ETV Bharat / state

বেড সংকট, করোনা রোগীদের ভর্তি নিয়ন্ত্রণে স্বাস্থ্য দফতরের নির্দেশ - coronavirus

দ্রুত হারে করোনা বেড়ে যাওয়ার ফলে ইতিমধ্যেই বিভিন্ন হাসপাতালে বেডের সংকট দেখা দিয়েছে ৷ এবার এই সংকট দূর করতে পদক্ষেপ করল রাজ্য স্বাস্থ্য দফতর ৷ আগেই বিভিন্ন হাসপাতালকে বেড বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছিল ৷ এবার স্বাস্থ্য দফতরের নির্দেশে জানানো হয়েছে, যাঁদের মৃদু উপসর্গ রয়েছে, তাঁদের হাসপাতালে ভর্তি করানোর প্রয়োজন নেই । হাসপাতালের বেড ফাঁকা রাখা হোক আশঙ্কাজনক করোনা রোগীদের জন্য ।

বেড সংকট, করোনা রোগীদের ভর্তি নিয়ন্ত্রণে স্বাস্থ্য দফতরের নির্দেশ
বেড সংকট, করোনা রোগীদের ভর্তি নিয়ন্ত্রণে স্বাস্থ্য দফতরের নির্দেশ
author img

By

Published : Apr 19, 2021, 8:13 AM IST

কলকাতা, 19 এপ্রিল: করোনার সেকেন্ড ওয়েভে রাজ্যে যেভাবে আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে তার জেরে ইতিমধ্যেই বিভিন্ন হাসপাতালে বেডের সংকট দেখা দিয়েছে । ইতিমধ্যেই বিভিন্ন হাসপাতালে বেড বাড়ানোর কথা বলেছে স্বাস্থ্য দফতর । পাশাপাশি, এবার স্বাস্থ্য দফতরের নির্দেশ, করোনার মাইল্ড রোগীদের হাসপাতালে ভর্তি করানোর প্রয়োজন নেই । আশঙ্কাজনক রোগীদের জন্য যেন বেড ফাঁকা রাখা হয় । ক্রিটিকাল কেয়ার বিভাগের বেড যাতে অযথা ভর্তি না হয়ে থাকে, তাও নিশ্চিতের কথা বলেছে স্বাস্থ্য দফতর ।

রাজ্যে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও ৷ এদিকে, করোনা রোগীদের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে ইতিমধ্যেই সরকারি এবং বেসরকারি হাসপাতালে বেডের সংকট দেখা দিয়েছে । যার জেরে বিভিন্ন হাসপাতালে বেড বাড়িয়ে দেওয়া হয়েছে । পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বেডের সংখ্যা যাতে আরও বাড়ানো হয়, তার জন্য বেসরকারি হাসপাতালগুলিকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর । ইতিমধ্যেই বিভিন্ন বেসরকারি হাসপাতালে বেডের সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়েছে ।

আরও পড়ুন, দ্রুত বাড়ছে করোনা, টেলিমেডিসিনে টাস্কফোর্স গঠনের নির্দেশ স্বাস্থ্য দফতরের


এদিকে, সরকারি বিভিন্ন হাসপাতালেও বেড বাড়ানো হচ্ছে । গত বছর যে সব সরকারি হাসপাতালে করোনা রোগীদের জন্য বেড ছিল না, এই বছর সেকেন্ড ওয়েভে সেই সব হাসপাতালে বেড চালু করার পরিকল্পনা নিয়েছে স্বাস্থ্য দফতর । এই পরিকল্পনা অনুযায়ী, শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে করোনা রোগীদের জন্য প্রথম পর্যায়ে 210টি বেড চালুর কথা বলেছে স্বাস্থ্য দফতর ৷ এই 210টির মধ্যে 20টি সিসিইউ এবং 25টি বেড এইচডিইউ-এর জন্য রাখা হচ্ছে । আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে করোনা রোগীদের জন্য 60টি বেডের কথা বলেছিল স্বাস্থ্য দফতর ৷ এখানে আরও 10টি বেড বাড়ানো হচ্ছে । এই 70টির মধ্যে সিসিইউ বা এইচডিইউ জন্য রাখা হচ্ছে 10টি বেড ।

এই ধরনের পরিস্থিতির মধ্যে বেডের সংকট সামাল দিতে আরও এক পদক্ষেপের কথা জানাল স্বাস্থ্য দফতর । স্বাস্থ্য দফতরের নির্দেশে জানানো হয়েছে, যাঁদের মৃদু উপসর্গ রয়েছে, তাঁদের হাসপাতালে ভর্তি করানোর প্রয়োজন নেই । হাসপাতালের বেড ফাঁকা রাখা হোক আশঙ্কাজনক করোনা রোগীদের জন্য । স্বাস্থ্য দফতরের নির্দেশে জানানো হয়েছে, অযথা যাতে সিসিইউ বা এইচডিইউয়ের বেড ভর্তি হয়ে না থাকে, তা নিশ্চিত করতে হবে । হাসপাতালে করোনা রোগীদের ভর্তি করানো সংক্রান্ত প্রোটোকল মেনে চলতে হবে । স্বাস্থ্য দপ্তরের এই নির্দেশ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের পাশাপাশি প্রতিটি মেডিকেল কলেজ কর্তৃপক্ষকেও পাঠানো হয়েছে ।

স্বাস্থ্য দফতরের এই নির্দেশে জানানো হয়েছে, করোনার সাম্প্রতিক পরিস্থিতির কারণে নজরদারি, তদারকি-সহ বিভিন্ন কর্মকাণ্ড আরও জোরদার করার প্রয়োজন দেখা দিয়েছে । কোভিড হাসপাতালে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের 12 ঘণ্টা ডিউটি না করানোর কথা বলা হয়েছে এই নির্দেশে । পাশাপাশি, মেডিকেল গ্রাউন্ড এবং এমারজেন্সি ছাড়া ছুটি বাতিল করার কথাও বলা হয়েছে ।

কলকাতা, 19 এপ্রিল: করোনার সেকেন্ড ওয়েভে রাজ্যে যেভাবে আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে তার জেরে ইতিমধ্যেই বিভিন্ন হাসপাতালে বেডের সংকট দেখা দিয়েছে । ইতিমধ্যেই বিভিন্ন হাসপাতালে বেড বাড়ানোর কথা বলেছে স্বাস্থ্য দফতর । পাশাপাশি, এবার স্বাস্থ্য দফতরের নির্দেশ, করোনার মাইল্ড রোগীদের হাসপাতালে ভর্তি করানোর প্রয়োজন নেই । আশঙ্কাজনক রোগীদের জন্য যেন বেড ফাঁকা রাখা হয় । ক্রিটিকাল কেয়ার বিভাগের বেড যাতে অযথা ভর্তি না হয়ে থাকে, তাও নিশ্চিতের কথা বলেছে স্বাস্থ্য দফতর ।

রাজ্যে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও ৷ এদিকে, করোনা রোগীদের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে ইতিমধ্যেই সরকারি এবং বেসরকারি হাসপাতালে বেডের সংকট দেখা দিয়েছে । যার জেরে বিভিন্ন হাসপাতালে বেড বাড়িয়ে দেওয়া হয়েছে । পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বেডের সংখ্যা যাতে আরও বাড়ানো হয়, তার জন্য বেসরকারি হাসপাতালগুলিকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর । ইতিমধ্যেই বিভিন্ন বেসরকারি হাসপাতালে বেডের সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়েছে ।

আরও পড়ুন, দ্রুত বাড়ছে করোনা, টেলিমেডিসিনে টাস্কফোর্স গঠনের নির্দেশ স্বাস্থ্য দফতরের


এদিকে, সরকারি বিভিন্ন হাসপাতালেও বেড বাড়ানো হচ্ছে । গত বছর যে সব সরকারি হাসপাতালে করোনা রোগীদের জন্য বেড ছিল না, এই বছর সেকেন্ড ওয়েভে সেই সব হাসপাতালে বেড চালু করার পরিকল্পনা নিয়েছে স্বাস্থ্য দফতর । এই পরিকল্পনা অনুযায়ী, শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে করোনা রোগীদের জন্য প্রথম পর্যায়ে 210টি বেড চালুর কথা বলেছে স্বাস্থ্য দফতর ৷ এই 210টির মধ্যে 20টি সিসিইউ এবং 25টি বেড এইচডিইউ-এর জন্য রাখা হচ্ছে । আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে করোনা রোগীদের জন্য 60টি বেডের কথা বলেছিল স্বাস্থ্য দফতর ৷ এখানে আরও 10টি বেড বাড়ানো হচ্ছে । এই 70টির মধ্যে সিসিইউ বা এইচডিইউ জন্য রাখা হচ্ছে 10টি বেড ।

এই ধরনের পরিস্থিতির মধ্যে বেডের সংকট সামাল দিতে আরও এক পদক্ষেপের কথা জানাল স্বাস্থ্য দফতর । স্বাস্থ্য দফতরের নির্দেশে জানানো হয়েছে, যাঁদের মৃদু উপসর্গ রয়েছে, তাঁদের হাসপাতালে ভর্তি করানোর প্রয়োজন নেই । হাসপাতালের বেড ফাঁকা রাখা হোক আশঙ্কাজনক করোনা রোগীদের জন্য । স্বাস্থ্য দফতরের নির্দেশে জানানো হয়েছে, অযথা যাতে সিসিইউ বা এইচডিইউয়ের বেড ভর্তি হয়ে না থাকে, তা নিশ্চিত করতে হবে । হাসপাতালে করোনা রোগীদের ভর্তি করানো সংক্রান্ত প্রোটোকল মেনে চলতে হবে । স্বাস্থ্য দপ্তরের এই নির্দেশ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের পাশাপাশি প্রতিটি মেডিকেল কলেজ কর্তৃপক্ষকেও পাঠানো হয়েছে ।

স্বাস্থ্য দফতরের এই নির্দেশে জানানো হয়েছে, করোনার সাম্প্রতিক পরিস্থিতির কারণে নজরদারি, তদারকি-সহ বিভিন্ন কর্মকাণ্ড আরও জোরদার করার প্রয়োজন দেখা দিয়েছে । কোভিড হাসপাতালে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের 12 ঘণ্টা ডিউটি না করানোর কথা বলা হয়েছে এই নির্দেশে । পাশাপাশি, মেডিকেল গ্রাউন্ড এবং এমারজেন্সি ছাড়া ছুটি বাতিল করার কথাও বলা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.