ETV Bharat / state

Durga Puja Parikrama 2022: শহর ও বনেদি বাড়ির পুজো পরিক্রমার জন্য বিশেষ বাস পরিবহণ নিগমের - রাজ্য পরিবহণ নিগম

নির্ঝঞ্ঝাটে পুজো দেখতে চান ? আপনার জন্য সুব্যবস্থা করেছে রাজ্য পরিবহণ নিগম ৷ বিশেষ প্যাকেজে খাওয়া দাওয়া-সহ বাসে আপনাকে শহরের বড় পুজো ও বনেদি বাড়ির পুজো দেখতে পাবেন (Durga Puja Parikrama 2022)৷ বিশদে জানতে পড়ুন এই প্রতিবেদনটি ৷

ETV Bharat
পুজো পরিক্রমার জন্য বিশেষ বাসের ব্যবস্থা
author img

By

Published : Sep 15, 2022, 10:30 PM IST

কলকাতা, 15 সেপ্টেম্বর: এবার পুজোয় উপরি পাওনা তিলোত্তমাবাসীর ৷ সপ্তমী থেকে নবমী পর্যন্ত কলকাতা-সহ শহরতলির বেশ কয়েকটি বিখ্যাত পুজো দেখাবার সুযোগ করে দেবে পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম(State Govt Announces Special Bus for Kolkata Durga Puja Parikrama)।বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী(Puja Parikrama Special Bus)৷

এদিনের বৈঠকে পরিবহণমন্ত্রী বলেন, "শহর এবং শহরতলির পুজোগুলিকে সাধারণ মানুষকে ঘুরিয়ে দেখানোর পাশাপাশি তাঁদের সারাদিন যাতে আনন্দের মধ্য দিয়ে কাটে সেই ব্যবস্থা করেছে পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম । সকাল থেকে বিকেল পর্যন্ত কলকাতা-সহ শহরতলি এবং বনেদি বাড়ির নামজাদা পুজো বাসে চাপিয়ে ঘুরিয়ে দেখাতে প্যাকেজ পরিষেবা শুরু করতে চলেছে রাজ্য সরকার(WB Transport Department)৷ নাম পুজো পরিক্রমা 2022 ।

সাংবাদিক বৈঠকে পুজো পরিক্রমা স্পেশাল বাসের ঘোষণা পরিবহণমন্ত্রীর

সরকারি উদ্যোগে বাসে চেপে পুজো পরিক্রমায় যা থাকছে :

ভলভো এসি বাসে কলকাতার বনেদি বাড়ির ঠাকুর দেখানো হবে । সকাল 8টার সময় যাত্রা শুরু হবে এসপ্ল্যানেড ট্রাম টার্মিনাস থেকে । সপ্তমী, অষ্টমী ও নবমীতে এই বিশেষ বাস ছাড়বে । ভাড়া জন প্রতি 1 হাজার 850 টাকা । 5 বছরের কম বয়সী বাচ্চাদের ক্ষেত্রে ভাড়া লাগবে না । দর্শনার্থীদের সকালের জলখাবার, দুপুরের খাবার ও বিকেলের জলখাবার দেওয়া হবে । এছাড়াও চা পানীয় জল দেওয়া হবে । প্রত্যেক দর্শনার্থীর সঙ্গে সচিত্র পরিচয়পত্র রাখা বাধ্যতামূলক ৷

শহরতলি থেকে কলকাতা পুজো পরিক্রমা :

শহরতলি থেকে বিশেষ নন এসি বাসে কলকাতার দর্শনীয় পুজো মণ্ডপগুলি ঘুরিয়ে দেখানো হবে । বাসগুলি সপ্তমী ও নবমীতে ছাড়বে । বাসগুলি নির্ধারিত রুটে শহরের বিখ্যাত বারোয়ারি পুজো দেখাবে । যাত্রা শুরু হবে হাওড়া স্টেশন সংলগ্ন সিটিসি ট্রাম টার্মিনাস, টালিগঞ্জ ট্রাম ডিপো, বারাসত কলোনি মোড়, মধ্যমগ্রাম চৌমাথা, ডানলপ মোড়, ব্যারাকপুর ও হাবড়া ডিপো থেকে ।

বিলাসবহুল বাসে কলকাতার পুজো পরিক্রমা :

এসপ্ল্যানেড ও বারাসত থেকে বাতানুকূল ও আরামদায়ক ভলভো বাসে কলকাতার পুজো ঘুরিয়ে দেখানো হবে । বাসগুলি সপ্তমী ও নবমীর সকাল ন'টায় ছাড়বে । বারাসত থেকে জন প্রতি ভাড়া 1 হাজার 850 টাকা এবং এসপ্ল্যানেড থেকে জন প্রতি ভাড়া 1 হাজার 750 টাকা । বাসে স্ন্যাক্স হিসাবে চা, কফি ও দুপুরের খাবার দেওয়া হবে ।

শহর থেকে দূরে গ্রাম বাংলার পুজো : ধান্যকুড়িয়া ও আড়বালিয়া

কলকাতা থেকে 75 কিমি দূরে বসিরহাট সংলগ্ন দুটি সম্পন্ন গ্রামের বনেদি বাড়ির পুজো দেখারও ব্যবস্থা রয়েছে । গ্রাম বাংলার পুজো দেখার জন্য এসি বাস ছাড়বে সকাল 8টায় । এসপ্ল্যানেড ট্রাম টার্মিনাস থেকে যাত্রাপথে রাজারহাটের চিনার থেকে যাত্রী তোলার ব্যবস্থা রয়েছে । জন প্রতি ভাড়া 1 হাজার 800 টাকা ৷ সকালের খাবার এবং দুপুরের ভোগ দেওয়া হবে । সপ্তমী, অষ্টমী ও নবমীর দিন এই পরিষেবা দেওয়া হবে ।

কামারপুকুর জয়রামবাটিতে পুজো দর্শন :

বাসে জয়রামবাটি কামারপুকুরে পুজো দেখার ব্যবস্থা করেছে পশ্চিমবঙ্গ পৌরনিগম । এসপ্ল্যানেড থেকে অষ্টমীর দিন একটি এক্সিকিউটিভ বাস ছাড়বে ভোর 5টায় । এসপ্ল্যানেড ট্রাম অফিস, বাগবাজার বাটা ও ডানলপ মোড় থেকেও ওঠা যাবে । জয়রামবাটিতে পুজো দর্শনের পর ফিরতি পথে কামারপুকুরও দর্শন করানো হবে । জনপ্রতি 550 টাকা ভাড়া । বাসে হালকা জলপান, চা বা কফি পরিবেশন করা হবে ।

আরও পড়ুন : প্রতিমা হস্তে সুসজ্জিত অস্ত্র তৈরির কারখানায় কেমন ব্যস্ততা, খোঁজ নিল ইটিভি ভারত

কলকাতা, 15 সেপ্টেম্বর: এবার পুজোয় উপরি পাওনা তিলোত্তমাবাসীর ৷ সপ্তমী থেকে নবমী পর্যন্ত কলকাতা-সহ শহরতলির বেশ কয়েকটি বিখ্যাত পুজো দেখাবার সুযোগ করে দেবে পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম(State Govt Announces Special Bus for Kolkata Durga Puja Parikrama)।বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী(Puja Parikrama Special Bus)৷

এদিনের বৈঠকে পরিবহণমন্ত্রী বলেন, "শহর এবং শহরতলির পুজোগুলিকে সাধারণ মানুষকে ঘুরিয়ে দেখানোর পাশাপাশি তাঁদের সারাদিন যাতে আনন্দের মধ্য দিয়ে কাটে সেই ব্যবস্থা করেছে পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম । সকাল থেকে বিকেল পর্যন্ত কলকাতা-সহ শহরতলি এবং বনেদি বাড়ির নামজাদা পুজো বাসে চাপিয়ে ঘুরিয়ে দেখাতে প্যাকেজ পরিষেবা শুরু করতে চলেছে রাজ্য সরকার(WB Transport Department)৷ নাম পুজো পরিক্রমা 2022 ।

সাংবাদিক বৈঠকে পুজো পরিক্রমা স্পেশাল বাসের ঘোষণা পরিবহণমন্ত্রীর

সরকারি উদ্যোগে বাসে চেপে পুজো পরিক্রমায় যা থাকছে :

ভলভো এসি বাসে কলকাতার বনেদি বাড়ির ঠাকুর দেখানো হবে । সকাল 8টার সময় যাত্রা শুরু হবে এসপ্ল্যানেড ট্রাম টার্মিনাস থেকে । সপ্তমী, অষ্টমী ও নবমীতে এই বিশেষ বাস ছাড়বে । ভাড়া জন প্রতি 1 হাজার 850 টাকা । 5 বছরের কম বয়সী বাচ্চাদের ক্ষেত্রে ভাড়া লাগবে না । দর্শনার্থীদের সকালের জলখাবার, দুপুরের খাবার ও বিকেলের জলখাবার দেওয়া হবে । এছাড়াও চা পানীয় জল দেওয়া হবে । প্রত্যেক দর্শনার্থীর সঙ্গে সচিত্র পরিচয়পত্র রাখা বাধ্যতামূলক ৷

শহরতলি থেকে কলকাতা পুজো পরিক্রমা :

শহরতলি থেকে বিশেষ নন এসি বাসে কলকাতার দর্শনীয় পুজো মণ্ডপগুলি ঘুরিয়ে দেখানো হবে । বাসগুলি সপ্তমী ও নবমীতে ছাড়বে । বাসগুলি নির্ধারিত রুটে শহরের বিখ্যাত বারোয়ারি পুজো দেখাবে । যাত্রা শুরু হবে হাওড়া স্টেশন সংলগ্ন সিটিসি ট্রাম টার্মিনাস, টালিগঞ্জ ট্রাম ডিপো, বারাসত কলোনি মোড়, মধ্যমগ্রাম চৌমাথা, ডানলপ মোড়, ব্যারাকপুর ও হাবড়া ডিপো থেকে ।

বিলাসবহুল বাসে কলকাতার পুজো পরিক্রমা :

এসপ্ল্যানেড ও বারাসত থেকে বাতানুকূল ও আরামদায়ক ভলভো বাসে কলকাতার পুজো ঘুরিয়ে দেখানো হবে । বাসগুলি সপ্তমী ও নবমীর সকাল ন'টায় ছাড়বে । বারাসত থেকে জন প্রতি ভাড়া 1 হাজার 850 টাকা এবং এসপ্ল্যানেড থেকে জন প্রতি ভাড়া 1 হাজার 750 টাকা । বাসে স্ন্যাক্স হিসাবে চা, কফি ও দুপুরের খাবার দেওয়া হবে ।

শহর থেকে দূরে গ্রাম বাংলার পুজো : ধান্যকুড়িয়া ও আড়বালিয়া

কলকাতা থেকে 75 কিমি দূরে বসিরহাট সংলগ্ন দুটি সম্পন্ন গ্রামের বনেদি বাড়ির পুজো দেখারও ব্যবস্থা রয়েছে । গ্রাম বাংলার পুজো দেখার জন্য এসি বাস ছাড়বে সকাল 8টায় । এসপ্ল্যানেড ট্রাম টার্মিনাস থেকে যাত্রাপথে রাজারহাটের চিনার থেকে যাত্রী তোলার ব্যবস্থা রয়েছে । জন প্রতি ভাড়া 1 হাজার 800 টাকা ৷ সকালের খাবার এবং দুপুরের ভোগ দেওয়া হবে । সপ্তমী, অষ্টমী ও নবমীর দিন এই পরিষেবা দেওয়া হবে ।

কামারপুকুর জয়রামবাটিতে পুজো দর্শন :

বাসে জয়রামবাটি কামারপুকুরে পুজো দেখার ব্যবস্থা করেছে পশ্চিমবঙ্গ পৌরনিগম । এসপ্ল্যানেড থেকে অষ্টমীর দিন একটি এক্সিকিউটিভ বাস ছাড়বে ভোর 5টায় । এসপ্ল্যানেড ট্রাম অফিস, বাগবাজার বাটা ও ডানলপ মোড় থেকেও ওঠা যাবে । জয়রামবাটিতে পুজো দর্শনের পর ফিরতি পথে কামারপুকুরও দর্শন করানো হবে । জনপ্রতি 550 টাকা ভাড়া । বাসে হালকা জলপান, চা বা কফি পরিবেশন করা হবে ।

আরও পড়ুন : প্রতিমা হস্তে সুসজ্জিত অস্ত্র তৈরির কারখানায় কেমন ব্যস্ততা, খোঁজ নিল ইটিভি ভারত

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.