কলকাতা, 27 মার্চ: বকেয়া মহার্ঘভাতা দ্রুত মেটানোর দাবিতে সরকারি কর্মচারীদের আন্দোলন নিয়ে এই মুহূর্তে আলোড়ন চলছে রাজ্য রাজনীতিতে ৷ রাজ্য সরকার বাজেটে 3 শতাংশ মহার্ঘভাতা বৃদ্ধির পরেও আন্দোলনে কোনও ছেদ টানেননি আন্দোলনকারীরা ৷ কেন্দ্রীয় হারে ডিএ-এর দাবিতে অনড় তাঁরা ৷ এই অবস্থায় রাজ্য সরকারি কর্মীদের ক্ষোভ প্রশমনে নয়া সিদ্ধান্ত নিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার (WB Govt increases Festival Bonus) ৷
সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবছর বর্ধিত হারে উৎসব ভাতা দেবে রাজ্য সরকার । একইসঙ্গে বাড়ছে অ্যাডহক বোনাসও । এদিন মন্ত্রিসভার বৈঠকের শেষে রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া জানান, 2022 সালে উৎসব ভাতা ছিল 4 হাজার 800 টাকা । সেই বোনাসের পরিমাণ এবছর বেড়ে হচ্ছে 5 হাজার 300 টাকা । এছাড়া গত বছরে রাজ্য সরকারি কর্মীদের উৎসব উপলক্ষে অগ্রীম দেওয়া হয়েছিল 14 হাজার টাকা । এ বার তা বাড়িয়ে করা হচ্ছে 16 হাজার টাকা ।
এছাড়াও, অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মীদের পেনশন সর্বাধিক 32 হাজার থেকে বাড়িয়ে 33 হাজার টাকা করা হয়েছে ৷ সরকারি কর্মচারীদের জন্য এক্সগ্র্যাশিয়ার অঙ্ক আগে ছিল 2 হাজার 700 টাকা, এবার তা বাড়িয়ে 2 হাজার 900 টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । প্রসঙ্গত রাজ্য সরকারি কর্মচারীদের যৌথ সংগ্রামী মঞ্চ আপাতত মহার্ঘভাতার জন্য করা অনশনের পথ থেকে সরে আসলেও কোনভাবেই আন্দোলন থেকে স সরছে না ৷ এই অবস্থায় এদিন মহার্ঘভাতার দাবিতে গণ ই-মেইলের কর্মসূচি নিয়েছিলেন সরকারি কর্মচারীরা (DA Protest) ।
আরও পড়ুন: রব্বানিকে সরিয়ে সংখ্যালঘু দফতর নিজের হাতে নিলেন মুখ্যমন্ত্রী
তাই এদিন রাজ্যের এই সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল । যদিও সরকারের এই ঘোষণার পর আন্দোলনকারীদের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, মহার্ঘভাতার দাবিতে তাঁরা আন্দোলনের পথ থেকে সড়ছেন না । তবে এই আন্দোলনের জেরে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীকে বলতে হয়েছে, তাঁর সরকার এখনও পর্যন্ত 105 শতাংশ ডিএ দিয়ে দিয়েছে । এর চেয়ে বেশি তাঁর দেওয়ার ক্ষমতা নেই ।