ETV Bharat / state

Multi Model Bus Terminus: ধর্মতলায় মাল্টি মডেল বাস টার্মিনাস বানানোর পরিকল্পনা রয়েছে, হাইকোর্টে জানাল রাজ্য - Calcutta High Court

Multi model bus terminus in Dharamtala: ধর্মতলায় মাল্টি মডেল বাস টার্মিনাস বানানোর পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের ৷ শুক্রবার কলকাতা হাইকোর্টে এ কথা জানালেন অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় ৷

Calcutta High Court
কলকাতা হাইকোর্ট
author img

By

Published : Aug 4, 2023, 7:23 PM IST

কলকাতা, 4 অগস্ট: ধর্মতলায় মূল বাসস্ট্যান্ড রাখতে রাইটস সংস্থাকে দিয়ে সমীক্ষার কাজ শুরু করেছে রাজ্য সরকার । ওই জায়গায় আগের পরিকল্পনা অনুযায়ী মাল্টি লেভেল কার পার্কিংয়ের ব্যবস্থা করা হচ্ছে । শুক্রবার কলকাতা হাইকোর্টে এ কথা জানাল রাজ্য । পাশাপাশি জানানো হয়েছে যে, ধর্মতলায় মাল্টি মডেল বাস টার্মিনাস বানানোর পরিকল্পনা রয়েছে সরকারের ৷

অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় এ দিন বলেন, "ইতিমধ্যে রাইটসকে সমীক্ষার কাজ শুরু করার জন্য বরাত দেওয়া হয়ে গিয়েছে । সম্প্রতি সেনাবাহিনী, মেট্রো রেল, পূর্ত, পৌরসভা-সহ সব দফতরের মধ্যে বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে ।"

6 সপ্তাহ পর মামলার শুনানি: কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চ কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটর জেনারেলকে এই বৈঠকের নথি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রয়োজনীয় অনুমতির ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে । কারণ একদিকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের মতো সৌধ বাঁচানোর বিষয়টি রয়েছে, পাশাপাশি দুটি মেট্রো রেলের জাংশন এখন ধর্মতলায় । ফলে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে এ বিষয়ে পদক্ষেপ করতে সব পক্ষকে নির্দেশ দিয়েছে আদালত । 6 সপ্তাহ পরে ফের এই মামলাটির শুনানি হবে ।

আরও পড়ুন: হাওড়া ময়দান স্টেশনে মেট্রোর কাজ প্রায় শেষ; বসছে এফসি-পিসি গেট

সুভাষ দত্তের আবেদন: উল্লেখ্য, পরিবেশ কর্মী সুভাষ দত্ত এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন ৷ তাঁর আবেদন ছিল,

1. ধর্মতলা বাস টার্মিনাস অবিলম্বে ওই স্থান থেকে সরানোর ব্যবস্থা করতে হবে ।

2. ভিক্টোরিয়া মেমোরিয়ালের চারপাশে গাছ লাগাতে হবে । পাশাপাশি ভিক্টোরিয়ার আশপাশের ট্রাফিক ব্যবস্থা অত্যন্ত সহজ করতে হবে ।

3. ভিক্টোরিয়ার ভিতরে বৃষ্টির জল সংরক্ষণ করার ব্যবস্থা করতে হবে ।

4. ভিক্টোরিয়ার আশপাশে কাঠের উনুন বানিয়ে পিকনিক করা অবিলম্বে বন্ধ করতে হবে ।

মাল্টি মডেল বাস টার্মিনাস: রাজ্যের তরফে জানানো হয়েছে, ধর্মতলা বাস টার্মিনাস সরিয়ে সাঁতরাগাছিতে নিয়ে যাওয়ার একটা প্রস্তাব এসেছে । কিন্তু রাজ্য সরকার ধর্মতলায় মাল্টি মডেল বাস টার্মিনাস বানাতে চায় । সেই ব্যাপারে রাইটস সার্ভে করে দেখছে বলে জানিয়েছেন অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় ।

কলকাতা, 4 অগস্ট: ধর্মতলায় মূল বাসস্ট্যান্ড রাখতে রাইটস সংস্থাকে দিয়ে সমীক্ষার কাজ শুরু করেছে রাজ্য সরকার । ওই জায়গায় আগের পরিকল্পনা অনুযায়ী মাল্টি লেভেল কার পার্কিংয়ের ব্যবস্থা করা হচ্ছে । শুক্রবার কলকাতা হাইকোর্টে এ কথা জানাল রাজ্য । পাশাপাশি জানানো হয়েছে যে, ধর্মতলায় মাল্টি মডেল বাস টার্মিনাস বানানোর পরিকল্পনা রয়েছে সরকারের ৷

অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় এ দিন বলেন, "ইতিমধ্যে রাইটসকে সমীক্ষার কাজ শুরু করার জন্য বরাত দেওয়া হয়ে গিয়েছে । সম্প্রতি সেনাবাহিনী, মেট্রো রেল, পূর্ত, পৌরসভা-সহ সব দফতরের মধ্যে বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে ।"

6 সপ্তাহ পর মামলার শুনানি: কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চ কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটর জেনারেলকে এই বৈঠকের নথি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রয়োজনীয় অনুমতির ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে । কারণ একদিকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের মতো সৌধ বাঁচানোর বিষয়টি রয়েছে, পাশাপাশি দুটি মেট্রো রেলের জাংশন এখন ধর্মতলায় । ফলে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে এ বিষয়ে পদক্ষেপ করতে সব পক্ষকে নির্দেশ দিয়েছে আদালত । 6 সপ্তাহ পরে ফের এই মামলাটির শুনানি হবে ।

আরও পড়ুন: হাওড়া ময়দান স্টেশনে মেট্রোর কাজ প্রায় শেষ; বসছে এফসি-পিসি গেট

সুভাষ দত্তের আবেদন: উল্লেখ্য, পরিবেশ কর্মী সুভাষ দত্ত এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন ৷ তাঁর আবেদন ছিল,

1. ধর্মতলা বাস টার্মিনাস অবিলম্বে ওই স্থান থেকে সরানোর ব্যবস্থা করতে হবে ।

2. ভিক্টোরিয়া মেমোরিয়ালের চারপাশে গাছ লাগাতে হবে । পাশাপাশি ভিক্টোরিয়ার আশপাশের ট্রাফিক ব্যবস্থা অত্যন্ত সহজ করতে হবে ।

3. ভিক্টোরিয়ার ভিতরে বৃষ্টির জল সংরক্ষণ করার ব্যবস্থা করতে হবে ।

4. ভিক্টোরিয়ার আশপাশে কাঠের উনুন বানিয়ে পিকনিক করা অবিলম্বে বন্ধ করতে হবে ।

মাল্টি মডেল বাস টার্মিনাস: রাজ্যের তরফে জানানো হয়েছে, ধর্মতলা বাস টার্মিনাস সরিয়ে সাঁতরাগাছিতে নিয়ে যাওয়ার একটা প্রস্তাব এসেছে । কিন্তু রাজ্য সরকার ধর্মতলায় মাল্টি মডেল বাস টার্মিনাস বানাতে চায় । সেই ব্যাপারে রাইটস সার্ভে করে দেখছে বলে জানিয়েছেন অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.