ETV Bharat / state

FIR against Suvendu Adhikari: ফোন নম্বর ফাঁস, শুভেন্দুর বিরুদ্ধে থানার দ্বারস্থ উদয়ন গুহর পুত্রবধূ - State Minister Udayan Guha Daughter in law

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ফুলবাগান থানায় এফআইআর দায়ের করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর পুত্রবধূ ৷ অপরূপা গুহর ফোন নম্বর সোশাল মিডিয়ায় ফাঁস করে দেওয়ায় বিভিন্ন হুমকি আসছে বলে অভিযোগ ৷

FIR against Suvendu Adhikari
শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 9, 2023, 2:53 PM IST

শুভেন্দুর বিরুদ্ধে থানার দ্বারস্থ উদয়ন গুহর পুত্রবধূ

কলকাতা, 9 অক্টোবর: ফোন নম্বর ফাঁস করার ঘটনার রেশ এবার থানা পর্যন্ত গড়াল ৷ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে থানার দ্বারস্থ হলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর পুত্রবধূ ৷ বিরোধী দলনেতার নামে ফুলবাগান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অপরূপা গুহ ।

ঘটনার সূত্রপাত 100 দিনের কাজের টাকা চাওয়াকে কেন্দ্র করে ৷ শুভেন্দু অধিকারীকে 100 দিনের কাজের টাকা চেয়ে ফোন করেছিলেন অপরূপা গুহা । অভিযোগ, এরপরেই বিরোধী দলনেতা উদয়নের পুত্রবধূর নম্বর নিজের ফেসবুক পেজে দিয়ে দেন । অপরূপা আরও অভিযোগ করেন, সোশাল মিডিয়ায় নম্বর ফাঁস হওয়ার পর থেকেই তাঁর কাছে বিভিন্ন জায়গা থেকে হুমকি দিয়ে ফোন আসছে । এই মর্মে ফুলবাগান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি ।

অপরূপা গুহা জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁদের দুটি হোয়াটসঅ্যাপ নম্বর দিয়েছিলেন ৷ তার মধ্যে একটিতে তিনি 100 দিনের কাজের টাকা চাই বলে মেসেজ করেন । তাঁর কথা অনুযায়ী, হোয়াটসঅ্যাপে এই একটি লাইনই লেখা ছিল মাত্র । যে নম্বরে তিনি মেসেজটি পাঠান সেটি শুভেন্দু অধিকারীর বলে জানান । এরপর বিরোধী দলনেতা নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করেন এবং তাতে উদয়ন গুহর পুত্রবধূর নম্বরটি ফাঁস করে দেন ৷ যেটি ভাইরাল হয়ে যায় বলে দাবি করা হয়েছে । তারপরেই রাত 10.30 টা থেকে তাঁর কাছে অসংখ্য ফোন ও মেসেজ আসতে থাকে ৷ যেগুলির ভাষা 'অকথ্য ' এবং 'নোংরা' বলে অপরূপা গুহা অভিযোগ করেছেন ।

উদয়ন গুহর পুত্রবধূ একটি ভিডিয়ো বার্তায় জানান, একজন সাধারণ নাগরিক হিসেবে তিনি একজন জনপ্রতিনিধিকে নিজের অধিকার নিয়ে জিজ্ঞেস করতেই পারেন । এটা তাঁর সাংবিধানিক অধিকারের মধ্যে পড়ে । কিন্তু তিনি একজন মহিলার ফোন নম্বর এভাবে ভাইরাল করে দিতে পারেন না । এটা অসাংবিধানিক ।

আরও পড়ুন: বকেয়া আদায়ে বিজেপির সুকান্তকে ফোন করার পরামর্শ অভিষেকের

এর পালটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "ওঁনার(অপরূপা গুহ) নম্বর থেকে আমার কাছে মেসেজ এসেছে । আমি ওঁনার নম্বর ব্লক করে দিয়েছি । গতকাল থেকে আমি 12 থেকে 14টা নম্বর ফেসবুকে দিয়েছি । কিন্তু আমার কাছে আড়াইশোটা- তিনশো নম্বর থেকে মেসেজ এসেছে । আমি কাল ছবি প্রকাশ করব । আমরা এই বিষয়ে কাজ করছি । মেসেজ করা ব্যক্তিদের ডিপি থেকে ছবি ডাউনলোড করে তা দিয়ে পোস্টার তৈরি করব । সেগুলি সোশাল মিডিয়ায় দেওয়া হবে । ছবি দিয়ে বিজ্ঞাপন দেব । মেসেজ করা ব্যক্তিরা যেখানে থাকে সেখানে একটা করে ব্যানার লাগাব । তাতে যদি উনি(অপরূপা গুহ) থাকেন তাহলে ওঁনার ব্যানারও টাঙাব । আমি তো ওঁনার ফোন নম্বর দিয়েছি । আমি তো কোনও ব্যক্তি বিশেষের বিরুদ্ধে কিছু করিনি ।"

শুভেন্দুর বিরুদ্ধে থানার দ্বারস্থ উদয়ন গুহর পুত্রবধূ

কলকাতা, 9 অক্টোবর: ফোন নম্বর ফাঁস করার ঘটনার রেশ এবার থানা পর্যন্ত গড়াল ৷ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে থানার দ্বারস্থ হলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর পুত্রবধূ ৷ বিরোধী দলনেতার নামে ফুলবাগান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অপরূপা গুহ ।

ঘটনার সূত্রপাত 100 দিনের কাজের টাকা চাওয়াকে কেন্দ্র করে ৷ শুভেন্দু অধিকারীকে 100 দিনের কাজের টাকা চেয়ে ফোন করেছিলেন অপরূপা গুহা । অভিযোগ, এরপরেই বিরোধী দলনেতা উদয়নের পুত্রবধূর নম্বর নিজের ফেসবুক পেজে দিয়ে দেন । অপরূপা আরও অভিযোগ করেন, সোশাল মিডিয়ায় নম্বর ফাঁস হওয়ার পর থেকেই তাঁর কাছে বিভিন্ন জায়গা থেকে হুমকি দিয়ে ফোন আসছে । এই মর্মে ফুলবাগান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি ।

অপরূপা গুহা জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁদের দুটি হোয়াটসঅ্যাপ নম্বর দিয়েছিলেন ৷ তার মধ্যে একটিতে তিনি 100 দিনের কাজের টাকা চাই বলে মেসেজ করেন । তাঁর কথা অনুযায়ী, হোয়াটসঅ্যাপে এই একটি লাইনই লেখা ছিল মাত্র । যে নম্বরে তিনি মেসেজটি পাঠান সেটি শুভেন্দু অধিকারীর বলে জানান । এরপর বিরোধী দলনেতা নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করেন এবং তাতে উদয়ন গুহর পুত্রবধূর নম্বরটি ফাঁস করে দেন ৷ যেটি ভাইরাল হয়ে যায় বলে দাবি করা হয়েছে । তারপরেই রাত 10.30 টা থেকে তাঁর কাছে অসংখ্য ফোন ও মেসেজ আসতে থাকে ৷ যেগুলির ভাষা 'অকথ্য ' এবং 'নোংরা' বলে অপরূপা গুহা অভিযোগ করেছেন ।

উদয়ন গুহর পুত্রবধূ একটি ভিডিয়ো বার্তায় জানান, একজন সাধারণ নাগরিক হিসেবে তিনি একজন জনপ্রতিনিধিকে নিজের অধিকার নিয়ে জিজ্ঞেস করতেই পারেন । এটা তাঁর সাংবিধানিক অধিকারের মধ্যে পড়ে । কিন্তু তিনি একজন মহিলার ফোন নম্বর এভাবে ভাইরাল করে দিতে পারেন না । এটা অসাংবিধানিক ।

আরও পড়ুন: বকেয়া আদায়ে বিজেপির সুকান্তকে ফোন করার পরামর্শ অভিষেকের

এর পালটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "ওঁনার(অপরূপা গুহ) নম্বর থেকে আমার কাছে মেসেজ এসেছে । আমি ওঁনার নম্বর ব্লক করে দিয়েছি । গতকাল থেকে আমি 12 থেকে 14টা নম্বর ফেসবুকে দিয়েছি । কিন্তু আমার কাছে আড়াইশোটা- তিনশো নম্বর থেকে মেসেজ এসেছে । আমি কাল ছবি প্রকাশ করব । আমরা এই বিষয়ে কাজ করছি । মেসেজ করা ব্যক্তিদের ডিপি থেকে ছবি ডাউনলোড করে তা দিয়ে পোস্টার তৈরি করব । সেগুলি সোশাল মিডিয়ায় দেওয়া হবে । ছবি দিয়ে বিজ্ঞাপন দেব । মেসেজ করা ব্যক্তিরা যেখানে থাকে সেখানে একটা করে ব্যানার লাগাব । তাতে যদি উনি(অপরূপা গুহ) থাকেন তাহলে ওঁনার ব্যানারও টাঙাব । আমি তো ওঁনার ফোন নম্বর দিয়েছি । আমি তো কোনও ব্যক্তি বিশেষের বিরুদ্ধে কিছু করিনি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.