ETV Bharat / state

ADG (CID) পদে ফেরার নির্দেশ রাজীব কুমারকে

ফের ADG (CID) পদে ফেরার নির্দেশ রাজীব কুমারকে ।

রাজীব কুমার
author img

By

Published : May 26, 2019, 8:32 PM IST

Updated : May 26, 2019, 8:53 PM IST

কলকাতা, 26 মে : ফের ADG (CID) পদে ফেরার নির্দেশ রাজীব কুমারকে । আদর্শ আচরণ বিধি তুলে নেওয়ার পর স্বপদে ফেরানো হচ্ছে তাঁকে । নির্বাচন ঘোষণার আগে সরানো হয়েছিল রাজীব কুমারকে । কারণ কলকাতা পুলিশ কমিশনার পদে তিন বছরের বেশি সময় ছিলেন তিনি । নির্বাচন ঘোষণার আগে তাঁকে পাঠানো হয়েছিল CID-তে । কিন্তু এরপর তাঁকে আর রাজ্যেই রাখেনি নির্বাচন কমিশন। CID-ADG পদ থেকে সরিয়ে দিয়ে তাঁকে পাঠানো হয় দিল্লির স্বরাষ্ট্র মন্ত্রকে।

আজ সন্ধ্যায় রাজীব কুমারের বাড়িতে হানা দেয় CBI । এর আগে তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করে অভিবাসন দপ্তর । কোনও সমুদ্রবন্দর বা বিমানবন্দর দিয়ে বিদেশে যাওয়ার চেষ্টা করলে তাঁকে CBI-র হাতে তুলে দেওয়া হবে । এরপর আজ সন্ধ্যায় CBI-র চার সদস্যের একটি দল রাজীবের বাড়ি যায় । আগামীকাল তাঁকে CGO কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে ।

2012-13 সালে সারদা-রোজ়ভ্যালি চিটফান্ড কেলেঙ্কারি সামনে আসে । তদন্তের জন্য SIT গঠন করে রাজ্য সরকার । নেতৃত্বে ছিলেন রাজীব কুমার । পরে সুপ্রিম কোর্টের নির্দেশে চিটফান্ডের তদন্তভার হাতে নেয় CBI । চিটফান্ড তদন্তে ৩ ফেব্রুয়ারি কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাসভবনে গেছিলেন CBI আধিকারিকরা। তাঁদের বাধা দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। এমন কী, CBI আধিকারিকদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

কলকাতা, 26 মে : ফের ADG (CID) পদে ফেরার নির্দেশ রাজীব কুমারকে । আদর্শ আচরণ বিধি তুলে নেওয়ার পর স্বপদে ফেরানো হচ্ছে তাঁকে । নির্বাচন ঘোষণার আগে সরানো হয়েছিল রাজীব কুমারকে । কারণ কলকাতা পুলিশ কমিশনার পদে তিন বছরের বেশি সময় ছিলেন তিনি । নির্বাচন ঘোষণার আগে তাঁকে পাঠানো হয়েছিল CID-তে । কিন্তু এরপর তাঁকে আর রাজ্যেই রাখেনি নির্বাচন কমিশন। CID-ADG পদ থেকে সরিয়ে দিয়ে তাঁকে পাঠানো হয় দিল্লির স্বরাষ্ট্র মন্ত্রকে।

আজ সন্ধ্যায় রাজীব কুমারের বাড়িতে হানা দেয় CBI । এর আগে তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করে অভিবাসন দপ্তর । কোনও সমুদ্রবন্দর বা বিমানবন্দর দিয়ে বিদেশে যাওয়ার চেষ্টা করলে তাঁকে CBI-র হাতে তুলে দেওয়া হবে । এরপর আজ সন্ধ্যায় CBI-র চার সদস্যের একটি দল রাজীবের বাড়ি যায় । আগামীকাল তাঁকে CGO কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে ।

2012-13 সালে সারদা-রোজ়ভ্যালি চিটফান্ড কেলেঙ্কারি সামনে আসে । তদন্তের জন্য SIT গঠন করে রাজ্য সরকার । নেতৃত্বে ছিলেন রাজীব কুমার । পরে সুপ্রিম কোর্টের নির্দেশে চিটফান্ডের তদন্তভার হাতে নেয় CBI । চিটফান্ড তদন্তে ৩ ফেব্রুয়ারি কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাসভবনে গেছিলেন CBI আধিকারিকরা। তাঁদের বাধা দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। এমন কী, CBI আধিকারিকদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

Srinagar (JandK), May 26 (ANI): Demand of pickles is witnessing a great surge in Kashmir valley, during the ongoing sacred month of Ramadan when Muslims observe fast from dawn to dusk.Though tongue-tickling pickles are an integrated part of Kashmir's eating habits and are in demand throughout the year, it doubles during the holy month, consumers said.Standing at a famous pickle shop here, a customer said, "Pickles of different tastes and ingredients are preferred for Sheri ritual which is observed by the devout Muslims at dawn and Iftar at dusk."Local markets in Srinagar and other parts of the valley are flooded with a wide range of pickles. Every other provision store has set up special stalls selling pickles to cater to Rozadars' demands.There are more than 70 varieties of pickles available in the market but there are some leading traders who sell up to 100 varieties.Ghulam Qadir Senoo, a shopkeeper, claims to have more than 100 varieties of pickles including non-vegetarian pickles.Vegetarian pickles include that of lemon, ginger, carrot, radish and gram.Chicken pickle costs Rs 400 a kilogram, fish pickle is priced at Rs 300 per kilogram while varieties of pickles are sold for around Rs 150 per kilogram."Chicken pickle takes two months to prepare, fish takes one and half months and vegetable pickles take almost one month. We have to put in a great effort to prepare these," pickle seller Senoo said.
Last Updated : May 26, 2019, 8:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.