কলকাতা,16 জানুয়ারি: রাজ্য রাজনীতির অন্যতম চর্চিত বিষয় হয়ে উঠেছে প্রধানমন্ত্রী আবাস যোজনা (Pradhan Mantri Awas Yojana) । রাজ্যের বিভিন্ন জেলায় এই প্রকল্প ঘিরে দুর্নীতির অভিযোগ উঠেছে । আর সেই অভিযোগ ঘিরে রাজনৈতিক তরজাও কম হয়নি। সবমিলয়ে অস্বস্তিতে নবান্ন । এবার এই যোজনাকে কেন্দ্র করে নতুন প্রশ্নের সামনে এসে দাঁড়িয়েছে রাজ্য প্রশাসন। প্রশাসনিক কর্তারা হিসেব কষে দেখেছেন এই প্রকল্পের অধীনে তিন মাসে তৈরি করতে হবে 11 লক্ষ বাড়ি। কিন্তু পর্যাপ্ত পরিমাণে রাজমিস্ত্রি নেই। সেটাই চিন্তার কারণ। তাই অবশেষে প্রশিক্ষণ দিয়ে রাজমিস্ত্রি তৈরির সিদ্ধান্ত হল।
ঠিক হয়েছে এই প্রশিক্ষিত রাজমিস্ত্রিদেরই ব্যবহার করা হবে আবাস যোজনায় বাড়ি তৈরির কাজে। কেন্দ্রের রুরাল ম্যাশন প্রকল্পের (Rural Mason Training ) অধীনে দক্ষ-অদক্ষ রাজমিস্ত্রিদের আবাস যোজনার কাজে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রাজ্যের। খুব শীঘ্রই রাজ্যের সমস্ত জেলায় প্রশিক্ষণ শিবির শুরু হবে। সাতটি সংস্থাকে প্রশিক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে । তাদের সঙ্গে প্রাথমিক বৈঠকও সারা হয়ে গিয়েছে। সেই সংস্থাগুলিকে যত দ্রুত সম্ভব প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করতে বলা হয়েছে।
সাধারণত 45 দিন প্রশিক্ষণ নেওয়ার পর শংসাপত্র মেলে। এক্ষেত্রে যাঁরা ইতিমধ্যেই রাজমিস্ত্রির কাজ মোটামুটি জানেন তাদের 9 দিনের প্রশিক্ষণ দেওয়া হবে। এই সময়সীমা মিটলে তাদের দিয়ে কাজ করানো হবে। এর ফলে একদিকে যেমন এই শ্রমিকেরা হাতে কলমে কাজ শিখবেন অন্যদিকে তাদের দিয়ে আবাস যোজনার কাজ কম খরচে করিয়ে নেওয়া সম্ভব হবে মনে করছে নবান্ন। এইভাবে 45 দিন সম্পন্ন হলে তাদের কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সংশাপত্র দেওয়া হবে । ওই সময়সীমার মধ্যেই আবাস যোজনার কাজ অনেকটা এগিয়েও যাবে।
এই মুহূর্তে প্রশিক্ষিত রাজমিস্ত্রির অভাবের একটা বড় কারণ বছরদুয়েক করোনা থাকার কারণে সেভাবে প্রশিক্ষণ হয়নি। বহু ক্ষেত্রে এই সংস্থাগুলিতে প্রশিক্ষণ বন্ধ ছিল। মালদা মুর্শিদাবাদের মতো জেলাগুলিতে বহু ছেলে-মেয়ে নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত । তাদের নির্মাণ শ্রমিকের প্রশিক্ষণ দেয় এই সাত সংস্থাই। এবার এই সংস্থাগুলিকে কাজে লাগিয়েই রাজ্যের আবাস যোজনার কাজ দ্রুত শেষ করতে চাইছে রাজ্য। এমনিতে বছরের শেষে টাকা দিলেও রাজ্য আশঙ্কা করছে যে সময়ে কাজ শেষ করতে না পারলে বরাদ্দ অর্থ ফিরিয়ে নিতে পারে কেন্দ্রীয় সরকার । সেটা যাতে না হয় তা নিশ্চিত করতে চায় রাজ্য প্রশাসন ।
আরও পড়ুন: অমর্ত্য সেনকে মমতার হয়ে প্রচারে নামার আহ্বান জানালেন সুকান্ত