কলকাতা, 10 জানুয়ারি: ক্ষুদ্র-মাঝারি শিল্পের জন্য তৈরি শিল্প তালুকগুলিতে জমির দাম কমানোর বিষয়ে বিবেচনা করতে পারে রাজ্য সরকার (State Govt May Consider Reducing Land Prices) ৷ রাজ্য সরকারের তরফ থেকে যে আশা করা হয়েছিল, তার কাঙ্খিত সাড়া পাওয়া যায়নি। এবার শিল্প মহলের পরামর্শ মেনে ক্ষুদ্র-মাঝারি শিল্পের উন্নয়নে শিল্পতালুকের জমির দাম কমাতে পারে রাজ্য সরকার, সরকারি সূত্রে এমনটাই খবর পাওয়া গিয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই নতুন জমির দাম প্রকাশ করা হবে।
তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পরই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee) ঘোষণা করেছিলেন এবারের পাঁচ বছরে সরকারের লক্ষ্য হতে চলেছে শিল্পের বিকাশ এবং আরও বেশি করে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। যতদূর জানা যাচ্ছে, নবান্নের তরফ থেকে মূলত এই দুই লক্ষ্যকে সামনে রেখেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে চলেছে। প্রসঙ্গত, রাজ্য সরকারের তরফ থেকে গতবছর বলা হয়েছিল শিল্পপতিরা 5 একরের বেশি জমিতে বিনিয়োগ করতে চাইলে রাজ্যে তৈরি হওয়া ইন্ডাস্ট্রিয়াল পার্কগুলিতে (Industrial Park) বিনিয়োগের সুযোগ মিলবে।
কিন্তু পরিতাপের বিষয় হল, এক্ষেত্রে শিল্পপতিদের (Industrialists) রাজ্য সরকারের তৈরি করে দেওয়া পরিকাঠামো তথা ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিনিয়োগের জন্য আবেদন জানানো হলেও কাঙ্খিত সাড়া মেলেনি। আর এর সুলুক সন্ধান করতে গিয়েই সরকারের তরফ থেকে জানতে পারা গিয়েছে যে বহু ক্ষেত্রে এই ইন্ডাস্ট্রিয়াল পার্কে থাকার জমির দাম বেশি হওয়ার জন্য শিল্পপতিরা সেখানে বিনিয়োগ করতে চাইছেন না। তাঁদের যুক্তি অনেকটা এরকম যে নিজেরা জমি কিনে নিলে এর থেকে অনেক কম খরচে জমি পাওয়া যায়। সেক্ষেত্রে সরকারের দেওয়া জমিতে কেন বিনিয়োগ করবেন তারা? আর সে কারণেই শিল্পপতিদের তরফ থেকে শিল্পতালুকে থাকা জমির দাম কিছুটা কমানোর জন্য সরকারের কাছে আবেদন করা হয়।
আরও পড়ুন: এবার পরিচারক-পরিচারিকাদের জন্য ন্যূনতম বেতন ধার্য করতে চাইছে রাজ্য সরকার
মনে করা হচ্ছে, নবান্নে তরফ থেকে শেষ পর্যন্ত শিল্পপতিদের এই দাবি মেনে নেওয়া হতে পারে। অন্তত সরকারি সূত্র থেকে তেমনটাই খবর পাওয়া যাচ্ছে। ফলে শীঘ্রই সরকারি এই ধরনের শিল্প তালুকের জমির দাম কমতে চলেছে বলেই খবর। তবে কবে থেকে এই নতুন দাম কার্যকর হবে বা জমির দাম কতটা কমবে তা এখনও পরিষ্কার নয়। মঙ্গলবার এই বিষয়ে রাজ্যের ক্ষুদ্র-মাঝারি এবং কুটির শিল্প দফতরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, শিল্পপতিদের আবেদন মেনে নিয়ে রাজ্য সরকার জমির দাম কমানোর বিষয়টি বিবেচনা করছে। এখনও এই বিষয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। সামগ্রিকভাবে এই সিদ্ধান্ত নেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্য মন্ত্রিসভা। তারপরই এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলা যাবে।