ETV Bharat / state

COVID হাসপাতালে মানা হচ্ছে চিকিৎসাবিধি ? 5 মনিটরিং টিম রাজ্যের - কলকাতার 6 টি COVID হাসপাতালের জন্য 5 টি মনিটরিং টিম রাজ্য স্বাস্থ্য দপ্তরের

নির্দেশিকায় জানানো হয়েছে, এই মনিটরিং টিমগুলি আগামী 11 মে থেকে কাজ শুরু করবে । পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই টিমগুলি কাজ চালিয়ে যাবে । টালিগঞ্জে M R বাঙ্গুর হাসপাতাল, বেলেঘাটায় ইনফেকশাস ডিজিজেস অ্যান্ড বেলেঘাটা জেনারেল (ID&BG) হাসপাতাল, রাজারহাটের চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের সেকেন্ড ক্যাম্পাসে চালু হাসপাতাল, সল্টলেক ও আনন্দপুরে অবস্থিত দু'টি বেসরকারি হাসপাতাল (AMRI, DESUN), কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল, এই 6 টি COVID হাসপাতালের জন্য 5 টি মনিটরিং টিম গঠন করা হয়েছে ।

State Health Department made 5 monitoring teams for 6 COVID hospitals in Kolkata
কলকাতার 6 টি COVID হাসপাতালের জন্য 5 টি মনিটরিং টিম রাজ্য স্বাস্থ্য দপ্তরের
author img

By

Published : May 9, 2020, 10:55 PM IST

কলকাতা, 9 মে : COVID-19-এর চিকিৎসাবিধি মানা হচ্ছে কি ? নজরদারি ও নিয়ন্ত্রণের লক্ষ্যে কলকাতার 6 টি COVID হাসপাতালের জন্য 5 টি মনিটরিং টিম গঠন করল রাজ্যের স্বাস্থ্য দপ্তর । আগামী 11 মে থেকে এই 5 টি টিম কাজ শুরু করবে বলে জানানো হয়েছে ‌।

কেন্দ্রীয় পর্যবেক্ষক দল এ রাজ্যেও COVID-19-এর পরিস্থিতি খতিয়ে দেখেছে । COVID-19-এর মোকাবিলায় রাজ্যে বিভিন্ন খামতির বিষয় উল্লেখ করে চিঠি দিয়েছে রাজ্যের মুখ্য সচিবকে । এই চিঠির বিষয়টিকে কেন্দ্র করেই তৈরি হয়েছে বিতর্ক । এই পরিস্থিতির মধ্যে রাজ্যের স্বাস্থ্য দপ্তর এবার কলকাতার 6 টি COVID হাসপাতালে চিকিৎসাবিধি বা ট্রিটমেন্ট প্রোটোকল যথাযথভাবে মেনে চলা হচ্ছে কি না , তার নজরদারি ও নিয়ন্ত্রণের জন্য 5 টি পৃথক মনিটরিং টিম গঠনের কথা জানালো । এই মনিটরিং টিম গঠনের বিষয়ে আজ রাজ্যের স্বাস্থ্য দপ্তর নির্দেশিকা জারি করেছে ।

নির্দেশিকায় জানানো হয়েছে, এই মনিটরিং টিমগুলি আগামী 11 মে থেকে কাজ শুরু করবে । পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই টিমগুলি কাজ চালিয়ে যাবে । টালিগঞ্জে M R বাঙুর হাসপাতাল, বেলেঘাটায় ইনফেকশাস ডিজিজেস অ্যান্ড বেলেঘাটা জেনারেল (ID&BG) হাসপাতাল, রাজারহাটের চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের সেকেন্ড ক্যাম্পাসে চালু হাসপাতাল, সল্টলেক ও আনন্দপুরে অবস্থিত দু'টি বেসরকারি হাসপাতাল (AMRI, DESUN), কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল, এই 6 টি COVID হাসপাতালের জন্য 5 টি মনিটরিং টিম গঠন করা হয়েছে । প্রতিটি টিমে একজন করে নোডাল অফিসারকে রাখা হয়েছে । বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক এবং স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের নিয়ে এই টিমগুলি গঠন করা হয়েছে ।

কোন হাসপাতালে কোন নোডাল অফিসারের নেতৃত্বে কোন টিম কাজ করবে তাও আজকের নির্দেশে জানিয়ে দেওয়া হয়েছে । এই নির্দেশে জানানো হয়েছে, COVID হাসপাতালগুলিতে সংশ্লিষ্ট টিম নিয়মিত পরিদর্শনে যাবে । সেখানে COVID-19-এর চিকিৎসাবিধি যথাযথভাবে মানা হচ্ছে কি না, তা খতিয়ে দেখবে টিমগুলি । ট্রিটমেন্ট প্রোটোকল মেনে চলার ক্ষেত্রে কোনও সমস্যা দেখা দিলে ৷ সেবিষয়ে প্রশাসনিক কোনও সমস্যার সমাধান কীভাবে সম্ভব ৷ সেসব বিষয়ে এই টিম রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে জানাবে ।

কলকাতা, 9 মে : COVID-19-এর চিকিৎসাবিধি মানা হচ্ছে কি ? নজরদারি ও নিয়ন্ত্রণের লক্ষ্যে কলকাতার 6 টি COVID হাসপাতালের জন্য 5 টি মনিটরিং টিম গঠন করল রাজ্যের স্বাস্থ্য দপ্তর । আগামী 11 মে থেকে এই 5 টি টিম কাজ শুরু করবে বলে জানানো হয়েছে ‌।

কেন্দ্রীয় পর্যবেক্ষক দল এ রাজ্যেও COVID-19-এর পরিস্থিতি খতিয়ে দেখেছে । COVID-19-এর মোকাবিলায় রাজ্যে বিভিন্ন খামতির বিষয় উল্লেখ করে চিঠি দিয়েছে রাজ্যের মুখ্য সচিবকে । এই চিঠির বিষয়টিকে কেন্দ্র করেই তৈরি হয়েছে বিতর্ক । এই পরিস্থিতির মধ্যে রাজ্যের স্বাস্থ্য দপ্তর এবার কলকাতার 6 টি COVID হাসপাতালে চিকিৎসাবিধি বা ট্রিটমেন্ট প্রোটোকল যথাযথভাবে মেনে চলা হচ্ছে কি না , তার নজরদারি ও নিয়ন্ত্রণের জন্য 5 টি পৃথক মনিটরিং টিম গঠনের কথা জানালো । এই মনিটরিং টিম গঠনের বিষয়ে আজ রাজ্যের স্বাস্থ্য দপ্তর নির্দেশিকা জারি করেছে ।

নির্দেশিকায় জানানো হয়েছে, এই মনিটরিং টিমগুলি আগামী 11 মে থেকে কাজ শুরু করবে । পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই টিমগুলি কাজ চালিয়ে যাবে । টালিগঞ্জে M R বাঙুর হাসপাতাল, বেলেঘাটায় ইনফেকশাস ডিজিজেস অ্যান্ড বেলেঘাটা জেনারেল (ID&BG) হাসপাতাল, রাজারহাটের চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের সেকেন্ড ক্যাম্পাসে চালু হাসপাতাল, সল্টলেক ও আনন্দপুরে অবস্থিত দু'টি বেসরকারি হাসপাতাল (AMRI, DESUN), কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল, এই 6 টি COVID হাসপাতালের জন্য 5 টি মনিটরিং টিম গঠন করা হয়েছে । প্রতিটি টিমে একজন করে নোডাল অফিসারকে রাখা হয়েছে । বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক এবং স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের নিয়ে এই টিমগুলি গঠন করা হয়েছে ।

কোন হাসপাতালে কোন নোডাল অফিসারের নেতৃত্বে কোন টিম কাজ করবে তাও আজকের নির্দেশে জানিয়ে দেওয়া হয়েছে । এই নির্দেশে জানানো হয়েছে, COVID হাসপাতালগুলিতে সংশ্লিষ্ট টিম নিয়মিত পরিদর্শনে যাবে । সেখানে COVID-19-এর চিকিৎসাবিধি যথাযথভাবে মানা হচ্ছে কি না, তা খতিয়ে দেখবে টিমগুলি । ট্রিটমেন্ট প্রোটোকল মেনে চলার ক্ষেত্রে কোনও সমস্যা দেখা দিলে ৷ সেবিষয়ে প্রশাসনিক কোনও সমস্যার সমাধান কীভাবে সম্ভব ৷ সেসব বিষয়ে এই টিম রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে জানাবে ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.