ETV Bharat / state

Fake Universities রাজ্যের 2টি ভুয়ো বিশ্ববিদ্যালয়ের নাম রয়েছে ইউজিসির তালিকায় - ইউজিসি

দেশের 21টি বিশ্ববিদ্যালয়কে ভুয়ো বলে ঘোষণা করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (University Grants Commission) । এই তালিকার মধ্যে রয়েছে কলকাতার দুটি বিশ্ববিদ্যালয় (Two Fake Universities in UGC list)।

Fake Universities
2টি ভুয়ো বিশ্ববিদ্যালয়ের নাম রয়েছে ইউজিসি তালিকায়
author img

By

Published : Aug 26, 2022, 9:42 PM IST

কলকাতা, 26 অগস্ট: সারা দেশ জুড়ে ছড়িয়ে রয়েছে 21টি ভুয়ো বিশ্ববিদ্যালয় (Two Fake Universities in UGC list)। যার মধ্যে রয়েছে রাজ্যে দুটি ইউনিভার্সিটিও । বিজ্ঞপ্তি জারি করে এমনটাই ঘোষণা করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (University Grants Commission) ।

দেশের 21টি বিশ্ববিদ্যালয়কে ভুয়ো বলে ঘোষণা করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন । এই তালিকার মধ্যে রয়েছে কলকাতার দুটি বিশ্ববিদ্যালয় । এই দুটির মধ্যে একটি হল চৌরঙ্গি রোডে অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অলটারনেটিভ মেডিসিন (Indian Institute of Alternative Medicine) । অপরটি হল ঠাকুরপুকুরের ইনস্টিটিউট অব অলটারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ (Institute of Alternative Medicine & Research) ।

আরও পড়ুন: ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে স্কলারশিপ কাণ্ডে এবার নাম জড়াল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের

পার্শ্ববর্তী রাজ্য ওড়িশার দুটি বিশ্ববিদ্যালয়কে ভুয়ো বলে ঘোষণা করা হয়েছে । কমিশনার রাজনেশ জৈন বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে, এই ভুয়ো বিশ্ববিদ্যালয়গুলি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অ্যাক্ট 1956 কোনও নিয়ম মেনে চলে না, তারা তাদের নিজ নিয়ম মেনে চলে । তাই এই বিশ্ববিদ্যালয়গুলির থেকে যারা পাস করবে তাঁদের ডিগ্রি বা শংসাপত্র দিতে পারবে না ।

পাশাপাশি দিল্লির 8টি বিশ্ববিদ্যালয়, উত্তরপ্রদেশের 4টি বিশ্ববিদ্যালয়, কর্নাটকের 1টি, কেরলের 1টি, মহারাষ্ট্রের 1টি, অন্ধ্রপ্রদেশের 1টি এবং পুদুচেরির 1টি বিশ্ববিদ্যালয়ের নাম রয়েছে ।

কলকাতা, 26 অগস্ট: সারা দেশ জুড়ে ছড়িয়ে রয়েছে 21টি ভুয়ো বিশ্ববিদ্যালয় (Two Fake Universities in UGC list)। যার মধ্যে রয়েছে রাজ্যে দুটি ইউনিভার্সিটিও । বিজ্ঞপ্তি জারি করে এমনটাই ঘোষণা করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (University Grants Commission) ।

দেশের 21টি বিশ্ববিদ্যালয়কে ভুয়ো বলে ঘোষণা করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন । এই তালিকার মধ্যে রয়েছে কলকাতার দুটি বিশ্ববিদ্যালয় । এই দুটির মধ্যে একটি হল চৌরঙ্গি রোডে অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অলটারনেটিভ মেডিসিন (Indian Institute of Alternative Medicine) । অপরটি হল ঠাকুরপুকুরের ইনস্টিটিউট অব অলটারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ (Institute of Alternative Medicine & Research) ।

আরও পড়ুন: ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে স্কলারশিপ কাণ্ডে এবার নাম জড়াল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের

পার্শ্ববর্তী রাজ্য ওড়িশার দুটি বিশ্ববিদ্যালয়কে ভুয়ো বলে ঘোষণা করা হয়েছে । কমিশনার রাজনেশ জৈন বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে, এই ভুয়ো বিশ্ববিদ্যালয়গুলি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অ্যাক্ট 1956 কোনও নিয়ম মেনে চলে না, তারা তাদের নিজ নিয়ম মেনে চলে । তাই এই বিশ্ববিদ্যালয়গুলির থেকে যারা পাস করবে তাঁদের ডিগ্রি বা শংসাপত্র দিতে পারবে না ।

পাশাপাশি দিল্লির 8টি বিশ্ববিদ্যালয়, উত্তরপ্রদেশের 4টি বিশ্ববিদ্যালয়, কর্নাটকের 1টি, কেরলের 1টি, মহারাষ্ট্রের 1টি, অন্ধ্রপ্রদেশের 1টি এবং পুদুচেরির 1টি বিশ্ববিদ্যালয়ের নাম রয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.