বৈধ কাগজ উদ্ধার করতে পারেনি তদন্তকারীরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.